scorecardresearch
 
Advertisement
দেশ

Southwest Monsoon Arrived: পূর্বাভাস মিলিয়ে আগেভাগেই ভারতে ঢুকল বর্ষা, মৌসম ভবন যা জানাল...

বর্ষা ঢুকে পড়ল দেশে
  • 1/10

দেশের রাজধানী দিল্লি-সহ একাধিক রাজ্যে তাপপ্রবাহের মধ্যে পূর্বাভাসের সঙ্গে সুখবরও দিল মৌসম ভবন। যে বর্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বহু মানুষ সেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে দেশে। পূর্বাভাস সত্যি করে এ বছর আগেভাগেই ঢুকল বর্ষা।  

বর্ষা ঢুকে পড়ল দেশে
  • 2/10

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী বায়ু আজ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছে গিয়েছে। শীঘ্রই কেরলে বর্ষার বৃষ্টিও শুরু হবে। 

 

বর্ষা ঢুকে পড়ল দেশে
  • 3/10

মৌসম ভবন জানিয়েছে, আজ, ১৬ মে দক্ষিণ বঙ্গোপসাগরের কয়েকটি অংশ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সব অংশেই ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।  

Advertisement
বর্ষা ঢুকে পড়ল দেশে
  • 4/10

এও বলা হয়েছে, অনুকূল পরিস্থিতির জন্য আগামী ২-৩ দিনেই দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর ও আন্দামান দ্বীপুপুঞ্জ এবং পূর্বমধ্য বঙ্গোপসাগরে এগিয়ে যাবে বর্ষা।        
 

বর্ষা ঢুকে পড়ল দেশে
  • 5/10

গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে পুড়ছে বেশিরভাগ রাজ্য। দিল্লি ও উত্তরপ্রদেশের বান্দায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি ছাড়িয়েছে। দিল্লিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস।

বর্ষা ঢুকে পড়ল দেশে
  • 6/10

সোমবার সকালে সংবাদ সংস্থা এএনআই-কে আবহাওয়া দফতরের কর্তা আরকে জেনামানি বলেন,'আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজ মৌসুমী বায়ু পৌঁছেছে।'

বর্ষা ঢুকে পড়ল দেশে
  • 7/10

কেরলে ১ জুন সাধারণত বর্ষা পৌঁছয়। এবার আগেভাগেই চলে এসেছে। জেনামানির কথায়,'২৭মে কেরলে ঢুকতে পারে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি পর্যালোচনা করে বলতে পারি, পূর্বাভাস মিলে যাবে।'
 

Advertisement
তাপপ্রবাহের সতর্কতা দেশে
  • 8/10

রবিবার বিভিন্ন রাজ্যে প্রচণ্ড গরমের প্রসঙ্গে আরকে জেনামানি বলেন,'গতকাল তাপপ্রবাহ পরিস্থিতি খুবই গুরুতর ছিল। আজ পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ-সহ অনেক রাজ্যের তাপমাত্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে দেখেছি। আগামিকাল থেকে তাপপ্রবাহ আর বড় এলাকাজুড়ে দেখা যাবে না।'
 

তাপপ্রবাহের সতর্কতা দেশে
  • 9/10

এদিকে, আগামী ৫ দিন বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। উত্তর-পূর্ব রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি, দক্ষিণ উত্তর প্রদেশ, বিদর্ভ এবং উত্তর মধ্যপ্রদেশের বিক্ষিপ্ত অংশে লু বইতে পারে।বিহার ও ঝাড়খণ্ডে ১৭ এবং ১৮ মে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 

 

তাপপ্রবাহের সতর্কতা দেশে
  • 10/10

১২২ বছরে গোটা দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল এপ্রিল মাসে।

Advertisement