Advertisement
দেশ

Winter Forecast 2025: শীতলতম বছর হতে চলেছে ২০২৫? 'ছোট্ট মেয়ে'র প্রভাবে হাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস IMDর

২০২৫ সালের বর্ষায় দেশ দেখল মৃত্যু মিছিল
  • 1/15

এবারের বর্ষা রীতিমতো তাণ্ডব চালাল গোটা দেশে। এখনও দুর্যোগ চলছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন অংশে। অতিবৃষ্টি, বন্যা, ধস, হড়পা বানে ২০২৫ সালে দেশ দেখল মৃত্যু মিছিল। 
 

 এবার আসছে শীতের পালা
  • 2/15

ব্যাপক ধ্বংসলীলা। এবার আসছে শীতের পালা। 'বসন্ত জাগ্রত দ্বারে'। ২০২৫ সালের শীতকালও কি হাড় কাঁপানো হতে চলেছে? নাকি আবহাওয়ার খামখেয়ালিতে ঠান্ডাও কম পড়বে? 
 

শীতের কামড় এবার ব্যাপক হতে চলেছে
  • 3/15

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, শীতের কামড় এবার ব্যাপক হতে চলেছে দেশজুড়েই। তার কারণ, লা নিনা (La Nina) এফেক্ট। 
 

Advertisement
 সবচেয়ে কড়া শীত পড়তে পারে
  • 4/15

দিল্লির মৌসম ভবন (IMD) ও মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টারের পূর্বাভাস, গত কয়েক বছরে সবচেয়ে কড়া শীত পড়তে পারে ২০২৫ সালে। 
 

ব্যাপক শীতের কবলে পড়বেন কয়েক লক্ষ মানুষ
  • 5/15

চলতি বছরের শেষের দিকে শীতের বিকাশের সম্ভাবনা প্রায় ৭১ শতাংশ। যার জেরে ভারতের বড় অংশে, বিশেষ করে উত্তর ভারতে ব্যাপক ঠান্ডা পড়বে। ব্যাপক শীতের কবলে পড়বেন কয়েক লক্ষ মানুষ।
 

La Nina কী? কেন এর জেরে বেশি শীত পড়তে পারে?
  • 6/15

লা নিনা একটি স্প্যানিশ শব্দবন্ধ। স্প্যানিশ ভাষায় লা নিনার অর্থ, 'Little Gir' বা 'শিশুকন্যা'।  এটি চলাকালীন দক্ষিণ আমেরিকার কাছাকাছি পূর্ব প্রশান্ত মহাসাগরের জল অনেকটা ঠান্ডা হয়ে যায়, আর ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার কাছাকাছি পশ্চিম প্রশান্ত মহাসাগর তুলনায় উষ্ণ থাকে। 
 

 বিশ্বজুড়ে আবহাওয়ায় প্রভাব
  • 7/15

এই তাপমাত্রার পার্থক্য বিশ্বজুড়ে আবহাওয়ায় প্রভাব ফেলে। অনেক সময় সাময়িকভাবে বিশ্ব উষ্ণায়ন কমিয়ে দেয় এই La Nina। লা নিনার সময় প্রশান্ত মহাসাগরের জল ঠান্ডা হয়ে যাওয়ায় বায়ুমণ্ডলের প্রবাহ বদলে যায়। 
 

Advertisement
জোরাল প্রভাব পড়ে ভারতের উত্তরাঞ্চলের আবহাওয়ায়
  • 8/15

এর ফলে এশিয়ার আকাশে দ্রুতগামী জেট স্ট্রিম নামক বায়ুপ্রবাহের অবস্থানও সরে যায়। এর জোরাল প্রভাব পড়ে ভারতের উত্তরাঞ্চলের আবহাওয়ায়। 

শীতকাল আরও কড়া ঠান্ডা হয়
  • 9/15

তীব্র ঠান্ডা বাতাস অনেকটা ভেতর পর্যন্ত প্রবেশ করে। তাই শীতকাল আরও কড়া ঠান্ডা হয় এবং ঘন ঘন শৈত্যপ্রবাহ চলতে থাকে।
 

ভারতে La Nina র জেরে কতটা শীত পড়বে?
  • 10/15

অতীতে দেখা গিয়েছে লা নিনার প্রভাবে কিছুটা লাভবান হয় ভারত। ব্যাপক বৃষ্টি হয়। ফলে ফসল ভাল হয় ও ভূগর্ভস্থ জলের ঘাটতি পূরণ হয়ে যায়। 

একেবারে ঠান্ডার মারণ কামড়
  • 11/15

কিন্তু একই সঙ্গে শীতকালে একেবারে ঠান্ডার মারণ কামড়ও ঝেলতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, লা নিনার জেরে ভারতের পাহাড়ি অঞ্চলে তুষারপাত ব্যাপক হয়। 
 

Advertisement
জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়ে
  • 12/15

মাত্রাতিরিক্ত স্নো ফলের জেরে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়ে।  
 

স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা
  • 13/15

সম্প্রতি বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, লা নিনা চলাকালীনও কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা দেখা যেতে পারে। 
 

আবহাওয়ার খামখেয়ালিপনা
  • 14/15

তাই এখনও পর্যন্ত পুরোটাই পূর্বাভাসের উপরেই ভিত্তি। কারণ, আবহাওয়ার খামখেয়ালিপনা গোটা বিশ্বেই চলছে। তাই বেশ কিছু অনিশ্চিত হয়ে যাচ্ছে পূর্বাভাস।

 এবার কি শীতলতম বছরও হতে চলেছে ২০২৫?
  • 15/15

২০১৭ সালের পরে বর্ষায় সবচেয়ে বেশি বৃষ্টি হল ২০২৫ সালে। এবার কি শীতলতম বছরও হতে চলেছে ২০২৫ সাল, প্রশ্নের উত্তর মিলবে আর দু মাস পরেই। 

Advertisement