scorecardresearch
 
Advertisement
দেশ

চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতে এল আরও ৩ রাফাল!

রাফাল জেট
  • 1/10

গত ২৮ জুলাই প্রথম ব্য়াচের ৫টি রাফাল যুদ্ধবিমান ভারতে এসেছে এবং ১০ সেপ্টেম্বর সরকারিভাবে বায়ুসেনায় সামিলও করা হয়েছে সেগুলিকে। এবার  চিনের সঙ্গে লাদাখ সীমান্ত সংঘাতের আবহে আরও বাড়ল ভারতীয় বায়ুসেনার শক্তি। ৪ অক্টোবর ভারতে এল রাফাল যুদ্ধবিমানের দ্বিতীয় ব্যাচ।

রাফাল জেট
  • 2/10

দ্বিতীয় দফায় ফ্রান্সের মেরিনিয়াক এয়ারবেস থেকে গুজরাতের জামনগরে আসছে ৩টি রাফাল ফাইটার জেট।
 

রাফাল জেট
  • 3/10

গতবারের মত এবারও মাঝ আকাশেই জ্বালানী ভরেছে ৩টি রাফাল। প্রথম ব্যাচের রাফালগুলি আবু ধাবির কাছে আল-দাফরা এয়ারবেসে একদিন বিশ্রাম নিয়ে ভারতের অম্বালায় পৌঁছেছিল। কিন্তু, এবার ফ্রান্স থেকে সরাসরি  ৩টি বিমান ভারতে পৌঁছচ্ছে। শুধু মাঝ-আকাশে ফরাসি ও ভারতীয় রিফুয়েলারের মাধ্যমে জ্বালানি ভরছে। জামনগরে রাত্রিবাসের পর বৃহস্পতিবার রাফালগুলি রওনা দেবে অম্বালার উদ্দেশে।
 

Advertisement
রাফাল জেট
  • 4/10

 তিন রাফাল ভারতের এলে বায়ুসেনায় মোট রাফালের সংখ্যা হবে ৮। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, প্রতি ২ মাস অন্তর ৩ থেকে ৪টি করে রাফাল জেট ভারতে এসে পৌঁছবে। আগামী বছরের মাঝামাঝি সময়ে সবকটি বিমান ভারতে পৌঁছে যাওয়ার কথা।
 

রাফাল জেট
  • 5/10

সবমিলিয়ে ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল কেনার চুক্তি করেছে ভারত। এর জন্য খরচ পড়ছে ৫৯,০০০ কোটি টাকা।  

রাফাল জেট
  • 6/10

৩৬টি রাফাল ফাইটার জেটের জন্য ফ্রান্সের দাসোল অ্যাভিয়েশনের সঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বরে চুক্তি হয়েছিল ভারতের। 
 

রাফাল জেট
  • 7/10

সীমান্তে চিনের সঙ্গে বিবাদ চলছে ভারতের। বেসুরো গাইছে পাকিস্তানও। এর মধ্যেই দ্বিতীয় দফায় আরও ৩টি উচ্চ ক্ষেপণাস্ত্র যুক্ত রাফালের আগমন  বায়ুসেনার শক্তি ও প্রতিবেশীদের চিন্তা, দুই বৃদ্ধি করল।
 

Advertisement
রাফাল জেট
  • 8/10

ভারতীয় রাফালে অন্তর্ভুক্ত হওয়া সরঞ্জামের তালিকায় রয়েছে -- হেলমেট মাউন্টেড সাইট, রাডার ওয়ার্নিং রিসিভার, ১০ ঘণ্টার ফ্লাইট ডেটা রেকর্ডার, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম, জ্যামার, অধিক উচ্চতায় থাকা জায়গা থেকে টেক-অফের জন্য কোল্ড ইঞ্জিন স্টার্ট কেপাবিলিটি, টাওড ডিকয় ফর ইনকামিং মিসাইল।
 

রাফাল জেট
  • 9/10

ভারতে প্রথম রাফাল বেস হয়েছে আম্বালর এয়ার ফোর্স স্টেশন। দ্বিতীয় বেস হবে পশ্চিমবঙ্গের হাসিমারা।
 

রাফাল জেট
  • 10/10

ইতিমধ্যেই প্রথম ব্যাচের রাফাল যুদ্ধবিমানগুলিকে লাদাখ সীমান্তে মোতায়েন করেছে বায়ুসেনা।

Advertisement