Advertisement
দেশ

PHOTOS: মোদীকে জবাব! ডেরেক-কাকলিরা জমিয়ে খেলেন 'পাপড়ি চাট'

  • 1/7

মঙ্গলবার বিকেলে রাজধানীর বুকে বসে 'পাপড়ি চাট' পার্টিতে মাতলেন তৃণমূল সাংসদরা। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মন্তব্যের জবাব দিতেই এই আয়োজন বলে জানা যাচ্ছে। 

  • 2/7

 বিরোধীদের হট্টগোলে বাদল অধিবেশনের প্রথম দিন থেকে বারবার মুলতুবি হচ্ছে সংসদ। কাজের সময় নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে সাধারণ মানুষের করের টাকা। এই সমস্ত অভিযোগে মঙ্গলবার  বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
 

  • 3/7

শান্তনু সেনের কাগজ কেড়ে নেওয়া থেকে শুরু করে, ডেরেক ও'ব্রায়েনের 'পাপড়ি চাট' মন্তব্য, সমস্ত ইস্য়ুতে প্রধানমন্ত্রীর নিশানায় ছিলেন বিরোধীরা। মঙ্গলবার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে বিরোধীদের বিক্ষোভ নিয়ে নরেন্দ্র মোদী বলেন, 'এটা সংবিধানের অবমাননা, গণতন্ত্রের অবমাননা এবং সাধারণ মানুষের অবমাননা। বিরোধীরা তাঁদের ব্যবহারে সংসদের উভয় কক্ষকেই অসম্মানিত করেছেন। কেউ কাগজ কেড়ে ছিঁড়ে ফেলছেন, কিন্তু নিজের কৃতকর্মের জন্য তাঁর একটুও লজ্জিত নন'।
 

Advertisement
  • 4/7

কেন্দ্রকে তোপ দেগে সম্প্রতি ডেরেক ও'ব্রায়েন ট্যুইটারে লেখেন, 'সংসদে বিল পাশ হচ্ছে নাকি পাপড়ি চাট বানাচ্ছে কেন্দ্র?'। মঙ্গলবার ডেরেকের এই মন্তব্যেরও সমালোচনা করেন নরেন্দ্র মোদী। বলেন, 'এই মন্তব্য ভারতীয় সংবিধানের অপমান, গণতন্ত্র এবং সাধারণ মানুষের অপমান। '
 

  • 5/7

ডেরেককে আক্রমণ করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রল্লাদ জোশী এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান মুক্তার আব্বাস নাকভিও। সরকার সমস্ত বিল নিয়ে আলোচনার জন্য তৈরি বলে তাঁরা। বরং তাঁদের পাল্টা অভিযোগ, সংসদকে অপমান করছে তৃণমূল।

  • 6/7

এদিকে প্রধানমন্ত্রীর মন্তব্যের পর 'পাপড়ি চাট' খেয়ে জবাব দিলেন ডেরেকরা।

  • 7/7

হরেক রকম পাপড়ি চাট সাজিয়ে খেতে দেখা গেল ডেরেক ও ব্রায়েন ও কাকলি ঘোষদস্তিদারদের।
 

Advertisement