scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Galwan Clash: ভিডিও প্রকাশ করে মুখ পোড়াল চিন, সামনে এল কুকীর্তি

Galwan Clash
  • 1/9

২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান  উপত্যকায় ভারত ও চিনের সৈন্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। এতে উভয় পক্ষের অনেক সৈন্য নিহত হয়। চিনের টিভি চ্যানেল গালওয়ান উপত্যকায় সংঘর্ষের একটি নতুন ৪৫ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে চিনা সৈন্যরা ভারতীয় সৈন্যদের দিকে পাথর নিক্ষেপ করছে এবং ভারতীয় সৈন্যরা চিনা সৈন্যদের উপযুক্ত জবাব দিচ্ছে।
Image credit: detersfa_

Galwan Clash
  • 2/9

৪৫ সেকেন্ডের প্রোপাগান্ডা ভিডিও প্রকাশ করে চিন নিজের মুখ পুড়িয়েছে। নতুন ভিডিওতে চিনের পাথর নিক্ষেপকারী সৈন্যদের দেখা গিয়েছে। চিন ভেবেছিল যে এই ভিডিওটি প্রকাশের মাধ্যমে তার মিথ্যাচার ধরা পড়বে না এবং এটি তার সৈন্যদের সাহস দেখাতে সক্ষম হবে। এই ভিডিওর মাধ্যমে চিন দেখানোর চেষ্টা করছেন যে তার সৈন্যরা ভারতীয় সৈন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে। কিন্তু মিথ্যে যতই  মেকআপ দেওয়া হোক  সত্যের সামনে তা ম্লান হয়ে যায়। চিনের এই ভিডিওবাজি তাই  হয়েছে।
Image credit: detersfa_
 

Galwan Clash
  • 3/9


এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভারতীয় সৈন্যরা চিনের সেই নজরদারি পোস্ট ধ্বংস করছে। যেখানে চিনি সৈন্যরা  LAC লঙ্ঘন করেছিল। এটি চিনের স্বাভাবিক অভ্যাস। লালফৌজ  ধীরে ধীরে এগোয়া এবং  চুপচাপ অবৈধ দখল নেয়।
Image credit: detersfa_

Advertisement
Galwan Clash
  • 4/9

প্রায় ৪৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় যে, ভারতীয় সৈন্যরা গালওয়ান নদীর জমে থাকা জলের সামনে অবস্থান করছে এবং চিনা সেনাদের পাথর নিক্ষেপের উপযুক্ত জবাব দিচ্ছে। এই ভিডিওতে উভয় দেশের সেনাদের মধ্যে মুখোমুখি লড়াইও দৃশ্যমান। 
Image credit: detersfa_


 

Galwan Clash
  • 5/9

ভিডিওতে এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যক সৈন্য একে অপরের মুখোমুখি। চিনা সৈন্যরা একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে এবং গালওয়ান উপত্যকায় জলের মাঝখানে দাঁড়িয়ে থাকা ভারতীয় সৈন্যদের উপর পাথর ছুড়ছে। 
Image credit: detersfa_
 

Galwan Clash
  • 6/9

সহিংসতার রাতের কিছু দৃশ্যও এই ভিডিওতে যোগ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ভারতীয় সৈন্যরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সজ্জিত চিনা সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে আছে। ভিডিওটি দেখে মনে হচ্ছে ভারতীয় সৈন্যরা খুব কঠিন পরিস্থিতিতে চীনা সেনাবাহিনীকে উপযুক্ত জবাব দিয়েছে।
Image credit: detersfa_
 

Galwan Clash
  • 7/9

১৫ জুন রাতে সংঘটিত এই সহিংস সংঘর্ষে চিন দাবি করেছিল যে তাদের মাত্র ৪  জন সৈন্য নিহত হয়েছে। পরে  এর সংখ্যা পাঁচে উন্নীত হয়েছিল। কিন্তু অনুমান করা হচ্ছে যে এই রক্তক্ষয়ী সংঘাতে চীনের অন্তত ৪০ থেকে ৪৫ জন  সৈন্য নিহত হয়েছে। ভারতের ২০  জন সৈনিক শহিদ হন। চিনা সৈন্যরা প্রতারণা করে  কাঁটাতারের রড দিয়ে ভারতীয় সৈন্যদের উপর হামলা চালায়। 
Image credit: detersfa_

Advertisement
Galwan Clash
  • 8/9

গালওয়ান উপত্যকায় আট মাস ধরে সহিংস সংঘর্ষের সত্যতা গোপন রাখে চিন।  নিহত  সৈন্যদের সংখ্যাও গোপন করা হয়। গত ফেব্রুয়ারিতে চিন গালওয়ানে সহিংস ঘটনার অর্ধ-সত্য মেনে নিয়েছিল। চিন সবসময় গালওয়ানের সত্যতা লুকোতে চেয়েছে। মৃতে সৈনিকদের নিয়েও চুপ থেকেছে। কিন্তু বিষয়টি প্রমাণিত হচেই তিন দাবি করে ভারতীয় সৈন্যদের তুলনায় তাদের কম সৈন্য নিহত হয়েছে, যদিও সত্যটি উল্টো। গার্হস্থ্য ব্যবহারের জন্য চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম দ্বারা প্রকাশিত একটি ভিডিও থেকে স্ক্রিনগ্র্যাব।
Screengrab from a video put out by Chinese state media for domestic consumption.

Galwan Clash
  • 9/9

গালভান উপত্যকায় শহিদ হওয়া ভারতীয় সৈন্যদের সম্পূর্ণ সম্মান দিয়ে বিদায় জানান হয়েছিল। তাঁদের মরণোত্তপ সামরিক পদকও দেওয়া হয়। কিন্তু চিন শুধু তার নিজের সৈন্যদের মৃত্যু গোপন করে রাখেনি। বরং আত্মত্যাগের সম্মানও জানায়নি।

(PTI photo for representation)

Advertisement