Advertisement
দেশ

Rain Forecast: আসলে সক্রিয় দু'টি নিম্নচাপ, পশ্চিমবঙ্গে কোন জেলায় কেমন বৃষ্টি? দেশের বাকি অংশেরও পূর্বাভাস

  • 1/10

সপ্তাহ শুরু হল বৃষ্টি দিয়েই। গত সপ্তাহেই নিম্নচাপের জেরে টানা বর্ষণ হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। সপ্তাহের শেষে দুদিন রেহাই দিয়েই ফের শুরু। যার নির্যাস, নয়া নিম্নচাপের হাত ধরে ফের সক্রিয় বর্ষা। 
 

  • 2/10

IMD-র পূর্বাভাস বলছে, একটি নয়, দেশের পূর্বে ও উত্তরে দুটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় ভাবে বিস্তার করছে। তার জেরে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারত তো বটেই, উত্তর, মধ্য ও পশ্চিম ভারতের বড় অংশে বৃষ্টি চলবে।
 

  • 3/10

প্রথমেই জেনে নেওয়া যাক, পূর্ব ভারতের কী পরিস্থিতি? স্পেশাল বুলেটিনে IMD জানিয়েছে,  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তের অবস্থান উত্তর-ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখাও সমান ভাবে সক্রিয়। যার ফলে ভারী ও নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। 

Advertisement
  • 4/10

আজ অর্থাত্‍ সোমবার ও আগামিকাল মঙ্গলবার কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে। 
 

  • 5/10

পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
 

  • 6/10

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷

  • 7/10

এবার দেশের অন্যান্য অংশের দিকে তাকানো যাক। মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে একটি গভীর নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। ওই সিস্টেমটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিমে সরছে। যার ফলে মধ্যপ্রদেশ, রাজস্থান ও আশপাশের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে। 

Advertisement
  • 8/10

দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অংশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এখন গভীর নিম্নচাপ অবস্থান করছে। 
 

  • 9/10

এটি মূলত তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা মিলিয়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সিস্টেমটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে একটি ঘূর্ণাবর্ত বা ‘ডিপ্রেশন’-এ পরিণত হতে পারে।

  • 10/10

এই নিম্নচাপ ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে মৌসম ভবন। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি, যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতা—এ টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু নীচু জায়গায় জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।  অর্থাত্‍ গোটা দেশের দিকে তাকালে জোড়া নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে। দেশের একটি বড় অংশেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। 
 

Advertisement