Advertisement
দেশ

Photos: আন্তর্জাতিক মানের সুবিধা, কায়া বদলে গিয়েছে বেনারস স্টেশনের

  • 1/8

Banaras Railway Station: সকাল থেকে ব্যস্ত কর্মসূচি। তার পর মাঝরাতে বেনারস রেল স্টেশনে যোগী আদিত্যনাথকে নিয়ে হাজির হন নরেন্দ্র মোদী। রাত ১টা নাগাদ তিনি পৌঁছে যান স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে। উন্নয়নের কাজগুলিপ পর্যালোচনা করেন। 

  • 2/8

বনারস স্টেশনে যাত্রীদের আন্তর্জাতিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। স্টেশনের আগে নাম ছিল মন্ডুয়াডিহ। নাম বদলে রাখা হয় বেনারস রেলস্টেশন। কীভাবে খোলনলচে বদলে দেওয়া হল পুরনো স্টেশনকে?
 

  • 3/8

চলতি বছর জুলাই মাসে স্টেশনের নাম দেওয়া হয় বেনারস। আগে তিনটি ফ্ল্যাটফর্ম ছিল এই স্টেশনে। এখন ৮টি। আন্তর্জাতিক মান দেওয়া হয়েছে স্টেশনকে। বিমানবন্দরের মতো সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। 

Advertisement
  • 4/8

৮ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের জন্য রয়েছে বড় লাউঞ্জ। একদিকে রয়েছে বুকিং কাউন্টার, অন্যদিকের দেওয়ালের শিল্পকলায় ফুটে উঠেছে -'অর্ধনারীশ্বর । মাঝে বইছে গঙ্গা।' 

  • 5/8

রয়েছে রসনা তৃপ্তির ব্যবস্থাও। প্ল্যাটফর্ম বদলের জন্য স্টেশনের দু'দিকে রয়েছে ফুট ব্রিজ। বিশেষভাবে সক্ষমদের জন্য়েও রয়েছে নানা সুযোগ-সুবিধা। স্টেশনে রয়েছে ৮টি প্ল্যাটফর্ম, ২টি লিফট ও ২টি এস্কেলেটর। 

  • 6/8

স্টেশনে রয়েছে একটি যাত্রী প্রতীক্ষা কেন্দ্রও। ১৬১ জন যাত্রী বসতে পারবেন। এছাড়া ১০৮ আসনের আপার ক্লাস যাত্রী প্রতীক্ষা কেন্দ্রও রয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ঘর। 

  • 7/8

স্বচ্ছতার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। তৈরি হয়েছে আধুনিক শৌচালয়। স্টেশন প্রবেশ ও বাহির পথে বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। রেলের এক আধিকারিক জানালেন, এই স্টেশনে কায়া বদলাতে ৬ বছরে খরচ করা হয়েছে প্রায় ১০০ কোটি।      

Advertisement
  • 8/8

পূর্ব-উত্তর রেলের জনসংযোগ আধিকারিক পঙ্কজ কুমার বলেন, 'স্টেশনের আগের নাম ছিল মন্ডুয়াডিহ। গত জুলাই নাম বদলে করা হয় বেনারস। এটা বারাণসীর অন্তর্গত। কিন্তু দূরের যাত্রীরা স্টেশনের নামে বিভ্রান্তিতে পড়তেন। সে কারণে নাম বদলে বেনারস রাখা হয়।'' 
   

Advertisement