Advertisement
দেশ

Heat Wave: এ তো কিছুই নয়, ৫০ ডিগ্রি ছুঁতে পারে গরম, জানাল মৌসম ভবন

  • 1/10

Weather Update: গত কয়েক দিন ধরে গোটা ভারতে গ্রীষ্মের দহন। পশ্চিমবঙ্গ তো বটেই উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, হরিয়ানা, রাজস্থান-সহ বহু রাজ্যে তাপমাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী। এর মাঝেই আবহাওয়া দফতরের (আইএমডি) ভবিষ্যদ্বাণী আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। তারা জানাচ্ছে, চলতি গরমেই তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

  • 2/10

মৌসম ভবন বলছে, সার্বিক আবহাওয়া যে দিকে যাচ্ছে, তাতে ৫০ ডিগ্রি সেলসিয়াস অসম্ভব নয়। মে মাস সাধারণত ভারতে সবচেয়ে উষ্ণতম।

  • 3/10

এই সময়ে পশ্চিম রাজস্থানের কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। তবে এর আগে ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠেছিল পারদ। সেই সর্বকালীন রেকর্ড তাপমাত্রা ৫২.৬ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
  • 4/10

উত্তরপ্রদেশে পারদ ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে

আগের দিন উত্তরপ্রদেশের বান্দায় ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এ ছাড়া আরও অনেক জায়গায় চলতি মাসের সর্বোচ্চ তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে। পারদ ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, ঝাঁসি এবং লখনউতে তাপমাত্রা যথাক্রমে ৪৬.৮ ডিগ্রি সেলসিয়াস, ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। 

  • 5/10

হরিয়ানার গুরুগ্রাম এবং মধ্যপ্রদেশের সাতনাতেও এপ্রিল মাসে সর্বোচ্চ ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং ৪৫.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মিলেছে।

  • 6/10

অন্যদিকে, দিল্লির স্পোর্টস কমপ্লেক্স অবজারভেটরিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

  • 7/10

রাজস্থানের শ্রীগঙ্গানগরে ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস, মধ্যপ্রদেশের নৌগাঁও ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং মহারাষ্ট্রের চন্দ্রপুরে ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

Advertisement
  • 8/10

পশ্চিম, মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। এছাড়া উত্তর-পশ্চিম, মধ্য, পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে চলেছে।

  • 9/10

মৌসম বিভাগ জানিয়েছে, বিভিন্ন রাজ্যে গরমে দাবদাহ চলবে। শিগগিরই মুক্তির কোনও আশা নেই। তবে সুখবরও রয়েছে। এবার বৃষ্টি ঠিকঠাক হতে পারে বলে আশা করা হচ্ছে। মার্চ থেকে এ পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে ৩২ শতাংশ কম বৃষ্টি হয়েছে। 

  • 10/10

এবার বৃষ্টি ঠিকঠাক হতে পারে বলে আশা করা হচ্ছে। মার্চ থেকে এ পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে ৩২ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এবার মে মাসে ১০৯ শতাংশ অর্থাৎ স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Advertisement