Advertisement
দেশ

Mamata-Yogi: হাস্যমুখে মমতা-যোগী, দিদির চেয়ার ধরে কী বললেন UP CM?

  • 1/10

উপলক্ষ, 'চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি' শীর্ষক  আলোচনাসভা। হাজির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেখানেই দেখা হয়ে গেল মমতা-যোগীর।

  • 2/10

মোদী-মমতার মধ্যে বাকযুদ্ধ কারও অজানা নয়। নিয়মিত রাজনৈতিক সভা-সমাবেশ থেকে পরস্পরকে তোপ দাগেন। তেমন দুই চরিত্র মুখোমুখি শনিবারের বারবেলায়। 

  • 3/10

মমতা ও যোগীকে কাছাকাছি পেয়ে সুযোগ হাতছাড়া করেননি চিত্রসাংবাদিকরা। একের পর এক ছবি উঠেছে দুই মুখ্যমন্ত্রীর।   

Advertisement
  • 4/10

উত্তরপ্রদেশের ভোটে সে রাজ্যে গিয়ে প্রচার করেছেন মমতা। অখিলেশের হয়ে যোগীকে 'ভোগী' বলেও কটাক্ষ করেছেন। পাল্টা আবার মমতার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নিশানা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

  • 5/10

সেই দুই নেতা-নেত্রীই দিল্লির অনুষ্ঠানে পাশাপাশি বসে রয়েছেন। মাঝে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামি।    

  • 6/10

একটি ছবিতে দেখা গিয়েছে দিদির চেয়ার ধরে রয়েছেন যোগী আদিত্যনাথ। দু'জনেই হাসছেন। 

  • 7/10

পুষ্করসিংহ ধামিকে মাঝে রেখে কথা বলতেও দেখা গিয়েছে। কিন্তু কী কথা হয়েছে? সূত্রের খবর, রাজনীতিতে বৈরী হলেও দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়েছে।                
 

Advertisement
  • 8/10

আলোচনসভার ফাঁকে পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও কথা হয়েছে মমতার।    

  • 9/10

স্বাভাবিক মমতা-যোগী হাস্যমুখের ছবি নিয়ে নেটমাধ্যমে নানা জল্পনা। বিরোধী সমর্থকদের কটাক্ষ উড়ে এসেছে।          

  • 10/10

এ দিন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা একসঙ্গে ছবিও তুললেন। ছবিতে ছিলেন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, অসম এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা।
 

Advertisement