উপলক্ষ, 'চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি' শীর্ষক আলোচনাসভা। হাজির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেখানেই দেখা হয়ে গেল মমতা-যোগীর।
মোদী-মমতার মধ্যে বাকযুদ্ধ কারও অজানা নয়। নিয়মিত রাজনৈতিক সভা-সমাবেশ থেকে পরস্পরকে তোপ দাগেন। তেমন দুই চরিত্র মুখোমুখি শনিবারের বারবেলায়।
মমতা ও যোগীকে কাছাকাছি পেয়ে সুযোগ হাতছাড়া করেননি চিত্রসাংবাদিকরা। একের পর এক ছবি উঠেছে দুই মুখ্যমন্ত্রীর।
উত্তরপ্রদেশের ভোটে সে রাজ্যে গিয়ে প্রচার করেছেন মমতা। অখিলেশের হয়ে যোগীকে 'ভোগী' বলেও কটাক্ষ করেছেন। পাল্টা আবার মমতার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নিশানা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
সেই দুই নেতা-নেত্রীই দিল্লির অনুষ্ঠানে পাশাপাশি বসে রয়েছেন। মাঝে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামি।
একটি ছবিতে দেখা গিয়েছে দিদির চেয়ার ধরে রয়েছেন যোগী আদিত্যনাথ। দু'জনেই হাসছেন।
পুষ্করসিংহ ধামিকে মাঝে রেখে কথা বলতেও দেখা গিয়েছে। কিন্তু কী কথা হয়েছে? সূত্রের খবর, রাজনীতিতে বৈরী হলেও দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়েছে।
আলোচনসভার ফাঁকে পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও কথা হয়েছে মমতার।
স্বাভাবিক মমতা-যোগী হাস্যমুখের ছবি নিয়ে নেটমাধ্যমে নানা জল্পনা। বিরোধী সমর্থকদের কটাক্ষ উড়ে এসেছে।
এ দিন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা একসঙ্গে ছবিও তুললেন। ছবিতে ছিলেন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, অসম এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা।