Subhash Chandra Bose jayanti: 'স্বাধীনতার পর নেতাজিকে ভোলানোর চেষ্টা হয়েছে,' বিরোধীদের নিশানা মোদীর
নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি নামকরণের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে, রস আইল্য়ান্ডকে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ, নীল দ্বীপকে শহিদ ও ও হ্য়াভলক দ্বীপকে স্বরাজ দ্বীপ নামকরণ করেছিল কেন্দ্রীয় সরকার।
'স্বাধীনতার পর নেতাজিকে ভোলানোর চেষ্টা হয়েছে,' বিরোধীদের নিশানা মোদীর- নতুন দিল্লি,
- 23 Jan 2023,
- (Updated 23 Jan 2023, 12:38 PM IST)
হাইলাইটস
- পরমবীর চক্র পুরস্কারপ্রাপ্ত ২১ জনের নামে ওই দ্বীপগুলির নামকরণ করা হয়েছে
- দেশ এই দিনটিকে পরক্রম দিবস হিসেবে পালন করে
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মদিনে আন্দামান ও নিকোবরের ২১টি অনামী দ্বীপের নাম রাখা হল বীর সেনাদের নামে। ভারতীয় সেনাবাহিনীর পরমবীর চক্র পুরস্কারপ্রাপ্ত ২১ জনের নামে ওই দ্বীপগুলির নামকরণ করা হয়েছে। মেজর সোমনাথ শর্মা, সুবেদার-ক্যাপ্টেন ল্যান্স নায়েক করম সিং, দ্বিতীয় লেফটেন্যান্ট রামা রাঘোবা রানে, নায়ক যদুনাথ সিং সহ ২১ জন পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের নামে দ্বীপগুলির নামকরণ করা হয়েছে।
নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি নামকরণের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে, রস আইল্য়ান্ডকে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ, নীল দ্বীপকে শহিদ ও ও হ্য়াভলক দ্বীপকে স্বরাজ দ্বীপ নামকরণ করেছিল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: Netaji Subhas Chandra Bose Jayanti 2023: রাষ্ট্রপতি হয়েছিলেন নেতাজি? কলকাতায় যে ফলকে লেখা 'ভূতপূর্ব রাষ্ট্রপতি'
এদিন ভার্চুয়ালি নামকরণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, "২১টি দ্বীপের নামকরণে অনেক বার্তা রয়েছে, যা আজ নতুন নাম পেয়েছে। বাণী 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত', এই বার্তাটি আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতার বার্তা। আন্দামানের এই ভূমিতে প্রথমবার তিরঙ্গা উত্তোলন করা হয়েছিল। যেখানে প্রথমবারের মতো স্বাধীন ভারতের সরকার গঠিত হয়েছিল। আজ নেতাজি সুভাষ বসুর জন্মবার্ষিকী। দেশ এই দিনটিকে পরক্রম দিবস হিসেবে পালন করে।' মোদী বলেন, 'বীর সাভারকর এবং আরও অনেক বীর যারা দেশের জন্য যুদ্ধ করেছিলেন তাঁরা এই আন্দামানে বন্দী ছিলেন। ৪-৫ বছর আগে আমি যখন পোর্ট ব্লেয়ারে গিয়েছিলাম, আমি সেখানে ৩টি প্রধান দ্বীপের ভারতীয় নাম উৎসর্গ করেছিলাম।'
এই পরই নেতাজির প্রসঙ্গ টেনে বলেন, 'নেতাজিই আন্দামান ও নিকোবরের এই সকল দ্বীপের নামকরণ করেছিলেন। কিন্তু সেই নামকরণের মর্যাদা দেওয়া হয়নি পরবর্তীতে। তাই বীরেদের প্রতি শ্রদ্ধা জানাতে এই ভাবনা। অতীতে নেতাজির নাম ভোলানোর চেষ্টা করা হয়েছে, গত ৮-৯ বছরে নেতাজিকে নিয়ে অনেক কাজ করা হয়েছে। নেতাজির ভাবনা সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য একাধিক মিউজিয়ামও করা হয়েছে। স্বাধীনতার পর নেতাজিকে ভোলানোর চেষ্টা করা হয়েছে। নেতাজিকে নিয়ে যত ফাইল আছে তা প্রকাশ করা হচ্ছে। যাতে মানুষ সব জানতে পারে।'