scorecardresearch
 

Tandav Controversy: অভিনেতাদের নামে এবার FIR মুম্বইতে, Amazon Prime থেকে সরল বিতর্কিত দৃশ্য

ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে কিছুতেই বিতর্ক যেন থামছে না। কলাকুশলী ও নির্মাতার নিঃশর্ত ক্ষমা চেয়েও সামাল দিতে পারছেন না পরিস্থিতি। এবার মায়ানগরীতেই তাণ্ডবের কলাকুশলী ও নির্মাদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ১৫৩ (এ), ২৯৫ (এ) এবং ৫০৫ (২) ধারায় অভিযোগ জানানো হয়েছে মুম্বইয়ের ঘাটকোপার থানায়। আর এই আবহেই আমাজন প্রাইম থেকে ওয়েব সিরিজের বিতর্কিত দৃশ্য ছেঁটে ফেললেন ‘তাণ্ডব’-এর নির্মাতারা।

Advertisement
ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে বিতর্ক থামছেই না ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে বিতর্ক থামছেই না
হাইলাইটস
  • ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে বিতর্ক থামছেই না
  • নিঃশর্ত ক্ষমা চেয়েও সামলানো যাচ্ছে নো রোষানল
  • মুম্বইতেও নির্মাতা ও অভিনেতাদের বিরুদ্ধে দায়ের হল FIR

ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে কিছুতেই বিতর্ক যেন থামছে না। কলাকুশলী ও নির্মাতার নিঃশর্ত ক্ষমা চেয়েও সামাল দিতে পারছেন না পরিস্থিতি। এবার মায়ানগরীতেই তাণ্ডবের কলাকুশলী ও নির্মাদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ১৫৩ (এ), ২৯৫ (এ) এবং ৫০৫ (২) ধারায় অভিযোগ জানানো হয়েছে মুম্বইয়ের ঘাটকোপার থানায়। আর এই আবহেই আমাজন প্রাইম থেকে ওয়েব সিরিজের বিতর্কিত দৃশ্য ছেঁটে ফেললেন ‘তাণ্ডব’-এর নির্মাতারা।

Tandav: ক্ষমা চেয়েও মিলছে না রেহাই, দেশের নানা প্রান্তে FIR নির্মাতাদের বিরুদ্ধে

 ১৫ জানুয়ারি আমাজন প্রাইম ভিডিওয়  মুক্তি পেয়েছিল আলি আব্বাস জাফর পরিচালিত ‘তাণ্ডব’। মুক্তির পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে সইফ আলি খান , ডিম্পল কাপাডিয়া, মহম্মদ জিশান আয়ুব অভিনীত ওয়েব সিরিজটি। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে দেশের নানা প্রান্তে একের পর এক এফআইআর দায়ের হয়েছে তাণ্ডবের নির্মাতাদের বিরুদ্ধে। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে রয়েছে তাণ্ডবের বিরুদ্ধে। ইতিমধ্যেই একাধিক জায়গায় সিরিজের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে।  সিরিজ নিষিদ্ধ করার দাবি জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রকে একাধিক পিটিশন জমা পড়েছে। ওয়েব সিরিজের একাধিক দৃশ্য নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। মহম্মদ আয়ুব জিশান অভিনীত এক দৃশ্যে শিবকে অপমান করা হয়েছে বলে দাবি করেন নেটিজেনদের একাংশ। সইফ, আয়ুবদের কুশপুতুল পোড়ানো হয়েছে।সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর, প্রযোজক, চিত্রনাট্যকারদের পাশাপাশি সইফ আলি খান এবং জিশান আয়ুবের বিরুদ্ধেও দায়ের করা হয় এফআইআর।

পরিবারে ছোট্ট অতিথি আসার আগেই নতুন বাড়ি সইফ-করিনার! ছবি প্রকাশ্যে

 বিতর্কে ইতি টানার জন্য ট্যুইটারে পরিচালক-প্রযোজক আলি আব্বাস জাফর লেখেন, “দেশবাসীর ভাবাবেগের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কারও ধর্মীয় ভাবনা কিংবা বিশ্বাসে আঘাত করতে চাইনি আমরা। ইচ্ছাকৃতভাবে কাউকে অপমানও করতে চাইনি। তাই তাণ্ডব-এর কলাকুশলীদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে দৃশ্য নিয়ে এই তুমুল বিতর্ক, তা বদলে দেওয়া হবে। এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার জন্য কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের কাছে আমরা কৃতজ্ঞ। কারও ভাবাবেগকে কষ্ট দিয়ে থাকলে আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি।” কিন্তু তারপরও বিতর্কে থেকে অব্যাহতি মেলেনি।এই নিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে বৈঠকে বসেন তাণ্ডব নির্মাতার। তার পরই বিতর্কিত অংশ বাদ দেন তাঁরা।

Advertisement

 

এদিকে তাণ্ডব-এর বেশ কয়েকটি দৃশ্যে হিন্দু দেব-দেবীদের আঘাত করার অভিযোগ তুলে ফুঁসে উঠেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী  যোগী আদিত্যনাথও। এই ওয়েব সিরিজের বিরুদ্ধে যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, সেকথাও স্পষ্ট জানানো হয়েছে যোগীর মুখপাত্রের তরফে। সলভ মণি ত্রিপাঠী, যিনি কিনা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখপাত্র, তিনি জানিয়েছেন, হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, তাই কোনওভাবেই ছাড় পাবেন না আলি আব্বাস জাফর, সইফ আলি খানরা । ইতিমধ্যেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, উত্তরপ্রদেশ পুলিশ যা পদক্ষেপ নেবেন, তাতে তাঁরা সবরকম সাহায্য করবেন।


 

Advertisement