scorecardresearch
 

Amit Shah On TMC: 'বিরোধীদের খুন, ধর্ষণ করে ক্ষমতা চাই না,' লোকসভায় শাহের নিশানায় TMC

বিজেপির বিরুদ্ধে ক্ষমতা দখলের রাজনীতির অভিযোগ করে বিরোধীরা। এ দিন লোকসভায় তার জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement
লোকসভায় অমিত শাহ। লোকসভায় অমিত শাহ।
হাইলাইটস
  • লোকসভায় অমিতের নিশানায় তৃণমূল।
  • 'বিরোধীদের হত্যা করে ক্ষমতা চাই না'
  • তোপ শাহের।

মতুয়া-মঞ্চে নাম না করে মঙ্গলবার তৃণমূলকে বিঁধেছিলেন মোদী। বুধবার লোকসভায় দাঁড়িয়ে সরাসরি তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সৌগত রায়কে তাঁর কটাক্ষ, 'বিরোধী কর্মীদের হত্যা করে ক্ষমতা চাই না দাদা।'

বিজেপির বিরুদ্ধে ক্ষমতা দখলের রাজনীতির অভিযোগ করে বিরোধীরা। এ দিন লোকসভায় তার জবাব দিলেন শাহ। তিনি বলেন,'আমরা সব জায়গায় সরকার গড়তে চাই। সেজন্য নির্বাচনে লড়াই করি। আপনারা কেন গোয়ায় গিয়েছিলেন বলুন তো? কেন ত্রিপুরা যাচ্ছেন? আমি আপত্তি করছি না। আপনারা যান। যে কোনও রাজনৈতিক দল যে কোনও জায়গায় যেতে পারে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এতে আপত্তির কী আছে!' তিনি যোগ করেন,'আদর্শের ভিত্তিতে সমস্ত জায়গা ভোটে লড়ুন জনপ্রতিনিধিরা। আসলে ওদের আসলে ক্ষমতা হারানোর ভয়।'

এরপরই হিংসার কথা তুললেন শাহ। তিনি বলেন,'আদর্শ, নেতৃত্বগুণ এবং সরকারের পারফরম্যান্সকে সামনে রেখে ভোটে লড়তে চাই। বিরোধী কর্মীদের হত্যা করে ক্ষমতা চাই না দাদা। হত্যার রাজনীতি কাম্য নয়। কর্মীদের মা-বোনেদের ধর্ষণ করে ক্ষমতা চাই না। এটা আমাদের সংস্কৃতি নয়।' উল্লেখ্য, বিধানসভা ভোটের পর তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ করেছিল বিজেপি। নেতারা দাবি করেছিলেন, বহু কর্মী ঘরছাড়া। খুন ও ধর্ষণের অভিযোগও করেন রাজ্য বিজেপি নেতারা। ভোটপরবর্তী হিংসায় হাইকোর্টের নির্দেশে গুরুতর অভিযোগের তদন্ত করছে সিবিআই।      

এ দিন পারিবারিক দল বলেও কংগ্রেস ও তৃণমূলকে বিঁধেছেন শাহ। তাঁর কথায়, 'কংগ্রেস ও তৃণমূলের মতো দল পারিবারিক। ওদের দলে সভাপতি নির্বাচনও হয় না। নিজেদের দলে না হোক পার্টি অফিসে অন্তত নির্বাচন করান। তার পর দেশের গণতন্ত্র নিয়ে ভাববেন।'

Advertisement

আরও পড়ুন- 'হিংসার প্রতিবাদ করুন', মতুয়া মেলায় বগটুই নিয়ে মুখ খুললেন মোদী!

Advertisement