অফিসের মহিলা সহকর্মীরা বাথরুমে থাকাকালীন অশ্লীল ভিডিও তুলত যুবক। হাতেনাতে ধরা পড়ল সে। তারপর গ্রেফতার পুলিশের হাতে। ঘটনা বেঙ্গালুরুর ইনফোসিস অফিসের ইলেকট্রনিক সিটি ক্যাম্পাসের। পুলিশ জানিয়েছে, সেই যুবকের ফোন থেকে ৩০ টি অশ্লীল ভিডিও উদ্ধার হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতের নাম স্বপ্নীল নাগেশ মালি। ২৮ বছরের ওই যুবক ওই সংস্থারই কর্মী। তার কুকীর্তি সামনে আসে গত ৩০ জুন। সেদিন একজন মহিলা বাথরুমে গিয়েছিলেন। হঠাৎ তিনি খেয়াল করেন মহিলাদের বাথরুমের কাছে লুকিয়ে রয়েছে স্বপ্নীল। তার হাতে ফোন। সে রেকর্ড করার চেষ্টা করছে। ওই মহিলার আর কিছু বুঝতে বাকি থাকেনি। তিনি হাতেনাতে ধরেন স্বপ্নীলকে। এতে সে হতচকিত হয়ে যায়। চাপের মুখে পড়ে স্বীকার করে নেয় ভিডিও করার কথা।
এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর এইচআর এতে হস্তক্ষেপ করে। তাদের তরফে স্বপ্নীলের ফোন চেক করা হয়। দেখা যায়, ওই মহিলা সহকর্মী ছাড়াও ওই রকম আরও ৩০ টি ভিডিও রয়েছে সেখানে। অভিযোগ, এই সব দেখার পরও ম্যানেজমেন্ট স্বপ্নীলকে ক্ষমা চেয়ে রফা করতে চায়। তবে তা মেনে নেয়নি ওই মহিলার পরিবার।
এই ঘটনার পর মহিলা বাড়িতে সব জানান। তখন তাঁর স্বামী আইনি পথে হাঁটার পক্ষে মত দেন। অভিযোগ দায়ের করা হয় ইলেকট্রনিক সিটি থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মালিকে গ্রেফতার করে।
পুলিশের ডেপুটি কমিশনার লোকেশ জানান, অভিযোগ মিলেছে। ওই যুবক অ্যাকাউন্টস বিভাগে কাজ করে। আইনানুগ পদক্ষেপ করা হবে।