পূর্ব ভারতের প্রথম ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনটি ২০ মে কলকাতা থেকে পাঁচটি জ্যোতির্লিঙ্গ পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। বৃহস্পতিবার রেলের এক উচ্চপদস্থ আধিকারিক একথা জানিয়েছেন। বিষয়টিতে ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বলেছেন যে, আইআরসিটিসি একটি নতুন এলএইচবি রেকের যাত্রা শুরু করছে। যাতে ৭০০টি আসন রয়েছে।
কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করে ওমকারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর এবং ত্রিম্বকেশ্বর ঘুরবে ১২ দিন ধরে। ট্যুরিস্ট ট্রেনটি অন-বোর্ড চিকিৎসা সহায়তা সহ সমস্ত সুবিধা প্রদান করবে বলে উল্লেখ করেছেন অরুণ অরোরা। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের বিভিন্ন স্টেশনে পর্যটকদের বোর্ডিং এবং ডিবোর্ডিং করা হবে। এই নতুন ট্রেন বাংলায় খুবই জনপ্রিয় হবে বলে আশাবাদী রেল। ভ্রমণ প্যাকেজের বুকিংয়ে ৩৩ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে।
আইআরসিটিসি (পূর্বাঞ্চলীয় অঞ্চল) গ্রুপের জেনারেল ম্যানেজার জাফর আজম বলেন, প্যাকেজটি তিনটি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ৩১৫ আসন সহ ইকোনমি (স্লিপার ক্লাস), স্ট্যান্ডার্ড (3AC) ২৯৭ আসন এবং কমফোর্ট (2AC) ৪৪ আসন। প্রতিটি যাত্রী স্লিপার ক্লাসের জন্য ২০,০৬০ টাকা, 3AC-এর জন্য ৩১,৪০০ টাকা এবং 2AC-এর জন্য ৪১,৬০০ টাকা। এর মধ্যে অন্যান্য সুবিধার পাশাপাশি হোটেল, নিরামিষ খাবার এবং সড়ক পরিবহন অন্তর্ভুক্ত থাকবে।
আরও পড়ুন-বোলপুর-বর্ধমান সহ ২৮৮টি স্টেশনে ডাক্তারখানা খুলছে রেল, কী কী সুবিধা?