scorecardresearch
 

Bihar Board Class 12th Result: পড়শি রাজ্যেও দ্বাদশের রেজাল্ট আউট, টপারদের ১ লক্ষ টাকার ল্যাপটপ গিফট

বিহার স্কুল শিক্ষা বোর্ড (বিএসইবি) দ্বাদশের (বিএসইবি ইন্টারমিডিয়েট দ্বাদশ ২০২৩)-এর ফলাফল ঘোষণা করেছে। এ বছর দ্বাদশ শ্রেণীতে মোট ১০ লাখ ৯১ হাজার ৮৪৮ জন শিক্ষার্থী পাস করেছে। সার্বিক ফলাফল ৮৩.৭% হয়েছে। শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে, টপারদের ১ লক্ষ টাকার ল্যাপটপ ও কিন্ডল বুক রিডার উপহার দেওয়া হবে।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • বিহার স্কুল শিক্ষা বোর্ড (বিএসইবি) দ্বাদশের (বিএসইবি ইন্টারমিডিয়েট দ্বাদশ ২০২৩)-এর ফলাফল ঘোষণা করেছে।
  • এ বছর দ্বাদশ শ্রেণীতে মোট ১০ লাখ ৯১ হাজার ৮৪৮ জন শিক্ষার্থী পাস করেছে।

বিহার স্কুল শিক্ষা বোর্ড (বিএসইবি) দ্বাদশের (বিএসইবি ইন্টারমিডিয়েট দ্বাদশ ২০২৩)-এর ফলাফল ঘোষণা করেছে। এ বছর দ্বাদশ শ্রেণীতে মোট ১০ লাখ ৯১ হাজার ৮৪৮ জন শিক্ষার্থী পাস করেছে। সার্বিক ফলাফল ৮৩.৭% হয়েছে। শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে, টপারদের ১ লক্ষ টাকার ল্যাপটপ ও কিন্ডল বুক রিডার উপহার দেওয়া হবে।
অন্যদিকে, দ্বিতীয় স্থান অধিকারীকে ৭৫ হাজার টাকার ল্যাপটপ এবং, তৃতীয় স্থানাধিকারীকে ৫০ হাজার টাকার ল্যাপটপ দেওয়া হবে। 

এছাড়াও, ইন্টারমিডিয়েট পরীক্ষার তিনটি ধারায় চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থান অর্জনকারী প্রার্থীদের প্রত্যেককে ১৫ হাজার টাকা এবং একটি ল্যাপটপ দেওয়া হবে। আয়ুশি নন্দন দ্বাদশ পরীক্ষায় বিজ্ঞান ধারায় শীর্ষস্থান দখল করেছে। সে ৪৯৪ নম্বর নিয়ে ৯৪.৮ শতাংশ নম্বর পেয়েছে। হিমাংশু কুমার ৪৭২ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। শুভম চৌরাসিয়াও তার সঙ্গে রয়েছেন ২ নম্বরে। অদিতি কুমারী রয়েছেন তিন নম্বরে। 

তিনটি ধারাতেই মেয়েরা শীর্ষস্থানীয়
বিহার বোর্ড পরীক্ষায়, এই বছর প্রথম ছয়টি স্থান অর্থাৎ ছয়টি টপার ঘোষণা করা হয়েছে। এভাবে কলা অনুষদে মোট ৮ জন শিক্ষার্থী প্রথম ছয় স্থান অধিকার করেছে। বাণিজ্যে প্রথম ছয়টিতে মোট ১৩ জন এবং বিজ্ঞানে মোট ৯ জন শিক্ষার্থী প্রথম ছয়টিতে স্থান পেয়েছে। আয়ুশি নন্দন, বিজ্ঞান ধারার ছাত্র, পরীক্ষায় মোট ৪৭৪ নম্বর (৯৪.৮০%) পেয়ে পুরো বিহারের মধ্যে শীর্ষে রয়েছে। সৌম্য নামের এক ছাত্রী বাণিজ্য বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে।

ক্যাটাগরি অনুযায়ী কতজন শিক্ষার্থী পাস করেছে
প্রথম শ্রেণী - মোট ১, ১৩, ২২২ জন ছাত্র
দ্বিতীয় বিভাগ - মোট ৪,৮৭,২২৩ জন শিক্ষার্থী
তৃতীয় শ্রেণী- মোট ৯১,৫০৩ জন শিক্ষার্থী

aajtak.in-এ ফলাফল দেখুন
বিহার বোর্ড ইন্টার পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এখন অফিসিয়াল ওয়েবসাইট biharboardonline.bihar.gov.in-এ গিয়ে তাদের ফলাফল দেখতে পারবেন। বিএসইবি বিহার বোর্ডের রোল নম্বরটি অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে ফলাফল পরীক্ষা করতে প্রবেশ করতে হবে। ফলাফলগুলি aajtak.in-এও হোস্ট করা হচ্ছে। কোন প্রযুক্তিগত সমস্যা ছাড়াই, আপনি নীচের সরাসরি লিঙ্ক থেকে সহজেই ফলাফল পরীক্ষা করতে পারেন।

Advertisement

শিক্ষামন্ত্রী চন্দ্রশেখর ইন্টারমিডিয়েট বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করেন এদিন। অনুষ্ঠানে শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার সিং-সহ উপস্থিত ছিলেন বিহার স্কুল পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান আনন্দ কিশোর।

আরও পড়ুন-উচ্চমাধ্যমিকে কম্পিউটার সায়েন্সে লেটার পেতে ৫ বিষয়ে গুরুত্ব, টিপস বিশিষ্ট শিক্ষকের

 

Advertisement