HS Exam 2023 Computer Science Last Minute Suggestion: আগামিকাল (২১ মার্চ, ২০২৩) উচ্চমাধ্যমিকের (HS Examination 2023) কম্পিউটার সায়েন্স পরীক্ষা। একটু খুঁটিয়ে পড়লে খুব সহজেই এই বিষয়ে ৮০-৯০ নম্বর পাওয়া সম্ভব। এমনটাই মত, সরশুনা হাই স্কুলের কম্পিউটার সায়েন্সের শিক্ষক শুভরঞ্জন মিস্ত্রি-এর। পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কম্পিউটার সায়েন্সের কোন কোন অধ্যায়গুলি বিশেষভাবে অনুশীলনের প্রয়োজন, কোন প্রশ্নের উত্তর ঠিক কীভাবে লিখতে হবে, পরীক্ষার্থীদের জানালেন তিনি।
Chapter 1:: [Sequential Circuit]
1. রিং কাউন্টার এবং জনসন কাউন্টারের কার্যনীতি আলোচনা কর
2. 4 bit SIPO এবং PISO রেজিস্টার এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর .
3. J – K Flipflop এবং D Flipflop এর কার্যনীতি এবং টুথ টেবিল লেখ
4. রেস কন্ডিশন বলতে কী বোঝো?
5. Latch এবং Flipflop এর পার্থক্য লেখ?
6. Shift রেজিস্টার কী?
7. Master Slave Flipflop এর কার্যনীতি লেখ?
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে বিজনেস স্টাডিজেও লেটার সম্ভব, টিপস বিশিষ্ট শিক্ষিকার
Chapter 2:: [Programming in C & Data Structure]
1. Queue এর কোন একটি এলিমেন্ট ইনসার্ট এবং ডিলিট করার অ্যালগরিদম লেখো
2. Stack এর PUSH এবং POP এর অ্যালগরিদম লেখো
3. লিংক লিস্টের প্রথম এলিমেন্ট ইন্সার্ট এবং ডিলিট করার অ্যালগরিদম লেখো
4. ইনফিক্স টু পোস্টফিক্সের পরিবর্তন করো
A + (B*C/D) – E
5. Command Line আর্গুমেন্ট বলতে কী বোঝো? এটির সিনটেক্স লেখ
6. নিচের ফাংশনগুলির কাজ লেখ।
malloc(), realloc(),free(), rewind(), fgetc(), fpust(), fgets()
7. Pointers to an Array এবং Array of Pointers বলতে কী বোঝো
8. Linear ডেটা স্ট্রাকচার এবং Non-Linear ডাটা স্ট্রাকচার কী? উদাহরণ দাও।
9. Void পয়েন্টার এবং Null পয়েন্টার কী?
10. Actual argument এবং Formal Argument কী?
Chapter 3 :: [Networking]
1. Class full IP addressing এর বর্ণনা কর
2. সার্কিট সুইচিং এবং প্যাকেট সুইচিং এর মধ্যে পার্থক্য লেখ
3. টোকেন রিং এবং ইথারনেট কী?
4. কমিউনিকেশন মোড কয় প্রকার এবং কী কী?
5. NIC কী?
6. URL কী এর সিনট্যাক্স লেখ?
7. ব্যান্ডউইথ কী?
8. চ্যানেল ক্যাপাসিটি কাকে বলে?
9. রিপিটারের কাজ লেখো?
10. Client Server এবং peer to peer আর্কিটেকচারের পার্থক্য লেখ?
11. টীকা লেখ :
TCP, Telnet, Web Browser, E mail, Computer Virus, DNS, Router, Modem, ISP, Search Engine, Optical Fiber Cable, Microwave, Star topology,Bus topology
12. HTML ট্যাগ গুলির কাজ লেখ :
Chapter 4 :: [ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ]
1. 3 স্কিমা আর্কিটেকচারের বর্ণনা কর?
2. DDL, DML এবং DCL কমেন্ডগুলির বর্ণনা কর
3. Insertion ও Deletion Anomalies কী?
4. Fully Functional ডিপেন্ডেন্সি, Partial Functional ডিপেন্ডেন্সি বলতে কী বোঝো?
5. 2NF এবং 3NF বর্ণনা কর
6. নরমালাইজেশন কী?
7. ক্রটিসিয়ান প্রোডাক্ট এবং ন্যাচারাল জয়েন বলতে কী বোঝো?
8. DBA এর কাজ লেখ?
9. ডেটা ডিকশনারি কী?
10. প্রাইমারি কী ও ফরেন কী কাকে বলে?
11. Cardinality ও Degree কী?
12. নিম্নলিখিত SQL কোয়েরিগুলির সিনটেক্স লেখ :
Select, Insert, Update, Alter, Delete, Drop
Chapter 5 :: [ OOP & C++ ]
1. OOP এর দুটি বৈশিষ্ট্য লেখ
2. Scope Resolution অপারেটরের কাজ লেখ
3. কনস্ট্রাক্টর কী এবং এর বৈশিষ্ট্য লেখ?
4. এনক্যাপসুলেশন এবং ডাটা এবস্ট্রাকশন বলতে কী বোঝো?
5. পলিমারফিজম কী?
6. ক্লাস এবং অবজেক্ট বলতে কী বোঝো?
7. setw ও endl কী?
8. Insertion এবং extraction operator কী?
9. ক্লাস মেম্বার ও মেম্বার ফাংশন বলতে কী বোঝো?
10. প্রাইভেট ও পাবলিক অ্যাক্সেস specifier এর গুরুত্ব লেখো?
11. Basic C++ program:
i. Write a C++ program to find the sum of digits of a given number using class and object?
ii. Write a C++ program to check a number is prime or not using class and object?
iii. Write a C++ program to find the factorial of a given number using class and object?
iv. Write a C++ program to reverse a number usimg class and object?
উক্ত প্রশ্নগুলির যথাযথ অনুশীলনে কম্পিউটার সায়েন্সে অনায়াসেই ভাল নম্বর তোলা যাবে। সময় অনুযায়ী প্রশ্ন নির্বাচন, উত্তরপত্রে পরিষ্কার করে, নির্ভুলভাবে লিখতে পারলে কম্পিউটার সায়েন্সে সহজেই লেটার পাওয়া সম্ভব। উচ্চমাধ্যমিকে সকল পরীক্ষার্থীর জন্য অনেক শুভকামনা রইল।