নরেন্দ্র মোদী (Narendra Modi) বনাম রাহুল গান্ধী (Rahul Gandhi) তো আছেই। এবার তর্জার বিষয়, রাহুল গান্ধীর টি-শার্ট বনাম নরেন্দ্র মোদীর শুট। রাহুল গান্ধীর দামী টি-শার্ট নিয়ে এবার আক্রমণে নাম বিজেপি। বিজেপি-র (BJP) দাবি, রাহুল Burberry ব্র্যান্ডের টি-শার্ট পরেন, যার একটি টি-শার্টের দাম ৪১ হাজার টাকার বেশি।
রাহুল গান্ধী বর্তমানে 'ভারত জোড়ো' যাত্রায় রয়েছেন। আজ অর্থাত্ শুক্রবার বিজেপি রাহুল গান্ধীকে আক্রমণ করে ট্যুইট করে, 'ভারত দেখো। রাহুল গান্ধীর পরনে Burberry টি-শার্ট।' বিজেপির ওই আক্রমণের পরেই কংগ্রেস পাল্টা ট্যুইট করে, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০ লাখ টাকার শ্যুট। আপনারা কি ভয় পেলেন নাকি, ভারত জোড়ো যাত্রায় ভিড় দেখে? বেকারত্ব, মূল্যবৃদ্ধি ইস্যুতে কথা বলুন। জামা-কাপড় নিয়ে কথা বললে তো বলতে হয়, মোদীজির শ্যুটের দাম ১০ লক্ষ টাকা, সানগ্লাসের দাম দেড় লক্ষ টাকা।' সঙ্গে মোদীর শ্যুট পরা ছবিটিও পোস্ট করে।
वैसे मेने भी ये t shirt लेना है
— Rahul Sangelia (@rahulsangliya) September 9, 2022
मगर आप लोगो ने साइट का नाम नहीं लिखा।
खैर मैं तो स्क्रीन शॉट लगा रहा हु pic.twitter.com/sJbRENovwA
২০২৪ সালের লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) আগে কংগ্রেস নতুন উদ্দমে মাঠে নামতে মরিয়া। সেই লক্ষ্যে রাহুল গান্ধী (Rahul Gandhi) 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra) শুরু করেছেন। ১৫০ দিনের এই পদযাত্রায় ১২টি রাজ্য কভার করবে কংগ্রেসের এই পদযাত্রা। কন্যাকুমারী থেকে কাশ্মীর মোট ৩ হাজার ৫৭০ কিমি পথ।
আরও পড়ুন: Rahul Gandhi: ৩ দিনে ৩০ ঘন্টা জিজ্ঞাসাবাদ রাহুলকে, কী জানতে চাইল ED?
अरे... घबरा गए क्या? भारत जोड़ो यात्रा में उमड़े जनसैलाब को देखकर।
मुद्दे की बात करो... बेरोजगारी और महंगाई पर बोलो।
बाकी कपड़ों पर चर्चा करनी है तो मोदी जी के 10 लाख के सूट और 1.5 लाख के चश्मे तक बात जाएगी।
बताओ करनी है? @BJP4India https://t.co/tha3pm9RYc— Congress (@INCIndia) September 9, 2022Advertisement
রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে অন্যান্য কংগ্রেস নেতারা থাকছেন, একই সঙ্গে সিভিল সোসাইটির প্রতিনিধি সহ ৩০০ লোক এই 'ভারত জোড়ো যাত্রা'য় সামিল হবেন। কংগ্রেস জানিয়েছে, এই যাত্রায় রাহুল গান্ধী কোনও হোটেলে রাত কাটাবেন না। কোনও পাঁচতারা হোটেল নয়, একেবারে সাধারণ ভাবে যাত্রা সম্পন্ন করবেন তিনি। এখন প্রশ্ন, আগামী ৫ মাস ভারত জোড়ো যাত্রা চলাকালীন কীভাবে কাটাবেন রাহুল। কোথায় রাত কাটাবেন, খাওয়াদাওয়াই বা কোথায় করবেন।
এই যাত্রা চলাকালীন রাহুল গান্ধী একটি কন্টেনারে থাকবেন। আগামী ১৫০ দিন ওই কন্টেনারেই দিন কাটাবেন রাহুল গান্ধী। একাধিক রাজ্যে গ্রীষ্মের দাপটের সম্ভাবনা রয়েছে। তাই কন্টেনারে এসি-র ব্যবস্থা থাকছে। এছাড়া বিছানা, টয়লেট সহ সব ব্যবস্থাই থাকছে ওই কন্টেনারে। দলের নেতাদের সঙ্গেই তাঁবু খাটিয়ে একসঙ্গে খাওয়াদাওয়া সারবেন রাহুল।