Violence in Chhattisgarh: জোর করে ধর্মান্তর ছত্তিশগড়ে? তোলপাড়, মাথা ফাটল পুলিশের

ছত্তিশগড়ের নারায়ণপুরে ধর্মান্তরের ঘটনা নিয়ে সেখানকার গোটা আদিবাসী সমাজে ক্ষোভ তৈরি হয়েছে। জনগণ রাজপথে নেমে তাঁদের ক্ষোভ প্রকাশ করছেন। সোমবার ঘটনাস্থলে পৌঁছন নারায়ণপুরের এসপি সদানন্দ কুমার। তাঁর ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা।

Advertisement
জোর করে ধর্মান্তর ছত্তিশগড়ে? তোলপাড়, মাথা ফাটল পুলিশেরছত্তিশগড় তোলপাড়
হাইলাইটস
  • ছত্তিশগড়ের নারায়ণপুরে ধর্মান্তরের ঘটনা নিয়ে সেখানকার গোটা আদিবাসী সমাজে ক্ষোভ তৈরি হয়েছে।
  • জনগণ রাজপথে নেমে তাঁদের ক্ষোভ প্রকাশ করছেন।

ছত্তিশগড়ের নারায়ণপুরে ধর্মান্তরের ঘটনা নিয়ে সেখানকার গোটা আদিবাসী সমাজে ক্ষোভ তৈরি হয়েছে। জনগণ রাজপথে নেমে তাঁদের ক্ষোভ প্রকাশ করছেন। সোমবার ঘটনাস্থলে পৌঁছন নারায়ণপুরের এসপি সদানন্দ কুমার। তাঁর ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা। হামলায় তাঁর মাথায় গুরুতর চোট লেগেছে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নতুন বছরের ঠিক একদিন আগে সমস্ত আদিবাসী সমাজ ধর্মান্তরের বিষয়টি জানতে পারে। প্রতিবাদ শুরু করেন তাঁরা। একটি বিশেষ ধর্মের লোকজন তাঁদের অপমান করছে বলে অভিযোগ ওঠে। ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। 
প্রতিবাদে মিছিল বের হয়

এ নিয়ে নারায়ণপুর জেলার বিভিন্ন গ্রামে তোলপাড় চলছে। ঘটনার প্রতিবাদে আদিবাসী সমাজের লোকজন বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে তড়িঘড়ি তৎপর হয় জেলা পুলিশ ও প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছন শীর্ষ আধিকারিকরা।

কী ঘটেছিল ?
নতুন বছরের ঠিক একদিন আগে এডকা থানা এলাকার গোরা গ্রামে ধর্মান্তরকে কেন্দ্র করে দুই সম্প্রদায় মুখোমুখি হয়। এর পর ব্যাপক তোলপাড় হয়। সংঘর্ষে আহত হয়েছেন বহু মানুষ। এই ঘটনার প্রতিবাদে সোমবার নারায়ণপুর বনধ ডাকে সর্ব আদিবাসী সমাজ। তাতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অভিযোগ, বেশ কয়েকজনকে লাঠি, গাড়ির টায়ার ও রড দিয়ে মারধর করা হয়। অন্তত ২৪ জন হাসপাতালে ভর্তি। তাঁদের অনেকের হাড় ভেঙেছে। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের জোর করে ধর্মান্তর করার অভিযোগ উঠেছে সেখানে। তেমরুগাঁও গ্রামে কয়েকজন পুলিশের সামনে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষকে পেটানো হয়।

আরও অভিযোগ, চলতি বছরে এখন পর্যন্ত ভারতে বিভিন্ন স্থানে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর ৫১১টি হামলার ঘটনা ঘটেছে। এর আগে ভারতে এক বছরে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর এত হামলা হয়নি। গত কয়েক দিনে ছত্তিশগড়ে এবং মধ্য ও উত্তর ভারতে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাগুলো এর সঙ্গে যোগ করলে ৬০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন- চাকায় তরুণীর লাশ, গাড়ি ৪ কিমি ছুটল হেঁচড়েই, দিল্লির ঘটনার হাড়হিম CCTV ফুটেজ

Advertisement

 

POST A COMMENT
Advertisement