একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। এবার তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ অগাস্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে। কয়লা পাচারকাণ্ডের তদন্তে ইডি-র বারবার সমন সত্ত্বেও হাজির হননি বলে এই নির্দেশ।
কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্যায়কে একাধিকবার নোটিস পাঠিয়েছে ইডি। এর মধ্যে দু'বার দিল্লিতে গিয়ে ইডি-র অফিসে জেরার মুখোমুখি হন অভিষেক। তবে এখনও পর্যন্ত সাড়া দেননি রুজিরা। শেষবার ২১ ও ২২ মার্চ অভিষেক ও রুজিরাকে দিল্লির দফতরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল কেন্দ্রীয় সংস্থা। তার আগে হাজিরা এড়াতে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন সস্ত্রীক অভিষেক। তবে লাভ হয়নি। অভিষেক বরবারই দাবি করেছেন, দিল্লির বদলে কলকাতার অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করুক ইডি। দুই ছোট ছেলে-মেয়েকে বাড়িতে ফেলে রুজিরার পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়।
মার্চে দিল্লিতে অভিষেককে টানা ৮ ঘণ্টা জেরা করেন ইডি-র তদন্তকারীরা। বেরিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে মোদী সরকার। সেই সময় রুজিরাকেও ডাকা হয়েছিল। কিন্তু তিনি যাননি। গত বছর সেপ্টেম্বরেও দিল্লিতে রুজিরাকে তলব করেছিল ইডি। তখন রুজিরা চিঠি দিয়ে জানিয়েছিলেন, করোনা অতিমারির সময় সন্তানদের রেখে যেতে পারবেন না। চাইলে কলকাতায় বা তাঁর বাড়ি এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।
আরও পড়ুন- 'আলালের ঘরের দুলাল', শাহি-ভোজে সৌরভকে খোঁচা TMC MLA-র