scorecardresearch
 

Corona virus In India: টানা ৩ দিন, দেশে দৈনিক COVID সংক্রমণ আরও কমল

করোনার (COVID) আছড়ে পড়া তৃতীয় ঢেউ (Third Wave) এবং বাড়তে থাকা ওমিক্রন (Omicron) সংক্রমণের মধ্যে আশার খবর। নামছে দেশের করোনা গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী, দেশে (India) গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ২,৩৮,০১৮ জন। এই নিয়ে টানা তিন দিন, করোনা আক্রান্তের সংখ্যা কমের দিকে। এর আগে, রবিবারই সংক্রমণের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছিল। শনিবার তা ছিল ২ লক্ষ ৭১ হাজার। শনিবারের পর থেকে লাগাতার তিনদিন কমেছে করোনা সংক্রমণের সংখ্যা।

Advertisement
লাগাতার ৩ দিন কমেছে করোনার গ্রাফ লাগাতার ৩ দিন কমেছে করোনার গ্রাফ
হাইলাইটস
  • দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ২,৩৮,০১৮ জন
  • এই নিয়ে টানা তিন দিন, করোনা আক্রান্তের সংখ্যা কমের দিকে
  • এর আগে, রবিবারই সংক্রমণের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছিল

করোনার (COVID) আছড়ে পড়া তৃতীয় ঢেউ (Third Wave) এবং বাড়তে থাকা ওমিক্রন (Omicron) সংক্রমণের মধ্যে আশার খবর। নামছে দেশের করোনা গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী, দেশে (India) গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ২,৩৮,০১৮ জন। এই নিয়ে টানা তিন দিন, করোনা আক্রান্তের সংখ্যা কমের দিকে। এর আগে, রবিবারই সংক্রমণের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছিল। শনিবার তা ছিল ২ লক্ষ ৭১ হাজার। শনিবারের পর থেকে লাগাতার তিনদিন কমেছে করোনা সংক্রমণের সংখ্যা।

এছাড়াও, দেশে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৫৭ হাজার ৪২১ জন সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত দেশে ৩,৫৩,৯৪,৮৮২ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৪.০৯%। করোনায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩১০ জন। দেশে অ্যাক্টিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখে।

দেশে ওমিক্রন সংক্ৰমিতের সংখ্যা

একদিকে করোনা গ্রাফ যেমন নামছে, অন্যদিকে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা ৮.৩১% বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন সংক্ৰমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৮৯১। ভারতে দৈনিক পজিটিভের হার ১৪.৪৩% বেড়েছে। দেশে এখনও পর্যন্ত ১৫৮ কোটি দেশবাসী ভ্যাকসিনের ডোজ পেয়েছে।

আরও পড়ুন, মোদীর ভাষণে বিঘ্ন, রাহুলের কটাক্ষ, 'এত মিথ্যে Teleprompter-ও নিতে পারেনি' 

পশ্চিমবঙ্গের পরিস্থিতি 

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৯ হাজার ৩৮৫ জন। অর্থাৎ ১০ হাজারের নীচে নেমে যায় দৈনিক সংক্রমণ। অবশ্য পরীক্ষাও কমেছে রাজ্যে। ৩৫ হাজার ৫১৫ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। যেখানে শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ২২,৬৪৫। 

মহারাষ্ট্র ও দিল্লির পরিস্থিতি

মহারাষ্ট্রে, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ১১১ জন নতুন করে সংক্রমিত হয়। তবে রবিবারের তুলনায় অন্তত ১০ হাজারের কম কেস পাওয়া গেছে। রাজ্যে করোনার কারণে ২৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ওমিক্রনে ১২২ জন সংক্রমিত হয়েছেন।

Advertisement

দিল্লিতেও কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১২,৫২৭ জন আক্রান্ত। যেখানে ১৬ জানুয়ারি অর্থাৎ রবিবার রাজধানীতে ১৮,২৮৬ জন আক্রান্ত হয়। দিল্লিতে রাত এবং সপ্তাহান্তে কারফিউ জারি আছে।

করোনা সংক্রমণের মধ্যে আইসিএমআর-এর নির্দেশিকা মেনে পরীক্ষা-নিরীক্ষা কমে যাওয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমছে বলেই মনে করা হচ্ছে।
 

Advertisement