scorecardresearch
 

ব্রিটেনে ছাড়পত্র মিললেও ভারতে ঝুলে রইল Oxford Vaccine-এর ভাগ্য, ১ জানুয়ারি মিলবে সুসংবাদ?

৩০ জানুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকার তৈরি করোনা ভ্যাকসিনের জন্য বিশেষ দিন। কারণ এই ভ্যাকসিনকে এদিন ছাড়পত্র দিল ব্রিটেনের বরি জনসনের সরকার। স্বাস্থ্যমন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পরই এবার গণ টিকাকরণ শুরু হতে পারে ব্রিটেনে। তবে ভারতে এখনও ভ্যাকসিনের জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। বুধবারই বৈঠকে বসছেন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-এর বিশেষজ্ঞ কমিটি। সেখানেই ঠিক হয়েছে এনিয়ে ফের ২০২১ সালের প্রথম দিন বৈঠকে বসবে কমিটি।

Advertisement
হাইলাইটস
  • শোনা যাচ্ছিল বুধবারই কোভিশিল্ডকে জরুরি অনুমোদন দেওয়া হতে পারে
  • তবে এনিয়ে সিরাম ইনস্টিটিউটের কাছে আরও তথ্য চাইল বিশেষজ্ঞ কমিটি
  • এনিয়ে শুক্রবার ফের বৈঠকে বসছে সাবজেক্ট এক্সপার্ট কমিটি

৩০ জানুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকার তৈরি করোনা ভ্যাকসিনের জন্য বিশেষ দিন। কারণ এই ভ্যাকসিনকে এদিন  ছাড়পত্র দিল ব্রিটেনের বরি জনসনের সরকার। স্বাস্থ্যমন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পরই এবার গণ টিকাকরণ শুরু হতে পারে ব্রিটেনে। তবে ভারতে এখনও ভ্যাকসিনের জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। বুধবারই বৈঠকে বসছেন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-এর বিশেষজ্ঞ কমিটি। সেখানেই ঠিক হয়েছে এনিয়ে ফের ২০২১ সালের প্রথম দিন বৈঠকে বসবে কমিটি। 

ফের সময়সীমা বাড়াল কেন্দ্র, জানেন আয়কর রির্টান দাখিলের নতুন শেষ তারিখ?

ভারতে আগের থেকে সংক্রমণ কমলেও পরিস্থিতি এখনও উদ্বেগ জনক। তারমধ্যে শীতে করোনার প্রকোপ আরও বাড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। ইতিমধ্যে ব্রিটেন, আমেরিকা সহ একাধিক দেশে করোনা ভ্যাসিনের প্রয়োগ শুরু হয়ে গিয়েছে। এই আবহে ভারতেও ভ্যাকসিনের আপৎকালীন অনুমোদনের কথা ভাবছে স্বাস্থ্যমন্ত্রক। গোটা বিষয়টি নিয়ে বুধবারই বৈঠকে বসে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-এর বিশেষজ্ঞ কমিটি। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনকে করোনার বিরুদ্ধে লড়াই করার অনুমতি দেওয়া হবে কিনা, সেই বিষয়েই বৈঠক হয়। সিরাম ইনস্টিটিউট সম্প্রতি অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের আপৎকালীন ব্যবহারের অনুমতি দানের জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছিল। সিরাম ইনস্টিটিউটের আবেদন নিয়ে বিবেচনা করতেই বৈঠকে বসে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার এসইসি।

কপিলকে নিয়ে U-turn বিজেপির, দলে নিয়েও বহিষ্কার শাহিনবাগের বন্দুকবাজকে

সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকার কোভিড-১৯ ভ্যাকসিনের নাম দিয়েছে কোভিশিল্ড। সিরাম ইতিমধ্যেই করোনা ভ্যাকসিনের বেশ কয়েক কোটি ডোজ তৈরি করে ফেলেছে। বৈঠকে সিরামের ভ্যাকসিন সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। এসইসি করোনা ভ্যাকসিনের ডেটা পর্যালোচনার পর তাদের সুপারিশ জানাবে। এই সুপারিশ করা হবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। এর ভিত্তিতেই ছাড়পত্র সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

সেন্টার ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি)-র বৈঠকে এদিন  সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এর পাশাপাশি ফাইজার এবং ভারত বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি ভ্যাকসিনের  জরুরি ব্যবহারের অনুরোধ নিয়ে আলোচনা হয়। তিনটি সংস্থার কাছেই ভ্যাকসিন নিয়ে এসইসি অতিরিক্ত তথ্য চেয়েছে। এই বিষয়ে আগামী শুক্রবার অর্থাৎ ইংরেজি নববর্ষের প্রথমদিন ফে  বৈঠক বসবে কমিটি। এর আগে শোনা যাচ্ছিল বুধবার ভারতে 'কোভিশিল্ড' ভ্যাকসিনকে জরুরী ব্যবহারের জন্য  অনুমোদন দেওয়া হতে পারে। এখন দেখার আগামী পয়লা জানুয়ারি  সাবজেক্ট এক্সপার্ট কমিটি কী সিদ্ধান্ত নেয়। 

 

Advertisement