বিজেপি (BJP) ভারতের সত্যকে ভয় পায়। এবং ভারত জোড়ো যাত্রা (Barat Jodo Yatra) বন্ধ করার জন্য কোভিডকে একটি অজুহাত হিসাবে ব্যবহার করছে। রাহুল গান্ধী (Rahul Gandhi) আজ বৃহস্পতিবার একথা বলেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Minister) রাহুলকে চিঠি দিয়েছে গতকাল। বলা হয়েছে ভারত জোড়ো যাত্রায় কোভিড প্রোটোকল (Coronavirus) না মানা হলে তা বন্ধ করে দেওয়া উচিত।
বিষয়টিতে রাহুলের বক্তব্য, এটা তাদের (বিজেপির) নতুন ধারণা। তারা আমাকে একটি চিঠি লিখেছিল যে কোভিড আসছে এবং যাত্রা বন্ধ করুন। এই সব এই যাত্রা বন্ধ করার অজুহাত। তারা ভারতের সত্যকে ভয় পায়। এ সবই যাত্রা থামানোর অজুহাত। এই লোকেরা (বিজেপি) ভয় পেয়েছে এবং এটাই সত্য। তারা আমাদের থামাতে চায়। সবাই ভারতের শক্তিকে ভয় পায়। আমরা একশোর বেশি দিন ধরে হাঁটছি। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, মহিলা, পুরুষ এবং শিশু সবাই আমাদের সঙ্গে যোগ দিয়েছে। যাত্রা জম্মু ও কাশ্মীর যাবে
আরও পড়ুন-হাঁচি-মাথাব্যথা ছাড়াও ১৬ উপসর্গ, COVID-এর নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত কীভাবে বোঝা যাবে?
বুধবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য রাহুল গান্ধী এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে চিঠি লিখে বলেছেন যে ভারত জোড়ো যাত্রার সময় কোভিড নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করা উচিত। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা উচিত। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যদি কোভিড প্রোটোকল অনুসরণ করা সম্ভব না হয়, তবে জাতীয় স্বার্থে যাত্রা স্থগিত করা উচিত। শুধুমাত্র টিকাপ্রাপ্ত ব্যক্তিদের ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করা উচিত। কোভিড নিয়ম অনুসরণ করুন বা যাত্রা স্থগিত করুন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বুধবার বলেন, ওই যাত্রায় যোগ দিয়ে অনেকে ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এক্ষেত্রে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর উদাহরণ তুলে ধরেন তিনি।
আরও পড়ুন-মাস্ক ফিরল সংসদে, 'অতিমারি নিয়ন্ত্রণে আমরা অতি তত্পর,' বললেন স্বাস্থ্যমন্ত্রী
তবে কংগ্রেসের তরফে বলা হয়েছে, যে প্রোটোকলের কথা বলা হবে তা-ই তারা মেনে চলবে। প্রসঙ্গত, তিন বছর আগে, যে চিন (China) থেকে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছিল, সেখানে আবার চোখ রাঙাতে শুরু করেছে এই ভাইরাস। ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে সতর্ক ভারত (India)। স্বাস্থ্যমন্ত্রকের তরফে চিঠি দিয়ে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ফের মাস্ক বিধি ফিরিয়ে আনার নির্দেশও দেওয়া হয়েছে।
বিষয়টির প্রতিবাদ জানানো হয়েছে কংগ্রেসের তরফে। জানানো হয়েছে, ভারত জোড়ো যাত্রা সফল, তাই এটাকে বেছে নেওয়া হয়েছে। কংগ্রেসের প্রশ্ন, বিজেপি রাজস্থান এবং কর্ণাটকে বিজেপির সমাবেশের আয়োজকদের চিঠি পাঠিয়েছেন?
আরও পড়ুন-ভারতে ফের COVID-তাণ্ডব? AIIMS-এর প্রাক্তন কর্তা জানাচ্ছেন...