মারণ ভাইরাস করোনার জেরে দেশের প্রায় দেড় লাখ শিশু মাথা তাদের মা-বাবাকে হারিয়েছে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPR)-র তরফে সুপ্রিম কোর্টে জমা করা হলফনামায় এই তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে, ১ এপ্রিল ২০২০ থেকে ১১ জানুয়ারি ২০২২ পর্যন্ত, দেশে ১.৪৭ লক্ষ শিশু তাদের পিতা-মাতাকে করোনা এবং অন্য কারণে হারিয়েছে।
NCPCR- একটি হলফনামায় জানিয়েছে, ১১ জানুয়ারি পর্যন্ত ১০ হাজার ৯৪ জন শিশু সম্পূর্ণ অনাথ হয়ে গেছে। একই সময়ে অভিভাবকদের একজনকে হারিয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯১০ শিশু। যেখানে ৪৮৮ জন শিশু নিঃস্ব হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, ১ লাখ ৪৭ হাজার শিশুর মধ্যে ৭৬ হাজার ৫০৮ জন ছেলে এবং ৭০ হাজার ৯৮০ জন মেয়ে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তরফে 'বাল স্বরাজ পোর্টাল কোভিড কেয়ার' কমিশনকে এই তথ্য দিয়েছে।
আরও পড়ুন : TMC-র নিয়ন্ত্রণ মমতার হাত থেকে চলে যাচ্ছে, দাবি দিলীপের
৮ থেকে ১৩ বছর বয়সীদের সংখ্যা ৫৯ হাজারেরও বেশি
NCPCR-এর জমা করা হলফনামায় বলা হয়েছে, ৫৯ হাজার ১০ জন শিশু রয়েছে যাদের বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে। ২৬ হাজার ৮০ জন শিশু রয়েছে যাদের বয়স ৪ থেকে ৭ বছরের মধ্যে। যেখানে ১৪ থেকে ১৫ বছর বয়সী ২২ হাজার ৭৬৩ জন শিশু অন্তর্ভুক্ত রয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, ১ লাখ ২৫ হাজার ২০৫ শিশু তাদের একজন অভিভাবকের সঙ্গে বসবাস করছে। পরিবারের সঙ্গে রয়েছে ১১ হাজার ২৭২ শিশু। আর কিন্ডার গার্টেনে রয়েছে ১ হাজার ৫২৯ জন শিশু।
আরও পড়ুন : 'এক মহিলা আমার স্পার্ম চুরি করেছে', আজব অভিযোগ ব্যক্তির
ওড়িশায় সবচেয়ে বেশি শিশু মা-বাবাকে হারিয়েছে
করোনা মহামারীতে অনাথ শিশুর সংখ্যা সবচেয়ে বেশি ওড়িশায়। এখানে এমন শিশুর সংখ্যা ২৮ হাজার ৫০৫ জন। এর পর, মহারাষ্ট্রে ১৮ হাজার ৬২৩, গুজরাতে ১৪ হাজার ৭৭০, তামিলনাড়ুতে ১১ হাজার ১৪, উত্তর প্রদেশে ৯ হাজার ২৪৭ ইত্যাদি।