ঘূর্ণিঝড় 'ইয়াস' (Cyclone Yaas) নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার পর্যালোচনা করা হয়। রবিবার এই বৈঠক হয়। মোকাবিলা, ত্রাণের সঙ্গে যুক্ত মন্ত্রক, এজেন্সি, রাজ্য সরকারের সঙ্গে কথা বলা হয়।
প্রধানমন্ত্রী পরে টুইট করেন। তিনি লেখেন, ঘূর্ণিঝড় 'ইয়াস' (Cyclone Yaas)) সামলানর বিষয়ে বৈঠক করেছি। যে এলাকায় প্রভাব পড়তে পারে সেখানকার মানুষকে সাহায্য করার জন্য কী কী ব্যবস্থা, তা নিয়ে আলোচনা করা হয়েছে।
Reviewed the preparedness to tackle Cyclone Yaas.
— Narendra Modi (@narendramodi) May 23, 2021
Was briefed on the various efforts to assist people living in the affected areas. https://t.co/pnPTCYL2Fm
তিনি আরও লিখেছেন, আটকে পড়া মানুষকে যাতে দ্রুত উদ্ধার করা যায়, তার ওপর জোর দেওয়া হয়েছে। সেইসঙ্গে জোর দেওয়া হয়েছে, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থায় যাতে কোনও সমস্যা না হয়। ঘূর্ণিঝড়ের কারণে প্রভাবিত এলাকায় কোভিড আক্রান্তদের চিকিৎসা যাতে ঠিক থাকে, সে ব্য়াপারেও জোর দেওয়া হয়েছে।
Emphasised on timely evacuation as well as ensuring power and communications networks are not disrupted. Also emphasised on ensuring COVID-19 treatment of patients in affected areas does not suffer due to the cyclone.
— Narendra Modi (@narendramodi) May 23, 2021
Praying for everyone’s safety and well-being.
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় 'ইয়াস' (Cyclone Yaas) ২৬ মে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওডিশার ওপর দিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ওইদিন সন্ধেবেলা ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইতে পার।
তা পৌঁছতে পারে ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এর জেরে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওডিশার উপকূল এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর ৪৬টি দল তৈরি রয়েছে। রবিবার ১৩টি দলকে বিমানে পাঠানো হয়েছে।
বিস্তারিত আসছে...