scorecardresearch
 

Cyclone Yaas : PM নরেন্দ্র মোদী ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি বৈঠক করলেন

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় 'ইয়াস'  (Cyclone Yaas) ২৬ মে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওডিশার ওপর দিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ওইদিন সন্ধেবেলা ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইতে পার।

Advertisement
ঘূর্ণিঝড় 'ইয়াস' ২৬ মে বাংলা এবং ওডিশায় আছড়ে পড়তে পারে (প্রতীকি ছবি) ঘূর্ণিঝড় 'ইয়াস' ২৬ মে বাংলা এবং ওডিশায় আছড়ে পড়তে পারে (প্রতীকি ছবি)
হাইলাইটস
  • ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার পর্যালোচনা করা হয়
  • জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর ৪৬টি দল তৈরি রয়েছে

ঘূর্ণিঝড় 'ইয়াস' (Cyclone Yaas) নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার পর্যালোচনা করা হয়। রবিবার এই বৈঠক হয়। মোকাবিলা, ত্রাণের সঙ্গে যুক্ত মন্ত্রক, এজেন্সি, রাজ্য সরকারের সঙ্গে কথা বলা হয়।

প্রধানমন্ত্রী পরে টুইট করেন। তিনি লেখেন, ঘূর্ণিঝড় 'ইয়াস' (Cyclone Yaas)) সামলানর বিষয়ে বৈঠক করেছি। যে এলাকায় প্রভাব পড়তে পারে সেখানকার মানুষকে সাহায্য করার জন্য কী কী ব্যবস্থা, তা নিয়ে আলোচনা করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় 'ইয়াস'  (Cyclone Yaas) ২৬ মে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওডিশার ওপর দিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ওইদিন সন্ধেবেলা ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইতে পার।

তা পৌঁছতে পারে ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এর জেরে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওডিশার উপকূল এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

Advertisement

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর ৪৬টি দল তৈরি রয়েছে। রবিবার ১৩টি দলকে বিমানে পাঠানো হয়েছে।


বিস্তারিত আসছে...

 

Advertisement