
দুর্যোগের কবলে শ্রীনগর থেকে দিল্লিগামী বিমান। সন্ধে থেকেই বজ্রপাত ও প্রবল বৃষ্টি শুরু হয় দিল্লি ও এনসিআরে। প্রতিকূল আবহাওয়ার মাঝে পডল দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর উড়ান 6E2142 (রেজিস্ট্রি VT-IMD)। মাঝ আকাশে বাজ পড়ে বিমানে। শিলাবৃষ্টিও হয়। বিভ্রাট দেখা দেয় বিমানে। তবে বিমান চালকের তৎপরতায় বড় ক্ষতি এজ়ানো গিয়েছে। জরুরি অবতরণ করতে চেয়ে এটিসি শ্রীনগরকে জানান পাইলট। শ্রীনগর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি।
ওই যাত্রিবাহী বিমানে ছিলেন মোট ২২৭ জন। খারাপ আবহাওয়ার জেরে পাইলট এবং বিমান কর্মীদের তৎপরতায় বিমানটি ১৮.৩০ মিনিটে শ্রীনগর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সমস্ত যাত্রী এবং বিমান কর্মীরা নিরাপদে আছেন। তবে বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমানটিকে "এয়ারক্রাফ্ট অন গ্রাউন্ড" (AOG) হিসেবে ঘোষণা করেছে ইন্ডিগো এয়ারলাইন্স। আপাতত প্রযুক্তিগত ত্রুটি সারানো হবে। জানা গিয়েছে, বজ্রপাতের কারণে কিছু যান্ত্রিক ত্রুটিও দেখা দিয়েছে বিমানটিতে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য দেখিয়েছে, মাঝ আকাশে পাক খাচ্ছিল বিমানটি। সেই সময় যাত্রীরা আশঙ্কিত হয়েছিলেন। যদিও শেষপর্যন্ত সকলেই নিরাপদে রয়েছেন।
গোয়ার জন্য ইন্ডিগোর পরামর্শ
এর আগে গোয়ার জন্য একটি ভ্রমণ পরামর্শ জারি করেছিল ইন্ডিগো এয়ারলাইন্স। সতর্ক করা হয়েছিল, বৃষ্টিপাতের কারণে বিমান চলাচল প্রভাবিত হতে পারে। বিলম্বিত হতে নির্ধারিত যাত্রার সময়।
যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে উড়ানে অবস্থা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। ইন্ডিগো জানিয়েছে,'আমরা সকল যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে উড়ানের পরীক্ষা করার জন্য অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দিচ্ছি। খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দরের বাইরে গাড়ি পাওয়ার সমস্যাও হতে পারে'।