Dheeraj Sahu: কংগ্রেস সাংসদের বাড়িতে ১০০ কোটির বেশি টাকার হদিশ, এখনও চলছে টাকা গোনা 

ঝাড়খণ্ডের কংগ্রেস রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়িতে আয়কর অভিযান এবং ১০০ কোটিরও বেশি নগদ উদ্ধার হয়েছে। তৃতীয় দিনেও ধীরজ সাহুর বাড়িতে আয়কর দফতরের অভিযান অব্যাহত।

Advertisement
কংগ্রেস সাংসদের বাড়িতে ১০০ কোটির বেশি টাকার হদিশ, এখনও চলছে টাকা গোনা ফাইল ছবি।
হাইলাইটস
  • ঝাড়খণ্ডের কংগ্রেস রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়িতে আয়কর অভিযান এবং ১০০ কোটিরও বেশি নগদ উদ্ধার হয়েছে।
  • তৃতীয় দিনেও ধীরজ সাহুর বাড়িতে আয়কর দফতরের অভিযান অব্যাহত।

ঝাড়খণ্ডের কংগ্রেস রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়িতে আয়কর অভিযান এবং ১০০ কোটিরও বেশি নগদ উদ্ধার হয়েছে। তৃতীয় দিনেও ধীরজ সাহুর বাড়িতে আয়কর দফতরের অভিযান অব্যাহত। এত বিপুল পরিমাণ নগদ পাওয়া যাওয়ায় আয়কর দফতরের দলকে মেশিনে নোট গুনতে হচ্ছে। এমনকি নোট গোনার একটি মেশিন বিকলও হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।  

এই সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন টুইট করে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'দেশবাসীর উচিত এই নোটের স্তূপের দিকে নজর দেওয়া এবং তারপর এর সত্যতার বিচার করা। ওই টাকা জনগণের কাছ থেকে যা লুট করা হয়েছে, প্রতিটি পয়সা ফেরত দিতে হবে, এটাই মোদীর গ্যারান্টি।'

বৌদ্ধ ডিস্টিলারি নামে সংস্থাটি রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর পরিবারের। তাঁর পরিবার মদের ব্যবসার সঙ্গে যুক্ত। ওড়িশায় তাঁর অনেক মদ তৈরির কারখানা রয়েছে। যৌথ পরিবারের সহযোগিতায় এই ব্যবসা পরিচালিত হয়। ঝাড়খণ্ডে, ওড়িশার বোলাঙ্গির এবং সম্বলপুরে ধীরজ সাহুর পৈতৃক বাড়িতে হানা দিয়েছে আয়কর।

এখনও অবধি মোট কত টাকা উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে সরকারি বিবৃতি না মিললেও, আয়কর দফতর সূত্রে খবর, ১৫০ থেকে ৩০০ কোটি টাকা লুকোনো ছিল কংগ্রেস সাংসদের বাড়িতে। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর ওড়িশার বোলানগির ও সম্বলপুরের দুটি বাড়ি এবং ঝাড়খণ্ডের রাঁচি ও লোহারদাগার বাড়িতে তল্লাশি চালিয়েই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। বাড়ির বিভিন্ন জায়গায় আলমারি ও বাক্সে থরে থরে টাকা সাজানো ছিল। এখনও টাকা গোনা চলছে।

 

POST A COMMENT
Advertisement