Droupadi Murmu: মঙ্গলবার রাজ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, গণ ই-মেল করবেন ডিএ আন্দোলনকারীরা

আগামী ২৮ মার্চ, মঙ্গলবার, শান্তিনিকেতন আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। ডিএ-র দাবিতে  রাজ্য সরকারের সঙ্গে সংঘাত চলছে কর্মীদের একটা বড় অংশের। চলছে লাগাতার বিক্ষোভ, ধর্না কর্মসূচী। এবার আন্দোলনকারীরা রাষ্ট্রপতিকে গণ ই-মেল করার সিদ্ধান্ত নিয়েছে। জানানো হয়েছে, রাষ্ট্রপতিকে মেল করে বিষয়টিতে হস্তক্ষেপ করার আবেদন জানাবেন তাঁরা।

Advertisement
 মঙ্গলবার রাজ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, গণ ই-মেল করবেন ডিএ আন্দোলনকারীরাফাইল ছবি।
হাইলাইটস
  • আগামী ২৮ মার্চ, মঙ্গলবার, শান্তিনিকেতন আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)।
  • ডিএ-র দাবিতে  রাজ্য সরকারের সঙ্গে সংঘাত চলছে কর্মীদের একটা বড় অংশের।

আগামী ২৮ মার্চ, মঙ্গলবার, শান্তিনিকেতন আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। ডিএ-র দাবিতে  রাজ্য সরকারের সঙ্গে সংঘাত চলছে কর্মীদের একটা বড় অংশের। চলছে লাগাতার বিক্ষোভ, ধর্না কর্মসূচী। এবার আন্দোলনকারীরা রাষ্ট্রপতিকে গণ ই-মেল করার সিদ্ধান্ত নিয়েছে। জানানো হয়েছে, রাষ্ট্রপতিকে মেল করে বিষয়টিতে হস্তক্ষেপ করার আবেদন জানাবেন তাঁরা। 

মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) ঐতিহ্যবাহী সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। প্রশাসন সূত্রে খবর, বিশ্বভারতীর বিনয় ভবন মাঠেই  নামবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। ইতিমধ্যে সেখানে একটি অস্থায়ী হেলিপ্যাডে তৈরি করা হয়েছে। শনিবার থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। চতুর্দিকে অসংখ্য সিসি ক্যামেরাও লাগানো হয়েছে। শুরু হয়েছে নজরদারিও।

আজ, রবিবার বিশ্বভারতীতেও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, ইতিমধ্যে একদফা হেলিকপ্টার ওঠানামার ট্রায়াল হয়েছে। রবিবার আরও একবার সেই ট্রায়াল হবে। এর পাশাপাশি, ওই এলাকাকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। 

ডিএ-র দাবিতে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর কাছে মেল করার বিষয়ে এক মত হয়েছে আন্দোলনকারীরা। তাঁরা সকলেই ই-মেইল করে সব দাবির কথা জানাতে চান রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি ভবনের ই-মেল আইডিতে ওই মেল পাঠাবেন ডিএ আন্দোলনকারীরা। তবে ওই মেলের উত্তর দ্রোপদী মুর্মু উত্তর দেন কী না, তাই এখন দেখান। 

আরও পড়ুন-জাতীয় ও রাজ্য স্তরে কারা মুখ খুলবেন, নাম প্রকাশ করে সুচারু বার্তা মমতার?

 

POST A COMMENT
Advertisement