scorecardresearch
 

Nirmala Sitharaman On Rupee Vs Dollar: 'টাকা দুর্বল হয়নি, ডলারের শক্তি বেড়েছে', ব্যাখ্যা নির্মলার

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বক্তব্য এমন একটা সময়ে এসেছে যখন ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন হতে হতে সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। শুক্রবার প্রতি ডলার ভারতীয় মুদ্রা ৮ পয়সা কমে হয়েছে ৮২.৩২ টাকা। শুক্রবার তা ছিল ৩২.২৪ টাকা। 

Advertisement
নির্মলা সীতারমন। নির্মলা সীতারমন।
হাইলাইটস
  • শুক্রবার প্রতি ডলার ভারতীয় মুদ্রা ৮ পয়সা কমে হয়েছে ৮২.৩২ টাকা।
  • শুক্রবার তা ছিল ৩২.২৪ টাকা। 

ডলারের নিরিখে ক্রমশ নিম্নগামী টাকা। ২০১৪-র আগে  ডলারের তুলনায় টাকার দাম ৭০-এ পৌঁছে গিয়েছিল। তখন মনমোহন সিংকে নিশানা করতেন গুজরাটে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন সেখানে টাকা ৮০-র ঘরে। বিরোধীদের প্রশ্ন,মোদীর জমানায় টাকা তো আরও দুর্বল হয়েছে। এবার কী বলবেন প্রধানমন্ত্রী? কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করলেন, টাকা দুর্বল হয়নি। বরং ডলার শক্তিশালী হয়েছে। 

ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীকে টাকার দামে পতন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারই জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ব্যাখ্যা, ভারতীয় টাকার দাম কমছে না। বরং ডলারের শক্তি বেড়েছে।       

নির্মলা সীতারমন বলেন,'ভারতীয় টাকার পতন রুখে পদক্ষেপ করছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।' আগামী দিনে টাকার অবমূল্যায়ন আরও ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হতে পারে? সরকার কী পদক্ষেপ করছে? নির্মলা জানান,'টাকার দাম কমছে না। আসলে ডলার শক্তিশালী হচ্ছে। ডলারের তুলনায় অন্যান্য সব দেশের সব মুদ্রার অবস্থা একই রকম।'নির্মলা সীতারমনের কথায়,'টাকার দামে অস্থিরতা খুব বেশি না হয়, সেজন্য় চেষ্টা করছে আরবিআই। তবে বাজার নিয়ন্ত্রণ করে মুদ্রাকে স্থিতিশীল রাখা হচ্ছে না।' 

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বক্তব্য এমন একটা সময়ে এসেছে যখন ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন হতে হতে সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। শুক্রবার প্রতি ডলার ভারতীয় মুদ্রা ৮ পয়সা কমে হয়েছে ৮২.৩২ টাকা। শুক্রবার তা ছিল ৩২.২৪ টাকা। 

আরও পড়ুন- 'প্রেসক্রিপশনে লিখুন শ্রী হরি, নীচে ওষুধের নাম', পরামর্শ শিবরাজের

Advertisement