scorecardresearch
 

Sahitya AajTak 2022: শুরু হয়ে গেল সংস্কৃতির মহামঞ্চ 'সাহিত্য আজতক', রইল পুরো সূচি

দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আজ থেকে শুরু হল শব্দ-সুরের মহাকুম্ভ 'সাহিত্য আজতক'। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। দু'বছর পর ফের এই মেগা অনুষ্ঠান শুরু হল। তিন দিনের অনুষ্ঠানে অংশ নেবেন সিনেমা, সঙ্গীত, রাজনীতি, সংস্কৃতি ও থিয়েটারের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা।

Advertisement
ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আজ থেকে শুরু হল শব্দ-সুরের মহাকুম্ভ 'সাহিত্য আজতক'।
  • দু'বছর পর ফের এই মেগা অনুষ্ঠান শুরু হল।  
  • তিন দিনের অনুষ্ঠানে অংশ নেবেন সিনেমা, সঙ্গীত, রাজনীতি, সংস্কৃতি ও থিয়েটারের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা।

দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আজ থেকে শুরু হল শব্দ-সুরের মহাকুম্ভ 'সাহিত্য আজতক'। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। দু'বছর পর ফের এই মেগা অনুষ্ঠান শুরু হল। তিন দিনের অনুষ্ঠানে অংশ নেবেন সিনেমা, সঙ্গীত, রাজনীতি, সংস্কৃতি ও থিয়েটারের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। 

শুক্রবার অনুষ্ঠানের উদ্বোধন করে ইন্ডিয়া টুডে গ্রুপের ভাইস চেয়ারপার্সন কলি পুরী বলেন, 'আজতকে আপনাদের স্বাগত। দুবছর বিরতির পর আমরা ফিরেছি। তাই এবারের অনুষ্ঠান আরও দর্শনীয়। আপনাদের প্রিয় চ্যানেল আজতক-এর মতোই অ্যাকশন প্যাক। দেশের প্রতিটি প্রান্ত থেকে পাঁচটি মঞ্চ এবং তিনশো শিল্পী তাদের প্রতিভা দিয়ে আমাদের সবাইকে সম্বৃদ্ধ করবে। শিল্পে কোনও ভেদাভেদ নেই। আপনাদের সহযোগিতার জন্য কবিতা, নাটক, গানের মাধ্যমে ধন্যবাদ জানাই। প্রতিটি প্ল্যাটফর্ম, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, অ্যাপ যাইহোক না কেন, আপনারা আমাদের সর্বত্র শীর্ষে রেখেছেন। যদিও বন্ধুত্বে কোনও হিসেব নেই। সাহিত্য আজতকের মঞ্চে বই, সিনেমা নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক প্রশ্নের উত্তর দেওয়া হবে। কবিতার স্বাদ পাওয়া যাবে। উত্তপ্ত রাজনৈতিক বিতর্কও দেখা যাবে।'

কলি পুরী আরও বলেন, 'সাহিত্য আজতকের প্রতিটি অনুষ্ঠান এতই বিশেষ হবে যে, তিন দিনই আপনাদের বসে উপভোগ করতে হবে। আপনি যদি কমেডি পছন্দ করেন, তবে আপনাকে অবশ্যই আসতে হবে। কবিতা আপনাকে স্বপ্নের জগতে নিয়ে যাবে। তাই অবশ্যই আসতে হবে। অর্থাৎ সাহিত্যের এই মহাকুম্ভকে কোনো মূল্যেই ছাড়তে পারবেন না। এবং বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।' 

ইন্ডিয়া টুডে গ্রুপের ভাইস চেয়ারপার্সনের কথায়,  'সাহিত্য আজ তক' দেশে ভারতীয় ভাষায় আয়োজিত অন্য যে কোনও সাহিত্য মেলার চেয়ে কম নয়। কোভিড মহামারীর কারণে গত দুবছর এর আয়োজন করা যায়নি। তবে, এবারের আয়োজন হবে আগের সব আয়োজনের চেয়ে বেশি। তাহলে আর দেরি কিসের? আপনি বিনামূল্যে এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য AajTak-এর ওয়েবসাইট বা 9310330033 এই নম্বরে মিসড কল দিতে হবে।'

Advertisement


সম্পূর্ণ সময়সূচি-

১৮ নভেম্বর শুক্রবার

প্রথম পর্যায়-
14:00-14:15- স্বাগত ভাষণ (কলি পুরী, ভাইস চেয়ারপার্সন, ইন্ডিয়া টুডে গ্রুপ) 
14:15-15:15- উদ্বোধনী সঙ্গীত (কুন্তল খান, গায়ক) 5:15-16:00- রাম হি রাম (মোরারি বাপু, মোটিভেশনাল স্পিকার)
16:00-16:45- লমহা লমহা জিন্দেগি (দীপ্তি নাভাল, অভিনেতা ও লেখক) 
16:45-17:30- স্বরাঞ্জলি থেকে ভারতরত্ন লতা মঙ্গেশকর (হরিশ ভিমানি, লেখক ও শিল্পী, সঞ্জীবনী ভেলান্দে, গায়ক ও সুরকার, যোদ্ধা মিশ্র , লেখক) 
18:00-18:45- সঙ্গীতে কবিতা (সুরেন্দ্র-সৌম্যজিৎ, শিল্পী) 
20:00-21:00- জান 'নিসার' সঙ্গীতানুষ্ঠান (অশিস কৌর, গায়ক)


দ্বিতীয় পর্যায় 
15:00-15:30 - ইতিহাস, রোমাঞ্চ এবং বিশ্বাস (অশ্বিন সংঘী, লেখক)
15:30-16:00- মীরা এবং আমি (সঞ্জীবনী ভেলান্দে, গায়ক এবং সুরকার) 
16:00-16:30- পরিবর্তনের গান (কৈলাশ সত্যার্থী, নোবেল বিজয়ী)
17:00-18:00- সুফিয়ানা মিউজিক্যাল শো (সাধো ব্যান্ড, সুফি ঐতিহ্যবাহী রক ব্যান্ড) 
19:00-20:00- নাটক 'বানান ভুলের সঙ্গে গান্ধিজী' (ড. সাঈদ আলম, পরিচালক) 

তৃতীয় পর্যায় 
15:00-15:45- কাতরা-কাতরা কিস্যা (নাসিরা শর্মা, সাহিত্য আকাদেমি পুরস্কার বিজয়ী লেখক, আবদুল বিসমিল্লাহ, সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার বিজয়ী লেখক)
15:45-16:30- কবিতা ফিরে আসছে (ব্যোমেশ শুক্লা, গীত চতুর্বেদী, আদনান কাফেল) 
16:30-17:00- কেয়া কহু জো নেহি কাভি (লেখক উর্মিলা শিরীষ ও গীতা শ্রী.
17:00-17:30- কবিতা সে সুর (চিন্ময়ী ত্রিপাঠি ও জলি মুখার্জি, গায়ক ও সুরকার)
17:30-18:00 - সাহিত্য এবং সমাজ (লেখক মৃদুলা গর্গ এবং মৈত্রেয়ী পুষ্প) 
18:00-19:00- প্যায়ার কা রঙ বারসে (কবি বুদ্ধিনাথ মিশ্র, বিষ্ণু সাক্সেনা, অনামিকা জৈন) 
19:00-19:30- আমি সময় (হরিশ ভিমানি, লেখক ও শিল্পী)

১৯ নভেম্বর শনিবার
12:00-12:45- ইশক হাকিকি (হান্স রাজ হংস, গায়ক)12:45-13:15- রাজনীতিমে কা বা (অনামিকা জৈন আম্বার, নেহা সিং রাঠোর) 
13:15-14:00- কবি সম্মেলন (ড. হরি ওম পাওয়ার, জনপ্রিয় মীরথি, সুরেশ অবস্থি, ফারুখ সরল)
14:00-14:30 - একজন প্রেরণামূলক লেখক (চেতন ভগত, লেখক) 
14:30-15:15- কেহতা হ্যায় ইয়ে পল (প্রসূন জোশী, গীতিকার) 
15:15-15:45- ভারতের প্রথম আন্তর্জাতিক সুপারস্টার (কবীর বেদী, অভিনেতা এবং লেখক) 
15:45-16:15- লাভ ইউ জিন্দেগি (কাউসার মুনির, গীতিকার) 
আও সাথি স্বপ্নে দেখে (স্বানন্দ কিরকিরে, গায়ক ও গীতিকার)

17:00-18:00- কেভি শো (কুমার বিশ্বাস, কবি ও গায়ক)

 20:00-21:00- বিসমিল কি মাহফিল - লাইভ মিউজিক্যাল শো (বিসমিল ব্যান্ড)

13:00-13:45- ক্রাইম কি বিস্ফোটক সংসার (সুরেন্দ্র মোহন পাঠক, উপন্যাস লেখক) 
13:45-14:30- গজল মে এহসাস কি খুশবু (কবি তানভীর গাজী, অলোক শ্রীবাস্তব)
14:30-15:00- শৌর্য গাথা (গৌরব সাওয়ান্ত, সাংবাদিক এবং শিব অরুর)
ম15:00-15:45- চেয়ার এবং কবিতা (আইএএস নিতেশ্বর কুমার, আইএএস ড. হরি ওম, আইপিএস তেজিন্দর সিং, অলোক যাদব) 
15:45-16:15- জি লে জারা (লেখক অনুরাধা বেনিওয়াল, উমেশ পান্ত)
16:15-17:00- যব লেখব বোলতে হ্যায় (লেখক অলকা সরোগী, ঋষিকেশ সুলভ, মধু কাঙ্করিয়া)

17:00-17:45- তুম মুঝে ইউ ভুলা না পায়োগে (লেখক সুমন্ত বাত্রা, ফয়সাল ফারুকি)
17:45-18:30- পূর্বাইয়া রঙ (মনোজ তিওয়ারি, এমপি এবং অভিনেতা-গায়ক)
19:00-20:00 - না জিয়া লাগে না - মিউজিক্যাল পারফরম্যান্স (আকাঙ্খা গ্রোভার, গায়ক) 

13:00-13:45 - সিয়াসতকা সংগ্রাম (লেখক বিনোদ অগ্নিহোত্রী, আকু শ্রীবাস্তব, বিজয় ত্রিবেদী, অনন্ত বিজয়)

13:45-14:15- নগমো কি কাহানিয়া (ইউনুস খান আরজে এবং লেখক)

14:15-14:45- সচ বোলেঙ্গে তো (কবি রাজেশ জোশী, মদন কাশ্যপ)
14:45-15:30- সাহিত্য কা নয়া আবাজ ( ভগবন্ত আনমোল, তাসনিম খান, রত্নেশ্বর সিং, ইরা দ্বারা)
15:30-16:15- বড়া পরদা বাড়ি ইয়াদ (লেখক রাজেশ বাদল, ইকবাল রিজভী, সাংবাদিক পীযূষ পান্ডে)
16:15-16:45- জঙ্গল, জমিন আউর কিরদার (মহুয়া মাঞ্জি, এমপি এবং লেখক)
16:45-17:30- ম্যায় আদনা সা কালামকার (হরিওম পাওয়ার, কবি)
17:30-18:00- হাঙ্গামা হ্যায় কিউ বরপা (সাংবাদিক অনুশক্তি সিং পুজা প্রিয়ংবদা)
18:00-18:30- সাহিত্য এবং সঙ্গীত (গায়ক প্রিয়া মালিক এবং কাশিশ মিত্তল)
12:00-13:00- ইয়ার মেরা তিতলিয়া ওয়ারগা (আফসানা খান, গায়ক)

Advertisement

13:00-14:00 - বহত না ইনসাফি হ্যায় (জাকির খান, কৌতুক অভিনেতা)
14:00-15:00- বম বম বম (ভুবন বাম, শিল্পী)
15:00-15:45- সফরনামা বিজেপি (ভুপেন্দ্র যাদব, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী)
15:45-16:30- শক্ত জান থাকনে না দে (জয়দীপ সাহনি, চিত্রনাট্যকার) 
16:30-17:15- মিরর স্ট্রেঞ্জার (রাকেশ ওমপ্রকাশ মেহরা, পরিচালক)
17:15-18:45- মুশাইরা- ইয়াদ ই রাহাত ( ওয়াসিম বেরেলভি, শিন কাইফ নিজাম, মানজার ভোপালি, নওয়াজ দে... রাহাত, শিখা অবধেশ)
20:00-21:00 - গ্র্যান্ড ফিনালে - মিউজিক্যাল পারফরম্যান্স (বি প্রাক, মিউজিক)

13:00-13:45- রাজু শ্রীবাস্তবকে নাম (কমেডিয়ান সুনীল পাল, এহসান কুরেশ, নবীন প্রভাকর, সুরেশ আলবেলা)

14:30-15:15- কবিতা কি পুকার (অশোক বাজপেয়ি, অনামিকা, অরুণ কমল)
15:15-16:00- শুনো কবি (লীলাধর জাগুড়ি, নন্দ কিশোর আচার্য, নরেশ সাক্সেনা) 
16:00-16:45- কথা নায়ককে (লেখক হিন্দোল সেনগুপ্ত, বিক্রম সম্পাত)

16:45-17:15- নয়ি ওয়ালি বাত (লেখক প্রত্যক্ষা সিনহা, বিজয়শ্রী তানভীর, প্রভাত রঞ্জন)
17:15-18:00- OTT কা জলওয়া (স্ক্রিপ্ট রাইটার বৈভব বিশাল, উমাশঙ্কর সিং, লেখক দিব্যা প্রকাশ দুবে)

18:30-20:00 - নাটকের পর্যায় ৩

13:00-13:45 - সভ্যতা কা সংঘর্ষ (কবি জ্যাসিন্থা কেরকেটা, পুনম বাসম, মালিনী গৌতম)

13:45-14:30- দাস্তান ই ফৌজ (লেখিকা দীক্ষা দ্বিবেদী, স্বপ্নিল পান্ডে, নেহা দ্বিবেদী)
14:30-15:15- ইয়ে জিন্দেগি কে মেলা (লেখক ড. সূর্যবালা, মমতা কালিয়া এবং উষা কিরণ খান)

15:15-16:00 - আও অনুবাদ পড়ে (লেখক মনীষা তানেজা, উর্মিলা গুপ্ত, আশুতোষ গর্গ)

16:00-16:45 - হর তরফ ভগবা (লেখক সঙ্গীত কুমার রাগি, অজয় ​​সিং, নলিন মেহতা)
16:45-17:15 - পঞ্চপন খাম্বে লাল দিওয়ার (উষা প্রিয়ংবদা, উপন্যাস লেখক) 
17:15-18:00 - খুনি কাহানি (লেখক অমিত খান, মনোজ রাজন ত্রিপাঠি, সৌরভ কুদেশিয়া)
18:00-18:45- রাহগীর লাইভ ( রাহগীর, গায়ক) 

আরও পড়ুন: 'বোমায় উড়িয়ে দেব,' ভারত জোড়ো যাত্রার MP ঢোকার আগে হুমকি রাহুলকে

 

Advertisement