scorecardresearch
 

Gujarat Election 2023: 'গুজরাতে ৯২ আসনের বেশি পেয়ে সরকার গড়বে আপ', লিখে দিলেন কেজরিওয়াল

'আজ পর্যন্ত আমার রাজনৈতিক ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। আমি আবারও ভবিষ্যদ্বাণী করছি, গুজরাতে আম আদমি পার্টিই সরকার গঠন করবে।'  দাবি কেজরিওয়ালের।

Advertisement
অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল।
হাইলাইটস
  • গুজরাতে সরকার গড়বে আপ, দাবি কেজরির।
  • তাঁর কথায়,'বিজেপি চাপে পড়ে গিয়েছে'।

গুজরাতে সরকার গড়তে চলেছে আম আদমি সরকার। এজন্য চাপে পড়ে গিয়েছে বিজেপি। রবিবার সাংবাদিক সম্মেলনে এই দাবিই করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন,'আজ পর্যন্ত আমার রাজনৈতিক ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। আমি আবারও ভবিষ্যদ্বাণী করছি, গুজরাতে আম আদমি পার্টিই সরকার গঠন করবে।'  

অরবিন্দ কেজরিওয়াল বলেন,'২৭ বছর ধরে ক্ষমতায় থাকা বিজেপি চাপে পড়ে গিয়েছে। রাস্তায় যে কাউকে জিজ্ঞাসা করুন,তিনি বলবেন,বিজেপি বা আপকে ভোট দেব। কিন্তু ৫ মিনিট কথা বলার পরে তিনি বলবেন, আম আদমি পার্টির নাম বলতে ভয় পাচ্ছেন। এ কারণেই আতঙ্কে বিজেপি।' গুজরাতে কতগুলি আসন পেতে পারে আপ? কেজরিওয়ালের দাবি,গুজরাতে সরকার গঠন করবে আপ। ৯২টির বেশি আসন পাবে। তার চেয়ে কম থাকবে বিজেপির আসন।

তাঁর সংযোজন,'গুজরাটই প্রথম রাজ্য যেখানে সাধারণ মানুষ ভোটের কথা বলতে ভয় পায়। ভোটাররা ভয় পান যে বিজেপির লোকেরা তাঁকে মেরে ফেলবে। শত চেষ্টা করেও কংগ্রেসের ভোটার পাওয়া যাচ্ছে না। এবার বিজেপির একটা বড় অংশের ভোটার  AAP-কেই বিকল্প ভাবছে।'

অরবিন্দ কেজরিওয়ালের আশ্বাস,'আমি গুজরাতের সমস্ত সরকারি কর্মচারীদের প্রতিশ্রুতি দিতে চাই, আমাদের সরকার গঠিত হলে ৩১ জানুয়ারির মধ্যে পুরানো পেনশন প্রকল্প বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। এসব হাওয়ায় হাওয়ায় বলছি না, পঞ্জাবে করে দেখিয়েছি।' 

ম্যাসাজ পার্লার নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মন্তব্য নিয়ে কেজরিওয়াল বলেন,'বিজেপি দিল্লিতে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিটি ওয়ার্ডে একটি ভিডিওর দোকান খুলবে৷ একটি ভিডিও তৈরির সংস্থায় পরিণত হয়েছে ওরা। জনগণ সিদ্ধান্ত নিক, তারা কাকে চায়।' 

আরও পড়ুন- সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মিঠুনের গাড়ি

Advertisement
Advertisement