'সুইসাইড করতে যাচ্ছি, মুখটা দেখে নিও', বাবাকে ফোন করেই মরণ ঝাঁপ মডেলের

মডেলিং করেন গুনগুন উপাধ্যায়। শনিবার উদয়পুর থেকে যোধপুর পৌঁছান তিনি। যোধপুর পৌঁছে নিজের বাবাকে ফোন করে আত্মহত্যা করবে বলে জানান গুনগুন। তিনি বলেন, 'আত্মহত্যা করতে যাচ্ছি, শুধু আমার মুখটা দেখে নিও'। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁর বাবা।

Advertisement
'সুইসাইড করতে যাচ্ছি...' বাবাকে ফোন করেই মরণ ঝাঁপ মডেলেরগুনগুন উপাধ্যায়
হাইলাইটস
  • হোটেলে মরণ ঝাঁপ মডেলের
  • গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে
  • কেন আত্মহত্যার চেষ্টা? কারণ খুঁজছে পুলিশ

হোটেলের সিক্সথ ফ্লোর থেকে ঝাঁপ যোধপুরের এক মডেলের। জানা গিয়েছে ওই মডেলের নাম গুনগুন উপাধ্যায়। যোধপুর মাতা কা থান এলাকার বাসিন্দা ওই মডেলের বাবার নাম গণেশ উপাধ্যায়। তিনি পেশায় একজন ব্যবসায়ী। গুনগুন উপাধ্যায় রাতানাডা এলাকার একটি হোটেলে উঠেছিলেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। তবে তিনি বিপন্মুক্ত বলে জানা যাচ্ছে। 

পুলিশ সূত্রে খবর, মডেলিং করেন গুনগুন উপাধ্যায়। শনিবার উদয়পুর থেকে যোধপুর পৌঁছান তিনি। যোধপুর পৌঁছে নিজের বাবাকে ফোন করে আত্মহত্যা করবে বলে জানান গুনগুন। তিনি বলেন, 'আত্মহত্যা করতে যাচ্ছি, শুধু আমার মুখটা দেখে নিও'। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁর বাবা। এরপরেই ফোন নম্বরের ভিত্তিতে গুনগুনের লোকেশান খুঁজে হোটেলে পৌঁছায় পুলিশ। কিন্তু  তার আগেই অবশ্য ওপর থেকে ঝাঁপ দিয়ে দেন গুনগুন। নিচে পড়ে জ্ঞান হারান তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। 

গুনগুনের বুকে ও পায়ে চোট লেগেছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তাঁর অবস্থা যথেষ্টই গুরুতর। ঘটনায় যথেষ্টই রক্তপাত হওয়ায়, রক্ত দেওয়া হচ্ছে তাঁকে। তবে তিনি কেন আত্মহত্যার চেষ্টা করলেন তা এখনও জানা যায়নি। পুলিশ জানাচ্ছে, বর্তমানে জিজ্ঞাসাবাদের অবস্থান নেই গুনগুন। জ্ঞান ফিরলে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। 

আরও পড়ুনআজও স্বাভাবিকের নিচেই তাপমাত্রা, কনকনে ঠান্ডা আর কতদিন?

 

POST A COMMENT
Advertisement