এ বছর স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হচ্ছে। এই উৎসব গোটা দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে। এটিকে কেন্দ্রীয় সরকার আজাদির অমৃত মহোৎসব নাম দিয়ে পালন করছে। এর মধ্যে প্রত্যেক বাড়িতে তেরঙা বা "Har Ghar Tiranga" অভিযান চালাচ্ছে। সরকার 'হর ঘর তিরঙ্গা' নাম দিয়ে এই ক্যাম্পেইন শুরু করেছে। এই অভিযানে লোকেরা নিজেদের বাড়িতে বাড়িতে তেরঙা লাগাচ্ছেন।
আরও পড়ুনঃ Independence Day 75 years: স্বাধীনতা সংগ্রামে কে কোন স্লোগান তোলেন, যা অমর হয়ে যায়?
এর জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করেছে। এই ওয়েবসাইটে আপনি বাড়িতে তেরঙা অভিযান এর অংশ হিসেবে এর সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এছাড়া আপনি তেরঙার সঙ্গে নিজের সেলফিও এখানে আপলোড করতে পারবেন। আপনি তেরঙার সঙ্গে ক্লিক করা সেলফি এখানে আপলোড করে নিজে ডিজিটাল তেরঙাতে শামিল হতে পারেন। এটি দেখতে খুব সুন্দর লাগে। এটি গোটা পৃথিবীর লোক দেখতে পাবে। তাহলে দেরি কেন? আসুন এর পুরো বিষয়টি আপনাকে জানিয়ে দিই।
আরও পড়ুনঃ Vastu Tips: বাড়িতে রাখুন এই দু'টি গাছ, আসবে সুখ-সমৃদ্ধি
কীভাবে করবেন সেলফি আপলোড?
১. এজন্য আপনাকে সবার আগে আপনার ছবি এবং তেরঙা পরিষ্কার যাতে দেখা যায় সেই রকমভাবে ছবিটি তুলতে হবে।
২. এরপর আপনাকে harghartiranga.com-এ গিয়ে তা ওপেন করতে হবে। এতে আপনি ক্লিক করে করতে পারেন। এখানে আপনি আপলোড সেলফি উইথ ফ্ল্যাগ অপশন দেখতে পাবেন।
৩. এই অপশনে ক্লিক করুন। এর পরে আপনি তেরঙা সঙ্গে সেলফি আপলোড করুন।
৪. এরপরে নাম এবং অন্যান্য তথ্য আপলোড করে তা সাবমিট করে দিন। ফটো আপলোড হওয়ার পরে একটু অপেক্ষা করুন। ভালো ছবি আপলোড করা হবে ওয়েবসাইটের অনুসারে এখনো পর্যন্ত আড়াই কোটির বেশি সেলফি আপলোড করা হয়েছে।
৫. আপনি এই ওয়েবসাইটে হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হওয়ার জন্য সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।