Himachal Pradesh Assembly Elections 2022: হিমাচলপ্রদেশের CM প্রতিভা? রাজ্যে মাস ছয়েক আগে নিয়েছেন দলের দায়িত্ব

পাহাড়ের রাজনৈতিক লড়াইয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকে এগোচ্ছে কংগ্রেস। প্রবণতা বলে দিচ্ছে এখানে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী পদে কে থাকবেন তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। এদিকে বীরভদ্র সিং-এর পরিবার আবারও রাজ্যের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

Advertisement
 হিমাচলপ্রদেশের CM প্রতিভা? রাজ্যে মাস ছয়েক আগে নিয়েছেন দলের দায়িত্বহিমাচলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কি বীরভদ্রের স্ত্রী?
হাইলাইটস
  • পাহাড়ের রাজনৈতিক লড়াইয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকে এগোচ্ছে কংগ্রেস
  • প্রবণতা বলে দিচ্ছে এখানে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস।

১২ নভেম্বর হিমাচলে ভোট হয়েছিল। আজ ভোট গণনা চলছে। প্রবণতায় দেখা যাচ্ছে যে কংগ্রেস সরকার গঠন করবে তা প্রায় নিশ্চিত। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও আলোচনা শুরু হয়েছে কংগ্রেসে। রাজ্য কংগ্রেস প্রধান প্রতিভা সিং বলেছেন, নির্বাচিত বিধায়করাই সিদ্ধান্ত নেবেন কে মুখ্যমন্ত্রী হবেন। তারা  পছন্দের বিষয়টি পরিষ্কার করে দিলেই দলের হাইকমান্ড নাম ঘোষণা করবে। তিনি তার উদ্দেশ্য পরিষ্কার করেছেন। বলা হচ্ছে যে জনসাধারণ বীরভদ্র পরিবারের নেতৃত্বকে আরও একবার এগিয়ে দেখতে চাইছে।

 প্রতিভা সিং কে?
প্রতিভা সিং বীরভদ্র সিংয়ের স্ত্রী। বীরভদ্র ছয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি ১৯৯৮ সালে সক্রিয় রাজনীতিতে আসেন। তিনি মান্ডি সংসদীয় আসন থেকে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বিজেপির মহেশ্বর সিং যিনি আবার সম্পর্কে তাঁর সম্বন্ধী  ১.২৫ লাখ ভোটে তাকে পরাজিত করেন। 

জয়রাম ঠাকুরকে বিপুল ভোটে পরাজিত করেন 
এর পরে, প্রতিভা ২০০৪ সালের লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার তার ভাগ্য পরীক্ষা করেছিলেন। এতে   সম্বন্ধি মহেশ্বরের থেকে পুরনো পরাজয়ের প্রতিশোধ নিয়ে সংসদে পৌঁছে যান। অন্যদিকে, ২০১২ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর বীরভদ্র সিং লোকসভা থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৩ সালে উপনির্বাচন হয়। এর মধ্যেই প্রতিভা রাজনৈতিক লড়াইয়ে নামেন। এই নির্বাচনে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে বিপুল ভোটে পরাজিত করেন।

রাজ্য সভাপতির দায়িত্ব দিলেন হাইকমান্ড 
যদিও ২০১৪ সালে মোদী তরঙ্গের কাছে হারের মুখে পড়েন প্রতিভা। তিনি বিজেপির রামস্বরূপ শর্মার কাছে ৩৯ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন। একই সময়ে, ২০২২ সালের ২৬ এপ্রিল কংগ্রেস হাইকমান্ড তাকে রাজ্য সভাপতির দায়িত্ব দেন।

 এভাবে তার ইচ্ছা প্রকাশ করলেন 
ছয় মাসের এই দায়িত্বে প্রতিভা তার রাজনৈতিক প্রতিভা প্রমাণ করেছেন। এর পাশাপাশি তিনি জনগণের ইচ্ছা ও বীরভদ্র পরিবারের নেতৃত্বের কথা বলে নিজের ইচ্ছা প্রকাশ করেছেন।

 
 

 

 

Advertisement

POST A COMMENT
Advertisement