কুলুতে খাদে পড়ল গাড়ি, মৃত ৭-গুরুতর আহত ১০

বাঞ্জারের বিজেপি বিধায়ক সুরেন্দ্র শৌরি রাত্রি প্রায় ১২টা ৪৫ নাগাদ ফেসবুক লাইভ করে এই দুর্ঘটনার বিষয়ে জানান। তিনি জানান ওই গাড়িতে রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও দিল্লি-সহ বিভিন্ন রাজ্যের পর্যটকরা ছিলেন। বিধায়ক আরও বলেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। অন্ধকারের মধ্যেও উদ্ধারকার্য় চালানোর জন্য জেলা প্রশাসন ও স্থানীয়দের ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক। 

Advertisement
কুলুতে খাদে পড়ল গাড়ি, মৃত ৭-গুরুতর আহত ১০খাদে পড়ল গাড়ি
হাইলাইটস
  • কুলুতে বড়সড় দুর্ঘটনা
  • খাদে পড়ল গাড়ি
  • আহতদের চলছে চিকিৎসা

হিমাচল প্রদেশের কুলুতে বড়সড় দুর্ঘটনা। খাদে পড়ল পর্যটক বোঝাই গাড়ি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুরুতর আহত আরও ১০। আহতদের প্রথমে বাঞ্জার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান প্রাথমিক চিকিৎসার পর তাঁদের মধ্যে কয়েক জনকে স্থানান্তরিত করা হয় কুলু হাসপাতালে। 

বাঞ্জারের বিজেপি বিধায়ক সুরেন্দ্র শৌরি রাত্রি প্রায় ১২টা ৪৫ নাগাদ ফেসবুক লাইভ করে এই দুর্ঘটনার বিষয়ে জানান। তিনি জানান ওই গাড়িতে রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও দিল্লি-সহ বিভিন্ন রাজ্যের পর্যটকরা ছিলেন। বিধায়ক আরও বলেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। অন্ধকারের মধ্যেও উদ্ধারকার্য় চালানোর জন্য জেলা প্রশাসন ও স্থানীয়দের ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক। 

রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ বাঞ্জার বিধানসভা এলাকার ঘিয়াগির হাইওয়ে-৩০৫-এর জলোদার কাছে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি। রাত ১১টা ৩৫ মিনিটে শেষ হয় উদ্ধারকার্য। আহত ১০ জনের মধ্যএ ৫ জনকে কুলু জোনাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে বাঞ্জারের একটি হাসপাতালে। 

এর আগে গত ২২ সেপ্টেম্বর আরও একটি দুর্ঘটনা ঘটে কুলুতে। চণ্ডীগড়-মানালি হাইওয়ে থেকে একটি গাড়ি সরাসরি বিয়াস নদীতে গিয়ে পড়ে। সেই সময় গাড়িতে ৩ জন ছিলেন। তাঁদের মধ্যে ২ জেনর মৃত্যু হয়। মৃত প্রতীক সবরওয়াল ও হর মৌর সিং সন্ধু চণ্ডীগড় ও গুরুদারপুরের বাসিন্দা বলে জানা যায়।

আরও পড়ুনSBI-তে সাড়ে ৬ হাজারের বেশি চাকরি, রইলো আবেদনের খুঁটিনাটি

 

POST A COMMENT
Advertisement