scorecardresearch
 

SBI Recruitment 2022 : SBI-তে সাড়ে ৬ হাজারের বেশি চাকরি, রইলো আবেদনের খুঁটিনাটি

জুনিয়র অ্যাসোসিয়েট পদে মোট ৫,০০৮ জনকে নিয়োগ করা হবে। আর পিও পদে নেওয়া হবে ১,৬৭৩ জনকে। তবে এই দুই পদের আবেদন এবং পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ আলাদা। আবেদনকারীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

Advertisement
SBI SBI
হাইলাইটস
  • এসবিআইতে চাকরির সুযোগ
  • ২টি পদে হবে নিয়োগ
  • জেনে নিন সমস্ত তথ্য

জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক এবং প্রবেশনারি অফিসার নিয়োগের পদে নিয়োগের জন্য আবেদন পত্র চাইছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। মোট ৬,৬৮১টি শূন্যপদে হবে নিয়োগ। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা sbi.co.in এবং ibpsonline.ibps.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। 

জুনিয়র অ্যাসোসিয়েট পদে মোট ৫,০০৮ জনকে নিয়োগ করা হবে। আর পিও পদে নেওয়া হবে ১,৬৭৩ জনকে। তবে এই দুই পদের আবেদন এবং পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ আলাদা। আবেদনকারীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

SBI PO Recruitment 2022 : গুরুত্বপূর্ণ দিনক্ষণ
আবেদন প্রক্রিয়া শুরু : ২২ সেপ্টেম্বর ২০২২
অনলাইনে আবেদনের শেষ তারিখ : ১২ অক্টোবর ২০২২
ফি জমা দেওয়ার শেষ তারিখ : ১২ অক্টোবর ২০২২
প্রিলিমিনারি সম্ভাব্য পরীক্ষার তারিখ : ১৭ থেকে ২০ ডিসেম্বর ২০২২
মেন পরীক্ষার তারিখ : জানুয়ারি / ফেব্রুয়ারি ২০২৩

SBI Clerk Recruitment 2022 : গুরুত্বপূর্ণ দিনক্ষণ
আবেদন প্রক্রিয়া শুরু: ০৭ সেপ্টেম্বর ২০২২
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২২
ফি জমা দেওয়ার শেষ তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম ধাপের প্রিলিম পরীক্ষা : নভেম্বর ২০২২
দ্বিতীয় পর্বের মেন পরীক্ষা : ডিসেম্বর ২০২২

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও ফি
স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকরা এই পদগুলিতে আবেদন (SBI Recruitment 2022) করতে পারেন। তবে প্রার্থীদের অবশ্যই মনে রাখতে হবে যে, ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রিতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তারিখ ৩০ নভেম্বর ২০২২ বা তার আগে। পিও পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং অ্যাসেসিয়েট ক্লাক পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধবসীমার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। এই পদগুলিতে আবেদনের জন্য সাধারণ, ওবিসি ও ইডব্লুএস শ্রেণির প্রার্থীদের ৭৫০ টাকা ফি দিতে হবে। তবে এসসি, এসটি, পিডব্লুবিটি ও ডিইএসএম শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে কোনও শুল্ক লাগবে না।

Advertisement

আরও পড়ুনফুসফুসকে সতেজ রাখবে এই ৫ খাবার, এড়ানো যাবে ক্যান্সারের ঝুঁকিও

 

Advertisement