অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান ও পাকি অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করেছিল ভারত। যদি ফের পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদত দেয়, আর তার প্রমাণ মেলে তাহলে আবারও হামলা চালানো হবে। হুঁশিয়ারি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।
ভারতীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে বেলজিয়ামে রয়েছেন জয়শঙ্কর। সেখানেই তিনি সাফ জানান, পহেলগাঁও হামলার পর উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে। সন্ত্রাসবাদী সংগঠন ও তাদের মদতদাতাদের শিক্ষা দেওয়া হয়েছে। এর আগে পাকিস্তান হাজার হাজার জঙ্গিকে প্রশিক্ষণ দিয়েছে। ভারত তার প্রমাণ বিশ্বেস সামনে এনেছে।
জয়শঙ্করের বার্তা, 'এভাবে চলতে পারে না। তাই আমাদের বার্তা সাফ। যদি পহেলগাঁওয়ের মতো বর্বরচিত কর্মকাণ্ড চলতে থাকে তাহলে আমরাও চুপ করে বসে থাকব না। বদলা নেওয়া হবে। যোগ্য জবাব দেওয়া হবে। সন্ত্রাসবাদী সংগঠন এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে। জঙ্গিরা কোথায় থাকবে সে সব নিয়ে ভারত চিন্তিত নয়। যদি পাকিস্তানে আশ্রয় নেয় তাহলে আমরাও পাকিস্তানে গিয়ে শোধ নিয়ে আসব।'
পাক হামলায় ক্ষতির বিষয়ে জিজ্ঞাসা করা হলে জয়শঙ্কর বলেন, 'সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন প্রস্তুত থাকবে তখন তারা বিষয়টি নিয়ে যোগাযোগ করবে। তিনি বলেন যে, ভারতের যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র পাকিস্তানি বিমানবাহিনীর তুলনায় অনেক বেশি ব্যাপক ক্ষতি করেছে, যার ফলে পাকিস্তান শান্তির জন্য আর্জি জানাতে বাধ্য হয়েছে।'