scorecardresearch
 

India- Bhutan Train : এবার ট্রেনেই যান ভুটান, সফর পাহাড়ি পথে

বাংলাদেশ ও নেপালের সঙ্গে রেলপথে যোগাযোগ স্থাপিত হয়েছে। এবার ভারত থেকে ট্রেনে করে যাওয়া যাবে ভুটানেও। জানা গিয়েছে, উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেল এই রেলপথের প্রাথমিক সমীক্ষার কাজ করবে।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • বাংলাদেশ ও নেপালের সঙ্গে রেলপথে যোগাযোগ স্থাপিত হয়েছে
  • এবার ভারত থেকে ট্রেনে করে যাওয়া যাবে ভুটানেও

বাংলাদেশ ও নেপালের সঙ্গে রেলপথে যোগাযোগ স্থাপিত হয়েছে। এবার ভারত থেকে ট্রেনে করে যাওয়া যাবে ভুটানেও। ২০০৫ সালেই ভুটানের সঙ্গে ভারতের রেল যোগাযোগের চুক্তি হয়েছিল। তবে সেই কাজ থমকে ছিল এতদিন। জানা গিয়েছে, উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেল এই রেলপথের প্রাথমিক সমীক্ষার কাজ করবে। 

কোন পথে যাওয়া যাবে ভুটান? 

জানা গিয়েছে অসমের কোকড়াঝাড় থেকে এই রেল পথ শুরু হবে। ভুটানের গেলেফুতে শেষ হবে সেটি। রেল লাইনটি হবে ৫৭.৫ কিলোমিটার দৈর্ঘ্যের। 

ট্রেনে যাওয়া যাবে ভুটান
ট্রেনে যাওয়া যাবে ভুটান

জানা গিয়েছে, ২০০৫ সালেই ভারত ও ভুটানের মধ্যে রেলপথ যোগাযোগ হবে বলে চুক্তি হয়েছিল। সেই সময় মোট ৫ রুটের ট্রেন চলার কথা ছিল। তবে সেই কাজ যে কোনও কারণেই হোক থমকে যায়। তবে এখন যে কাজ শুরু হতে চলেছে তা আর পাঁচ পথে হবে না। একটি রুটেই চালু হবে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত কোকড়াঝাড় থেকে গেলেফুরে রেললাইন পাতার কাজ শুরু হতে চলেছে। ভারতের অংশে রেললাইনটি সমতলে পাতা হলেও ভুটানের অংশে বেশিরভাগ লাইনই থাকবে পাহাড়ি পথে। প্রকল্পের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপর সেই বরাদ্দ আরও বাড়ানো হতে পারে। 

প্রসঙ্গত, দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর আবারও ২৯ মে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচল শুরু করেছে। বিগত দুবছর মহামারীর কারণে বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ট্রেনদুটি বন্ধ করে দেওয়া হয়। 

Advertisement