scorecardresearch
 

India Canada Diplomatic Tensions: অন্য দেশ থেকেও কানাডার নাগরিক ভারতের ভিসা পাবেন না, স্পষ্ট করল কেন্দ্র

এদিন কানাডার নাগরিকদের জন্য ভিসার আবেদন প্রক্রিয়াও সাসপেন্ড করে দিয়েছে ভারত। অর্থাত্‍ কানাডার কোনও নাগরিককে ভারতে আসার ভিসা আপাতত দেওয়া হচ্ছে না। বিদেশ মন্ত্রক জানাচ্ছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দূতাবাসগুলি।

Advertisement
অরিন্দম বাগচী অরিন্দম বাগচী

শুধু কানাডা নয়, অন্য কোনও দেশ থেকেও কোনও কানাডার নাগরিক ভারতে আসার জন্য ভিসার আবেদন করতে পারবেন না। স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বললেন, 'অন্য দেশের কোনও কানাডার নাগরিকও ভারতে আসার ভিসার আবেদন করতে পারবেন না।' 

এদিন কানাডার নাগরিকদের জন্য ভিসার আবেদন প্রক্রিয়াও সাসপেন্ড করে দিয়েছে ভারত। অর্থাত্‍ কানাডার কোনও নাগরিককে ভারতে আসার ভিসা আপাতত দেওয়া হচ্ছে না। বিদেশ মন্ত্রক জানাচ্ছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দূতাবাসগুলি।

এদিন সাংবাদিক সম্মেলনে অরিন্দম বাগচী জানান, বিদেশমন্ত্রক পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করছে। আপাতত ভিসার আবেদন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে কানাডায় ভারতীয় দূতাবাস কর্মীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, 'আমরা সর্বদা বিশ্বাস করি, দূতাবাসকর্মীদের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের সরকারের। কিছু জায়গায় আমাদের নিজস্ব নিরাপত্তাও রয়েছে। তবে নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রকাশ্যে  কিছু বলতে চাই না। কারণ এটি উপযুক্ত পরিস্থিতি নয়।'

তিনি আরও দাবি করেন, জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কানাডা। তাঁর কথায়, 'আমরা চাই, কানাডা সরকার  অবিলম্বে ব্যবস্থা নিক। আমরা ২০-২৫ জনকে ভারতে প্রত্যর্পণের আবেদন অনেক বছর ধরে জানাচ্ছি কানাডা সরকারকে। কিন্তু কোনও সাহায্য পাইনি।'

কানাডার মাটিতে সে দেশের খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘RAW’-এর ভূমিকা রয়েছে বলে সোমবার অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।  ট্রুডোর ওই বিবৃতির পরেই কানাডার এক ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করা হয়। ট্রুডো সরকারের বিদেশমন্ত্রী মেলানি জোলি অভিযোগ করেন, ওই ভারতীয় কূটনীতিক আদতে ‘র’-এর আধিকারিক।

Advertisement

Advertisement