scorecardresearch
 

কমল করোনার সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ লাখ ৫৫ হাজার

India Corona Update : গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৮৭৪। মারা গিয়েছেন ৬১৪ জন। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৯০ হাজার ৪৬২ জন।

Advertisement
ভারতের করোনা ভারতের করোনা
হাইলাইটস
  • কিছুটা হলেও স্বস্তি
  • গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল দেশে করোনা আক্রান্তের সংখ্যা
  • গত ২৪ ঘণ্টায় দেশে আড়াই লাখের বেশি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে

কিছুটা হলেও স্বস্তি। গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আড়াই লাখের বেশি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা এখনও উদ্বেগের বিষয়। বর্তমানে দেশে কোভিড সংক্রমণের হার ১৫.২ শতাংশ। দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ২২ লাখেরও বেশি। 

এর আগে সোমবার দেশে ৩.০৬ লাখ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। অর্থাৎ আজ ৫০ হাজারেরও কম জন আক্রান্ত হয়েছেন, যা এক স্বস্তির খবর। 

আরও পড়ুন : আজও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৮৭৪। মারা গিয়েছেন ৬১৪ জন। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৯০ হাজার ৪৬২ জন। 

আরও পড়ুন : রেড রোডে কুচকাওয়াজে অংশ নেবে এই নেতাজি ট্যাবলো

করোনা থেকে মুক্ত হয়েছেন ৩ কোটি ৭০ লখেরও বেশি জন। দেশে এখন সক্রিয় রোগী ২২ লাখের বেশি। করোনা পরীক্ষার কথা বললে, গত ২৪ ঘণ্টায় ১৬,৪৯,১০৮টি করোনা পরীক্ষা করা হয়েছে। দেশে এখন পর্যন্ত ৭১. ৮৮ কোটি করোনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে, আমরা যদি করোনার টিকা দেওয়ার কথা বলি, এখন পর্যন্ত দেশে ১৬.৯২কোটি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Advertisement