ধীরে ধীরে কমছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে আজ ২৫ তারিখ কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় সকালের দিকে কুয়াশা থাকলেও আকাশ মূলত আংশিক মেঘলাই থাকবে।
একইসঙ্গে এদিন শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতেই হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন - 5000mAh-৩টি ক্যামেরার স্টাইলিশ স্মার্টফোন! কিনুন মাত্র ২৯৭ টাকার EMI-তে
দক্ষিণবঙ্গে (South Bengal) ২৭ তারিখ থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) উপরের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও এখনও স্বাভাবিকের উপরেই রয়েছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম।