scorecardresearch
 

India-Pakistan Border Tension: ভারত-পাক ওয়াঘা বর্ডারে হঠাত্‍ কালো ধোঁয়া! হাই অ্যালার্ট জারি

পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে (India-Pakistan Border) উত্তেজনা। আজ সীমান্তে ধোঁয়া উঠতে দেখা যায়। যার ভিডিও করেন এক কৃষক। তারপর থেকে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা
হাইলাইটস
  • পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে (India-Pakistan Border) উত্তেজনা
  • আজ সীমান্তে ধোঁয়া উঠতে দেখা যায়, যার ভিডিও করেন এক কৃষক
  • তারপর থেকে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে

পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে (India-Pakistan Border) উত্তেজনা। আজ সীমান্তে ধোঁয়া উঠতে দেখা যায়। যার ভিডিও করেন এক কৃষক। তারপর থেকে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। তবে কী কারণে এই ধোঁয়া দেখা গেল, তা পরিষ্কার নয়। এই নিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর তরফে এখনও কিছু জানানো হয়নি।

এই দিকে ধোঁয়া দেখার পর সীমান্তে মোতায়েন ভারতীয় জওয়ানদের হাই অ্যালার্টে রাখা হয়েছে। তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে ধোঁয়া দেখা গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। যেখানে ধোঁয়া দেখা গিয়েছে, তার কাছেই পাকিস্তান সীমান্ত। সেখানে একাধিক গ্রামও রয়েছে। সেই গ্রামগুলিতে বসবাসকারী লোকজন BSF-এর নজরদারির মধ্যে থাকেন। 

আরও পড়ুন : যোগ্য হয়েও কেন নিয়োগ নয়? পুলিশে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ভবানীভবনে

যে ভিডিওটি সামনে এসেছে, সেখানে কৃষকদের বলতে শোনা যাচ্ছে, 'জানি না কেন মনে হচ্ছে, পাকিস্তানের ওদিক থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। তবে কী কারণে এই ধোঁয়া তা বুঝতে পারছি না।' 

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা রয়েছে। পাকিস্তান থেকে একাধিক ড্রোন ভারতে প্রবেশ করতে দেখা গিয়েছে। তারপর থেকে সীমান্তে সুরক্ষা আরও বাড়ানো হয়েছে। 

প্রসঙ্গত, কিছুদিন আগে জম্মুতে বায়ুসেনার বিমানঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। গভীর রাতে দু’টি বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়। যার জেরে টেকনিক্যাল বিভাগের একটি একতলা বাড়ির ছাদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঠিক ছ’মিনিটের মাথায় পাশেই একটি খোলা জায়গায় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, স্বল্প উচ্চতায় ওড়া ড্রোন ব্যবহার করে আইইডির মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। 

Advertisement