India Pakistan War : 'যতবার লড়েছে ততবার হেরেছে', আগের যুদ্ধগুলোতে কতদিন টিকতে পেরেছে পাকিস্তান?

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের যোগ সামনে এসেছে। শেহবাজ শরিফের দেশের উপর পদক্ষেপও করেছে ভারত। পাকিস্তানের আশঙ্কা, ভারত যে কোনও সময় হামলা চালাতে পারে তাদের দেশে।

Advertisement
 'যতবার লড়েছে ততবার হেরেছে', আগের যুদ্ধগুলোতে কতদিন টিকতে পেরেছে পাকিস্তান? Representative Image
হাইলাইটস
  • পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের যোগ সামনে এসেছে
  • তারপর থেকেই শোনা যাচ্ছে, ফের যুদ্ধ শুরু হতে পারে দুই দেশের মধ্যে

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের যোগ সামনে এসেছে। শেহবাজ শরিফের দেশের উপর পদক্ষেপও করেছে ভারত। পাকিস্তানের আশঙ্কা, ভারত যে কোনও সময় হামলা চালাতে পারে তাদের দেশে। বড়সড় প্রত্যাঘাত করতে পারে। অনেকের মনেই প্রশ্ন, সত্যিই কি ভারত-পাকিস্তান যুদ্ধ হবে? 

তবে যুদ্ধ হলেও তা প্রথমবার হবে না। এর আগে ভারতের সঙ্গে প্রতিবেশী পাকিস্তানের চারটি যুদ্ধ হয়েছিল। সব কটিতেই হেরেছিল পাকিস্তান। এই প্রতিবেদনে জানাব, কোন যুদ্ধে পাকিস্তান কতদিনে দুরমুশ হয়েছিল। 

১৯৪৭-১৯৪৮ (কাশ্মীর নিয়ে যুদ্ধ) 

ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ হয়েছিল ১৯৪৭ সালে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্র করে। ১৯৪৯ সালের ১ জানুয়ারি যুদ্ধ শেষ হয়। রাষ্ট্রসংঘের মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। ভারত কাশ্মীরের দুই-তৃতীয়াংশের উপর নিয়ন্ত্রণ বজায় রাখে। অন্যদিকে পাকিস্তান গিলগিট-বালুচিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর (POK) দখল করে।  

১৯৬৫ সালের যুদ্ধ (দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ) 

এই যুদ্ধ ৫ আগস্ট ১৯৬৫ সালে শুরু হয়। শেষ হয় ২৩ সেপ্টেম্বর। এই যুদ্ধে ভারত লাহোর পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ এবং তাসখন্দ চুক্তির পর উভয় দেশই পিছু হটে। যদি যুদ্ধ না থামতো তাহলে আজ লাহোর ভারতের নিয়ন্ত্রণে থাকত। 

তাসখন্দ চুক্তিতে উভয় দেশ তাদের আঞ্চলিক দাবি ত্যাগ করে এবং বিতর্কিত এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করে। এই যুদ্ধে ভারতকে পাকিস্তানের জমি ফেরত দিতে হয়। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের লাহোরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এই যুদ্ধ জেতার ফলে ভারত একটা বড় শক্তি হিসেবে পৃথিবীর কাছে আত্মপ্রকাশ করে। 

কীভাবে শুরু হয় সংঘর্ষ ? 

১৯৬৫ সালের ২০ মার্চ, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে কচ্ছের রণে সংঘর্ষ শুরু করে পাকিস্তান। প্রাথমিকভাবে সীমান্ত নিরাপত্তা বাহিনী এতে অন্তর্ভুক্ত হয়। পরে উভয় দেশের সেনাবাহিনীও এতে যোগ দেয়। 

১৯৭১ সালের যুদ্ধ 

১৯৭১ সালের যুদ্ধকে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় সামরিক বিজয় হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হয়েছিল এই যুদ্ধ। ভারতের সাহায্যে বাংলাদেশ গড়ে ওঠে ও   পাকিস্তানের সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে। 

Advertisement

কার্গিল যুদ্ধ 

১৯৯৯ সালের ৩ মে থেকে শুরু হয় কার্গিল যুদ্ধ। সেবার পাকিস্তান কার্গিল পর্বতমালা দখলের চেষ্টা করে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয়ের মাধ্যমে এই পর্বতমালা পুনরুদ্ধার করে। যুদ্ধটি ১৯৯৯ সালের ২৬ জুলাই শেষ হয়। যা কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয়। এই যুদ্ধে কার্গিল পর্বতমালা দখলের পাশাপাশি আশপাশের এলাকাও দখল করে নিয়েছিল পাকিস্তান। তবে ভারতীয় জওয়ানরা পাকিস্তান সৈন্যদের তাড়িয়ে দেয়। প্রায় ৩ মাস ধরে চলা এই যুদ্ধে দেশের অনেক সৈন্য প্রাণ হারিয়েছিলেন। 

POST A COMMENT
Advertisement