পাকিস্তানের শেষের শুরু! শীঘ্রই আরও ২৬টি Rafale কিনছে ভারত

প্রতিরক্ষায় আরও শক্তি বৃদ্ধি হতে চলেছে ভারতের। সূত্রের খবর, আগামী সোমবার ভারত ও ফ্রান্সের মধ্যে ২৬টি রাফাল-এম যুদ্ধবিমান কেনার চুক্তিতে চূড়ান্ত সই হতে চলেছে। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী এই চুক্তিতে Government-to-Government (G2G) পদ্ধতিতে সই করবেন।

Advertisement
পাকিস্তানের শেষের শুরু! শীঘ্রই আরও ২৬টি Rafale কিনছে ভারত

প্রতিরক্ষায় আরও শক্তি বৃদ্ধি হতে চলেছে ভারতের। সূত্রের খবর, আগামী সোমবার ভারত ও ফ্রান্সের মধ্যে ২৬টি রাফাল-এম যুদ্ধবিমান কেনার চুক্তিতে চূড়ান্ত সই হতে চলেছে। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী এই চুক্তিতে Government-to-Government (G2G) পদ্ধতিতে সই করবেন।

প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, এই চুক্তি সম্পূর্ণ ‘রিমোটলি’, অর্থাৎ ভার্চুয়ালি সই করা হবে। তবে সোমবার একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত এবং ভারতের প্রতিরক্ষা সচিব।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী নিজে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। তবে তাঁর স্বাস্থ্যজনিত সমস্যার কারণে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে কোনও এক সময়ে তিনি ভারতে আসবেন বলে জানানো হয়েছে।

এই চুক্তির মাধ্যমে ভারতের বিমান ও নৌবাহিনীর যুদ্ধক্ষমতা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। 

এর আগেও ফ্রান্স থেকে রাফাল ফাইটার জেট কিনেছে ভারত। তবে এবারের ২৬টি রাফাল-এম হল ‘মেরিটাইম ভার্সন’। অর্থাৎ এটি যুদ্ধজাহাজ থেকেই উড়তে ও নামতে সক্ষম। এর ফলে সমুদ্রপথে ভারতের প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে।

দুই দেশের মধ্যে এই চুক্তি ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মত বিশ্লেষকদের।

প্রতিরক্ষা সচিব এবং ফরাসি রাষ্ট্রদূতের উপস্থিতিতে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ভারতীয় নৌবাহিনীর জন্য এই যুদ্ধবিমানগুলি কেনা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। সাম্প্রতিক পহেলগাঁওয়ের ঘটনার প্রেক্ষিতে এটি বেশ তাৎপর্যপূর্ণ।

POST A COMMENT
Advertisement