Advertisement

India Today Conclave 2023 Day 2: 'সরকারি কাজে সংবেদনশীলতা এনেছি আমরা,' বললেন প্রধানমন্ত্রী মোদী

Aajtak Bangla | নয়াদিল্লি | 18 Mar 2023, 9:51 PM IST

ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩ (India Today Conclave 2023)-এর আজ দ্বিতীয় ও শেষদিন। এবারের কনক্লেভে স্পেশাল হল, বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ইন্ডিয়া টুডে কনক্লেভের এটি ২০তম সংস্করণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩ (India Today Conclave 2023)-এর আজ দ্বিতীয় ও শেষদিন। এবারের কনক্লেভে স্পেশাল হল, বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ইন্ডিয়া টুডে কনক্লেভের এটি ২০তম সংস্করণ।

9:07 PM(2 years ago)

দেশে প্রথম, AI নিউজ অ্যাঙ্কার লঞ্চ করল Indiatoday গ্রুপ

Posted by :- Soumen Karmakar

নিউজের দুনিয়ায় ইতিহাস। দেশে এই প্রথম AI নিউজ অ্যাঙ্কার লঞ্চ করল Indiatoday গ্রুপ। Indiatoday গ্রুপের  ভাইস চেয়ারপার্সেন কলি পুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই AI অ্যাঙ্কার সানার সঙ্গে আলাপ করান। সানা কথাও বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। AI অ্যাঙ্কার সানা প্রধানমন্ত্রীকে বলেন, তিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে চান। 

8:47 PM(2 years ago)

বিশ্বমন্দার মধ্যেও ভারতের অর্থনীতি আজ মজবুত: মোদী

Posted by :- Arindam

প্রধানমন্ত্রী বললেন, করোনার সময়েও একাধিক নির্বাচন হয়েছে, সফল হয়েছে। বিশ্বমন্দার মধ্যেও ভারতের অর্থনীতি আজ মজবুত। ব্যাঙ্কিং সেক্টর মজবুত। এটাই আমাদের প্রাতিষ্ঠানিক শক্তি। আমাদের শক্তিশালী গণতন্ত্রও তার সাফল্য কিছু মানুষের সহ্য হচ্ছে না। তবু আমার বিশ্বাস, ভারত এসবের মধ্যেও এগিয়ে যাবে। সাফল্য পাবে। সবার প্রচেষ্টাতেই ইন্ডিয়া মোমেন্টকে শক্তিশালী করতে হবে আমাদের। অরুণজি ও ইন্ডিয়া টুডে গোষ্ঠীকে আবার ধন্যবাদ। ২০২৪ সালে নিমন্ত্রণের যে সাহস দেখালেন, তার জন্য বিশেষ ধন্যবাদ। 

8:44 PM(2 years ago)

আমরা সংবেদনশীল ভাবে মানবিকতা এনেছি সরকারি কাজে, বললেন মোদী

Posted by :- Arindam

প্রধানমন্ত্রী বললেন, গরিব মহিলা নিজেকে ক্ষমতাবান মনে করছেন। এটাই তো ভারতের সময়। একসময় কৃষকরা ঋণে ডুবে যেতেন। এখন পিএম কিষাণ যোজনায় সরাসরি সব কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। যে কোনও দেশের উন্নতিতে নীতি নির্ধারণে সিদ্ধান্তহীনতা বড় বাধা হয়ে যায়। কিছু পরিবারের সীমাবদ্ধতার জেরে আমাদের দেশেও একসময় এই বাধা ছিল। আজ দেশবাসীর আস্থা তৈরি হয়েছে, সরকার তাদের কথা ভাবে। আমরা সংবেদনশীলতা এনেছে সরকারি কাজে। একটা সময় সীমান্তবর্তী গ্রামকে দেশের অন্তিম গ্রাম মানা হত। আজ আমরা ওই গ্রামগুলিকে দেশের প্রথম গ্রাম হিসেবে দেখি। আজ ওই গ্রামগুলিতে কেন্দ্রের প্রতিনিধিরা যান। একটা সময় উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল না। আমি নিজে উত্তর-পূর্ব ভারতে ৫০ বার গেছি এখনও পর্যন্ত। এই ধরনের সংবেদনশীলতার জেরে শান্তি ফিরেছে উত্তর-পূর্বে। ইউক্রেনে যুদ্ধ যখন শুরু হল, বহু পরিবার তাঁদের সন্তান, আত্মীয়দের নিয়ে চিন্তিত ছিলেন। আমাদের সরকারের প্রতিনিধিরা ওই পরিবারগুলির বাড়িতে গিয়েছেন। তাঁদের পাশে দাঁড়িয়েছে। সরকার যদি সংবেদনশীল না হত, আমরা করোনার বিরুদ্ধে লড়াই জিততে পারতাম না। আজ দুনিয়া দেখছে, গণতন্ত্রের শক্তি। 

8:31 PM(2 years ago)

একসময় দুর্নীতির খবর হেডলাইন হত, এখন উন্নয়নের খবর হেডলাইন হয়, বললেন মোদী

Posted by :- Arindam

মোদী বললেন, ২০১৪ সালের আগে খবরের কাগজে শুধু হেডলাইনে থাকতো দুর্নীতির খবর। দুর্নীতির বিরুদ্ধে জনরোষের খবর। শহরে বোমাবাজি, নক্সাল হিংসার খবর হত। আজ উন্নয়নের খবর বেশি হয়। এক সময় ট্রেনের দুর্ঘটনার খবর আসতো। এখন নয়া অত্যাধুনিক ট্রেন চালুর খবর আসে। এই বলটাই এনেছে, ভারতের সময়। আসলে যখন শুভ কিছু হয়, কালো টিকা লাগানো হয়। বর্তমানে এত শুভ কাজ হচ্ছে, কিছু মানুষ কালোটিকা লাগাতে ব্যস্ত। যাতে নজর না লেগে যায়। 

Advertisement
8:25 PM(2 years ago)

বিশ্ব আজ বুঝতে পারছে ভারত শক্তিশালী, বললেন মোদী

Posted by :- Arindam

কিছুক্ষণ আগেই ভারত-বাংলাদেশ গ্যাস পাইপলাইন সর্বসাধারণের জন্য খুলে গেল। আজ দেশ যেমন পরিকাঠামোয় এগিয়ে চলেছে, তেমনই ভারতীয় সংস্কৃতিও বিশ্বের দরবারে উজ্জ্বল। ভারতীয় সিনেমা থেকে শুরু করে আয়ুর্বেদ, বিশ্ব আজ বুঝতে পারছে ভারত শক্তিশালী। ঠিক সেই কারণেই গোটা বিশ্ব বলছে, এই সময়, ভারতের সময়। 

8:20 PM(2 years ago)

বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা অর্থব্যবস্থা ভারত, বললেন মোদী

Posted by :- Arindam

প্রধানমন্ত্রী বললেন, ১০০ বছরের সবচেয়ে বড় মহামারি এল। দুটি দেশ এখন যুদ্ধ করছে। গোটা দুনিয়া আর্থিক সমস্যায় জর্জরিত। এরকম স্থিতিতে ইন্ডিয়া মোমেন্টের বিষয় নিয়ে আলোচনা গর্বের। আজ গোটা দুনিয়া ভারত নিয়ে আস্থায় ভরপুর। বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা অর্থব্যবস্থা। আজ ভারত সবচেয়ে বেশি ইন্টারনেট ডেটা ইউজার। দুনিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় মোবাইল ম্যানুফ্যাকচারার। 

8:17 PM(2 years ago)

বর্তমান সময়, ভারতের সময়, বললেন প্রধানমন্ত্রী মোদী

Posted by :- Arindam

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ইন্ডিয়া টুডে কনক্লেভের সবাইকে আমার নমস্কার। দেশ বিদেশ থেকে যে দর্শকরা ডিজিটাল মাধ্যমে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, তাঁদেরও নমস্কার। আজ দুনিয়ার তাবড় অর্থনীতিবিদ, চিন্তাবিদরা বলেন, বর্তমান সময়, ভারতের সময়। কিন্তু যখন ইন্ডিয়া টুডে গ্রুপ যখন এটা বলে, তখন তা স্পেশাল। যদিও আমি ২০ মাস আগে লালকেল্লা থেকে বলেছিলাম, এটাই সময়। সঠিক সময়। 

8:09 PM(2 years ago)

প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন ইন্ডিয়া টুডে গোষ্ঠীর চেয়ারম্যান ও এডিটর ইন চিফ অরুণ পুরী

Posted by :- Arindam

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইন্ডিয়া টুডে কনক্লেভে স্বাগত জানালেন ইন্ডিয়া টুডে গোষ্ঠীর চেয়ারম্যান ও এডিটর ইন চিফ অরুণ পুরী।

8:05 PM(2 years ago)

মঞ্চে আসছেন প্রধানমন্ত্রী মোদী

Posted by :- Arindam

India Today Conclave 2023-এর ২০তম সংস্করণে মঞ্চে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়েই এবারের কনক্লেভের গ্র্যান্ড সমাপ্তি হবে। 

Advertisement
7:19 PM(2 years ago)

একটু পরেই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- Arindam

ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩-এর ২০তম এডিশনে একটু পরেই মঞ্চে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'আইকন অফ ইন্ডিয়া' শীর্ষক আলোচনায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। 

6:55 PM(2 years ago)

অর্জুনের সঙ্গে এখন প্রি- হানিমুন পিরিয়ড কাটাচ্ছি: মালাইকা

Posted by :- soumita

সংবাদের শিরোনামে থাকেন বলিউড জুটি মালাইকা অরোরা  ও অর্জুন কাপুর। নিজেদের সম্পর্ক নিয়েও লুকোছাপা করেন না তাঁরা। জুটির রোমান্টিক রসায়ন অনুরাগীতদের মন জয় করেছে বহু বার। এবার কি যাচ্ছে বিয়ের পরিকল্পনা করছেন অর্জুন -মালাইকা? অভিনেত্রী জানালেন, বিয়েটা খুবই ব্যক্তিগত বিষয় তাঁর জন্যে। মালাইকার কথায়, অর্জুনের সঙ্গে এখন 'প্রি- হানিমুন পিরিয়ড কাটাচ্ছি'। 

6:47 PM(2 years ago)

আমায় 'সেক্স সিম্বল' বললে ভালই লাগে: মালাইকা

Posted by :- soumita

মালাইকা অরোরা বললেন, "আমায় 'সেক্স সিম্বল' বললে ভালই লাগে। তবে আমিও নিরাপত্তাহীনতায় ভুগী। আমার থেকেও কম বয়সী, সুন্দরীরা আছে। সিঙ্গেল মাদার, ডিভোর্সি এই সব কিছুই আছে...তাও এগিয়ে যাচ্ছি।"

malaika arora
6:38 PM(2 years ago)

ইন্ডিয়া টুডে কলক্লেভ ২০২৩- মঞ্চে হাজির মালাইকা অরোরা

Posted by :- soumita

শুক্রবার শুরু হয়েছে ইন্ডিয়া টুডে কলক্লেভ ২০২৩ (India Today Conclave 2023)। ১৭ ও ১৮ মার্চ, দু'দিন ব্যাপী চলছে কনক্লেভের ২০তম এডিশন। এবারের থিম 'দ্য ইন্ডিয়া মোমেন্ট'। দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল ও তাবড় ব্যক্তিত্বরা নিজেদের মত বিনিময় করছেন এই মঞ্চে। দ্বিতীয় দিন মঞ্চে হাজির মালাইকা অরোরা ।

6:36 PM(2 years ago)

মিডিয়ার উপর নানা চাপ থাকে, বললেন কলি পুরী

Posted by :- Arindam

কলি পুরীর কথায়, একটি প্রচার করা হচ্ছে, মিডিয়া বিক্রি হয়ে গিয়েছে। গদি মিডিয়া নামে একটি কথা ভীষণ চলছে। আমাকে অনেকে জিগ্গেস করেন, মিডিয়ার উপর নানা মহল থেকে চাপ আসছে? হ্যাঁ, চাপ আসে। চাপ থাকে। বলা উচিত, এখন চাপ অনেক বেশি অর্গানাইজড। ডিজিটাল চাপ। কিন্তু এই চাপ শুধু মিডিয়া ঝেলছে না। আমরা আর কোনও ব্যবসা করি না। অন্য কোনও ব্যবসায়িক উদ্দেশ্যকে চরিতার্থ করি না। আমরা এই চাপ সামলাই কারণ, আমাদের দুর্দান্ত টিম রয়েছে। প্রতিভাবান জার্নালিস্টরা রয়েছেন আমাদের সংস্থায়। 

Advertisement
6:31 PM(2 years ago)

আজতক AI লঞ্চ করলেন কলি পুরী

Posted by :- Arindam

ইন্ডিয়া টুডে কনক্লেভের মঞ্চে ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ভাইস চেয়ারপার্সন কলি পুরী বললেন, এই ২০টি কনক্লেভেই আমি অংশ নিয়েছি। আমি ভাগ্যবান। ২০ বছর আগে ১৬ জন স্পিকার ছিলেন। আজ ইন্ডিয়া টুডে কনক্লেভ বিরাট। তিনি লঞ্চ করলেন আজতক AI। সব ভাষায় খবর পড়বে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রোবট অ্যাঙ্কর শানা।

6:23 PM(2 years ago)

লকডাউনের ৩টি বিশেষ অভিজ্ঞতা শেয়ার করলেন SpiceJet-এর CEO

Posted by :- sudip

ইন্ডিয়া টুডে কনক্লেভে এসে স্পাইসজেট-এর সিইও অজয় সিং করোনা মহামারী চলাকালীন তাঁর তিনটি বিশেষ অভিজ্ঞতা-শিক্ষা শেয়ার করেন। ওই তিনটি শিক্ষা বা অভিজ্ঞতাগুলি হল, চেষ্টা চালিয়ে যাওয়া, সঙ্কটে সঠিক সুযোগের সন্ধান করা এবং যে কোনও বিপর্যয়ের জন্য আগাম প্রস্তুতি নেওয়া। তিনি বলেন, কখনই এমন অনুমান করবেন না যে, সবচেয়ে খারাপ কোনও পরিস্থিতি বা ঘটনা আপনার সঙ্গে ঘটবে না। বরং, অটোমেশনের গুরুত্ব বুঝে যে কোনও রকম খারাপ পরিস্থিতির জন্য সকলের প্রস্তুত থাকা জরুরি।

6:14 PM(2 years ago)

কোভিড ভাইরাস-মহামারী মানব সভ্যতার উপর জঙ্গি হামলার মতোই ঘটনা: পুনীত ছটওয়াল

Posted by :- sudip

ইন্ডিয়ান হোটেলের এমডি-সিইও পুনীত ছাটওয়াল, পিভিআর সিএমডি অজয় বিজলি এবং স্পাইসজেটের সিইও অজয় সিং ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩-এর মঞ্চথেকে জানালেন কোভিড মহামারি পেরিয়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকা এবং পরবর্তিতে সমৃদ্ধিলাভের চাবিকাঠি সম্পর্কে। এই প্রসঙ্গে ইন্ডিয়ান হোটেলের এমডি এবং সিইও পুনীত ছটওয়াল বলেন, কোভিড মহামারী, এই ভাইরাস মানব সভ্যতার উপর বড়সড় জঙ্গি হামলার মতোই ঘটনা।

4:46 PM(2 years ago)

চিদম্বরম বনাম নীলকান্ত

Posted by :- Subhankar Mitra

প্রান্তিক ও গরিবদের অবহেলা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: চিদম্বরম; করোনার সময়ের থেকে ১০০ দিনের কাজের চাহিদা কমে গিয়েছে, এই পরিসংখ্যান বোঝায় অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: নীলকান্ত

4:43 PM(2 years ago)

দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে প্রশ্ন চিদম্বরমের

Posted by :- Subhankar Mitra

আর্থিক বৃদ্ধি এগিয়ে থাকলেও মাথা পিছু আয়ে আমরা এখনও চিনের থেকে পিছিয়ে: চিদম্বরম

Advertisement
4:34 PM(2 years ago)

আমার যা আছে তাই নিয়েই খুশি : CJI DY চন্দ্রচূড়

Posted by :- Soumen Karmakar

বিচারকদের মান নিয়ে প্রশ্ন করা হলে CJI বলেন, 'আমার কাজ নিয়ে আমি খুশি। আর কেউ যদি নিজের কাজ নিয়ে খুশি না হন তাহলে জানতে হবে, লোভের কোনো সীমা নেই। তবে আমি বিশ্বাস করি, আমাদের চাকরিটা ভালো। অবস্থাও ভালো। তবে আরও ভালো হতে পারে।'

Load More
Advertisement