scorecardresearch
 

PM Narendra Modi in India Today Conclave 2023: '২০১৪-র আগে দুর্নীতির খবর হেডলাইন হত,' বিরোধীদের নিশানা মোদীর

বিরোধীদের একহাত নিয়ে প্রধানমন্ত্রী বললেন, একসময় ভারতের সংবাদমাধ্যমে দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ, আন্দোলনের খবর হত। আজ খবর হয়, দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপে ভীত হয়ে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে রাস্তায় আন্দোলন।

Advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দুদিন ব্যাপী চলা India Today Conclave 2023 ২০তম সংস্করণ শেষ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দিয়ে। বিরোধীদের একহাত নিয়ে প্রধানমন্ত্রী বললেন, একসময় ভারতের সংবাদমাধ্যমে দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ, আন্দোলনের খবর হত। আজ খবর হয়, দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপে ভীত হয়ে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে রাস্তায় আন্দোলন।

প্রধানমন্ত্রী মোদীর কথায়, '২০১৪ সালের আগে খবরের কাগজে শুধু হেডলাইনে থাকতো দুর্নীতির খবর। দুর্নীতির বিরুদ্ধে জনরোষের খবর। এই সেক্টরে এত কোটি টাকার দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে জনতা রাস্তায় নামল।  শহরে বোমাবাজি, নক্সাল হিংসার খবর হত। আজ খবর হয়, দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপে ভীত হয়ে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে রাস্তায় আন্দোলন। আপনারা তো দুর্নীতির খবর দেখিয়ে দেখিয়ে এত টিআরপি পেয়েছেন, এবার আপনাদের কাছে সুযোগ, দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে পদক্ষেপের খবর দেখিয়ে টিআরপি বাড়ান। কারও চাপে আসবেন না। ব্যালেন্স করার চক্করে এই সুযোগ হারাবেন না। এক সময় ট্রেনের দুর্ঘটনার খবর আসতো। এখন নয়া অত্যাধুনিক ট্রেন চালুর খবর আসে। এই প্রবণতাই প্রমাণ করছে,এই সময়, ভারতের সময়। আসলে যখন শুভ কিছু হয়, কালো টিকা লাগানোর সংস্কৃতি রয়েছে।। বর্তমানে এত শুভ কাজ হচ্ছে, কিছু মানুষ কালোটিকা লাগাতে ব্যস্ত। যাতে নজর না লেগে যায়।'

প্রধানমন্ত্রী বললেন, 'করোনার সময়েও একাধিক নির্বাচন হয়েছে, সফল হয়েছে। বিশ্বমন্দার মধ্যেও ভারতের অর্থনীতি আজ মজবুত। ব্যাঙ্কিং সেক্টর মজবুত। এটাই আমাদের প্রাতিষ্ঠানিক শক্তি। আমাদের শক্তিশালী গণতন্ত্রও তার সাফল্য কিছু মানুষের সহ্য হচ্ছে না। তবু আমার বিশ্বাস, ভারত এসবের মধ্যেও এগিয়ে যাবে। সাফল্য পাবে। সবার প্রচেষ্টাতেই ইন্ডিয়া মোমেন্টকে শক্তিশালী করতে হবে আমাদের। অরুণজি ও ইন্ডিয়া টুডে গোষ্ঠীকে আবার ধন্যবাদ। ২০২৪ সালে নিমন্ত্রণের যে সাহস দেখালেন, তার জন্য বিশেষ ধন্যবাদ।' 

Advertisement

প্রধানমন্ত্রী বললেন, গরিব মহিলা নিজেকে ক্ষমতাবান মনে করছেন। এটাই তো ভারতের সময়। একসময় কৃষকরা ঋণে ডুবে যেতেন। এখন পিএম কিষাণ যোজনায় সরাসরি সব কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। যে কোনও দেশের উন্নতিতে নীতি নির্ধারণে সিদ্ধান্তহীনতা বড় বাধা হয়ে যায়। কিছু পরিবারের সীমাবদ্ধতার জেরে আমাদের দেশেও একসময় এই বাধা ছিল। আজ দেশবাসীর আস্থা তৈরি হয়েছে, সরকার তাদের কথা ভাবে। আমরা সংবেদনশীলতা এনেছে সরকারি কাজে। একটা সময় সীমান্তবর্তী গ্রামকে দেশের অন্তিম গ্রাম মানা হত। আজ আমরা ওই গ্রামগুলিকে দেশের প্রথম গ্রাম হিসেবে দেখি। আজ ওই গ্রামগুলিতে কেন্দ্রের প্রতিনিধিরা যান। একটা সময় উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল না। আমি নিজে উত্তর-পূর্ব ভারতে ৫০ বার গেছি এখনও পর্যন্ত। এই ধরনের সংবেদনশীলতার জেরে শান্তি ফিরেছে উত্তর-পূর্বে। ইউক্রেনে যুদ্ধ যখন শুরু হল, বহু পরিবার তাঁদের সন্তান, আত্মীয়দের নিয়ে চিন্তিত ছিলেন। আমাদের সরকারের প্রতিনিধিরা ওই পরিবারগুলির বাড়িতে গিয়েছেন। তাঁদের পাশে দাঁড়িয়েছে। সরকার যদি সংবেদনশীল না হত, আমরা করোনার বিরুদ্ধে লড়াই জিততে পারতাম না। আজ দুনিয়া দেখছে, গণতন্ত্রের শক্তি। 

Advertisement