'সমস্ত মেন্টলিস্টই ম্যাজিশিয়ান, কিন্তু সব ম্যাজিশিয়ান মেন্টালিস্ট নয়', ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩-এর (India Today Conclave 2023) মঞ্চে এমনটাই বললেন মেন্টালিস্ট ও সাইকোলজিক্যাল ইলিউশানিস্ট সুহানী শাহ (Suhani Shah)। তিনি বলেন, 'মেন্টালিজম ম্যাজিক একটি আর্ট ফর্ম। সেটি বাড়ি বাড়ি পৌঁছছে। এটি দেশের প্রাচীন কলা। ভেবেছিলাম মানুষ ভুলে গেছেন। এখন বাড়ি বাড়ি পৌঁছেছে'।
মাত্র ৭ বছর বয়স থেকে মঞ্চে পারফর্ম করছেন সুহানী শাহ। তিনি বলেন, 'এটি একটি অতুল্য জার্নি। আজ যা পারি তা ওই জর্নির জন্যই পারি। সবটাই বাবা-ম ও যাঁরা সাপোর্ট করেছেন তাঁদের কৃতিত্ব। বাবা-মাকে বলেছিলাম জাদু করতে চাই। তাঁরা দূরদর্শী ছিলেন, বলেছিলেন জন্মদিন বা স্কুল পার্টিতে নয়, বড় মঞ্চে পারফর্ম করবে? তাঁরা আমার জন্য সময়, শ্রম ও অর্থ ব্যয় করেছেন, তাই আজ এই জায়গায় পৌঁছেছি'।
ম্যাজিশিয়ান ও মেন্টালিজমের পার্থক্য প্রসঙ্গে সুহানীকে জিজ্ঞাসা করা হলে সাংবাদিকতার উদাহরণ টেনে তিনি বলেন, 'ম্যাজিক হল মূল, তার মধ্যে ইলিউশান, মেন্টালিজম, স্ট্রিট ম্যাজিকের মতো ভাগ রয়েছে। সমস্ত মেন্টলিস্টই ম্যাজিশিয়ান, কিন্তু সব ম্যাজিশিয়ান মেন্টালিস্ট নয়'।
সুহানী বলেন বহু মানুষ তাঁকে মেসেজ করেন। তাঁদের মধ্যে কেউ আছেন যাঁরা আইপ্যাডের পাসওয়ার্ড জানতে চান। আবার কেউ আছেন দীর্ঘদিন ধরে কোমায় থাকা মায়ের মেন্টাল রিড করাতে চান। এদিন নাসিকের একটি শো-এর স্মৃতি রোমন্থন করেন তিনি। সুহানী বলেন, সেই অনুষ্ঠানে এক ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করেন এবং জাদু দিয়ে তাঁকে সুস্থ করার আবেদন জানান। সব কথা শুনে তাঁকে কিছুটা জল দেন সুহানী। ওই ব্যক্তি সেটি খেয়ে জানান যে তিনি ভাল বোধ করছেন। পরে চিঠিতে ওই ব্যক্তি জানান যে তিনি ভাল আছেন। সুহানী বলেন, তিনি ওই ব্যক্তিকে সাধারণ জল দিয়েছিলেন। আসলে তাঁর বিশ্বাসই তাঁকে সুস্থ করেছে। একইসঙ্গে এদিন ছেলে ও মেয়েদের মধ্যে কোনওরকম পার্থক্য না রাখা বা মেয়েদের দুর্বল হিসেবে না দেখারও বার্তা দেন সুহানী।
আরও পড়ুন - ওড়িশা যেতে পারেন মমতা, নবীনের সঙ্গে বৈঠক-জল্পনা; নয়া সমীকরণ?