scorecardresearch
 

India Today Conclave 2023: প্রধানমন্ত্রী উদ্যমী, তিনি আরও ভালো করতে পারেন: চিদম্বরম

দেশের জিডিপি ও অন্যান্য আর্থিক মাপকাঠির পরিসংখ্যান নিয়ে নিজের মত দেন চিদম্বরম। তিনি বলেন,দেশের অর্থনীতির যে অগ্রগতি হচ্ছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই কিন্তু ত্রৈমাসিক বৃদ্ধির হার ক্রমাগত নিম্নমুখী। এর অর্থ ভারতীয় অর্থনীতির গতি শ্লথ হচ্ছে। মাথাপিছু আয়ের দিক থেকে আমরা এখনও বহু দেশের চেয়ে পিছিয়ে আছি।'

Advertisement
পি চিদম্বরম। পি চিদম্বরম।
হাইলাইটস
  • প্রধানমন্ত্রীর প্রশংসায় চিদম্বরম।
  • মোদীকে উদ্যমী বললেন প্রাক্তন অর্থমন্ত্রী।

ভারতের আর্থিক উন্নতি অন্যান্য দেশের চেয়ে এগিয়েও থাকলেও প্রান্তিক মানুষরা সুফল পাচ্ছেন না। শনিবার ইন্ডিয়া টুডে কনক্লেভের শেষ দিনে এসে এমন দাবি করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর কথায়,'চিনের চেয়ে ভারতের আর্থিক বৃদ্ধি বেশি হলেও মাথা পিছু আয় অনেকটাই কম।' এ দিন চিদম্বরমের সঙ্গে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা নীলকান্ত মিশ্র। এ দিন চিদম্বরম বলেন,'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যমী। তিনি আরও ভালো কাজ করতে পারেন।' 

দেশের জিডিপি ও অন্যান্য আর্থিক মাপকাঠির পরিসংখ্যান নিয়ে নিজের মত দেন চিদম্বরম। তিনি বলেন,দেশের অর্থনীতির যে অগ্রগতি হচ্ছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই কিন্তু ত্রৈমাসিক বৃদ্ধির হার ক্রমাগত নিম্নমুখী। এর অর্থ ভারতীয় অর্থনীতির গতি শ্লথ হচ্ছে। মাথাপিছু আয়ের দিক থেকে আমরা এখনও বহু দেশের চেয়ে পিছিয়ে আছি। চিদম্বরমের কথার জবাবে নীলকান্ত মিশ্র বলেন,'আমাদের বুঝতে হবে যে কোনও দেশের অর্থনীতির শ্লথ হওয়াটা নতুন কিছু নয়। অর্থনীতি শুধু গণিত বা প্রতি বলে ছক্কা মারার বিষয় নয়! এটা অনেকটা লম্বা ইনিংসের মতো। আগামী পাঁচ বছরে জিডিপির হার আরও বাড়বে বলে আমার বিশ্বাস। ত্রৈমাসিক জিডিপি পরিসংখ্যান নিয়ে পর্যালোচনাও ভুল।' তিনি যোগ করেন,'মোদী সরকারের আমলে আমরা একাধিক ক্ষেত্রেই ভালো কাজ করেছি। দক্ষিণ এশিয়ার বহু দেশের তুলনায় ভারতে মুদ্রাস্ফীতির হার কম। আমরা ইউএপিএ সরকারের চেয়ে ভালো কাজ করেছি।'

মোদী সরকার দেশের ৭০ কোটি জনসংখ্যাকে উপেক্ষা করেছেন বলেও দাবি করেন চিদম্বরম। তিনি বলেন,'২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে দেশে মূল্যবৃদ্ধি চরম আকার নিয়েছিল তা আমি অস্বীকার করছি না। কিন্তু করোনার সময়ে বর্তমান সরকার সমাজের প্রান্তিক মানুষদের দিকে নজর দেয়নি। এই সময়ে তিন কোটি মানুষকে উত্তরপ্রদেশ, বিহারে ফিরে যেতে হয়েছিল। সেখানে গণমৃত্যু হয়েছে। গঙ্গায় ভাসমান লাশের ছবি দেখেছেন সবাই। তিনি আরও বলেন,'দেশে প্রতি বছর রাস্তা তৈরি হয়,প্রতি বছর উন্নয়ন হয়। আজ থেকে ১০ বছর পর যে সরকারই ক্ষমতায় আসুক, তিনিও উন্নয়ন করবেন। কিন্তু প্রশ্ন হল, ফ্লাইওভার তৈরি কি উন্নয়ন! ওই ফ্লাইওভারের নীচে বসবাসকারী মানুষদের জন্য সরকার কী করেছে? মোদী সরকার দেশের অর্ধেক জনসংখ্যার কথা বলে কিন্তু ৭০ কোটি জনসংখ্যার কী হবে যাঁরা দরিদ্র,যাঁদের সম্পদ নেই।'

Advertisement

মোদী সরকারের প্রশংসাও শোনা গিয়েছে চিদম্বরমের গলায়। গত ৮ বছরে মোদী সরকারের কোন কোন প্রকল্পের জন্য বাহবা দেবেন? প্রাক্তন অর্থমন্ত্রী বলেন,'২০০৯ থেকে ২০১১ সালের তিক্ত অভিজ্ঞতার পরে আমি যা শিখেছি, তা হল যে সরকার যাই হোক না কেন, আমাদের ঋণের ভারসাম্য রাখতে হবে। কারণ তা মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে। আমি মোদী সরকারকে কৃতিত্ব দেব যে তারা রাজকোষের ঘাটতি এবং ঋণের ভারসাম্য রক্ষায় ভালো কাজ করেছে। তবে আরও ভালো করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যমী, তিনি আরও ভালো কাজ করতে পারেন।'

মোদী সরকারের উন্নয়ন দাবিকেও খোঁচা দিয়েছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। তাঁর কথায়,ভারত ২০১৪ সালে স্বাধীনতা পেয়েছিল। মোদী সরকারের ভুলের কারণে করোনার সময় তিন কোটি মানুষকে ইউপি, বিহারে ফিরতে হয়েছে। দেশের ৪৯ শতাংশ নারী রক্তাল্পতায় ভুগছেন। অর্থাৎ তাঁরা পুষ্টিকর খাবার পাচ্ছেন না। কেন আমরা বিশ্ব ক্ষুধা সূচকে ১০১ নম্বরে আছি? সরকারকেও এ বিষয়ে ভাবতে হবে। জবাব দিতে হবে।'

ইউপিএ সরকার আধার, জন ধন যোজনার মতো কর্মসূচি এনেছিল বলেও দাবি চিদম্বরমের। তিনি বলেন,'সরকার যদি ভালো কাজ করে আমরা কৃতিত্ব দেওয়া থেকে পিছিয়ে থাকব না। তবে আধার কার্ড প্রকল্প এনেছিস ইউপিএ সরকার। তা ২০১২-২০১৩ সালে ইউপিএ সরকার শুরু করেছিল। পরে তৎকালীন আরবিআই গভর্নর রঘুরাম রাজন জিরো অ্যাকাউন্ট ব্যালেন্স নিয়ে আসেন। যা পরে জন ধন যোজনায় পরিবর্তিত হয়। এই দুটি সফল পরিকল্পনাই আমাদের আমলে হয়েছিল। তবে আমরা এনডিএর সঙ্গে যৌথভাবে এর কৃতিত্বের দাবিদার। জিএসটি পরিসংখ্যান উন্নত হয়েছে। তবে এতে শুধু কেন্দ্রীয় সরকারের ভূমিকা নেই। এর অর্ধেক কৃতিত্বও যায় রাজ্য সরকারেরও।'

আরও পড়ুন- দুনিয়া দেখছে ভারতের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ক্ষমতা: নরেন্দ্র মোদী

Advertisement