মুকুটে ফের নতুন পালক। ইন্ডিয়ান স্পেস রিসার্চ এজেন্সি (ISRO) আজ, শুক্রবার স্যাটেলাইট SSLV-D2 এর দ্বিতীয় সংস্করণ উৎক্ষেপণ করেছে পেরেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাডে এদিন সকাল ৯টা ১৮ মিনিটে এই উৎক্ষেপণ হয়। ISRO জানিয়েছে, এই নতুন রকেটে SSLV-D2 ৩টি উপগ্রহ বহন করেছে।
ইসরোর ডিজাইন করা এবং তৈরি করা ষষ্ঠ উৎক্ষেপণ যান এই রকেট। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ৩৫০ কিলোরও বেশি ওজনের তিনটি পেলোড সহ নিম্ন আর্থ অরবিটে ১৫ মিনিটের উড়ান শেষ করবে।
SSLV-D2 আরও আধুনিক ভাবে তৈরি করা হয়েছে। এই রকেটের মোট ওজন ১৭৫.২ কিলোগ্রাম। যার মধ্যে ইওএস স্যাটেলাইটের ওজন ১৫৬.৩ কেজি। Janus-1-ওজন ১০.২ কিলোগ্রাম এবং AzaadiSat-২-এর ওজন ৮.৭ কিলোগ্রাম। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অনুযায়ী, SSLV রকেটের দাম প্রায় ৫৬ কোটি টাকা। অন্যান্য সংস্থার পাশাপাশি ইসরোর তরফে পাঠানো স্যাটেলাইটটিকে একাধিক কাজে ব্যবহার করা হবে।
ইসরো জানাচ্ছে, এই রকেট প্রথমবার সফল হয়নি। এটি দ্বিতীয়বারের চেষ্টা। যা সফল হল। সংস্থার প্রধান, এস সোমনাথ জানিয়েছেন, এর আগেরবার একটা সমস্যা ছিল। এবার তা চিহ্নিত করা হয় এবং সমাধান করা হয়। সঠিক ব্যবস্থা নেওয়াতেই সাফল্য।
ইসরোর তরফে জানা যাচ্ছে, এর মাধ্যমে একাধিক স্যাটেলাইট মহাকাশে পাঠানো সম্ভব। এই রকেট বিভিন্ন দেশ ব্যবহার করতে পারে। পৃথিবী থেকে ৫০০ কিমি উপরে স্যাটেলাইট পাঠাতে সক্ষম এই রকেট।
আরও পড়ুন- জম্মু-কাশ্মীরে বিপুল টাকার লিথিয়ামের খোঁজ, কাজে লাগে ব্যাটারি তৈরিতে