Jharkhand Vote Analysis: ২৪ বছর ১৩ মুখ্যমন্ত্রী! ঝাড়খণ্ডের রাজনীতি কঠিন ঠাঁই, কেন জানেন?

২৪ বছরে ১৩ জন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের রাজনীতির প্রেক্ষাপট বোঝার জন্য় এই একটি বাক্যই যথেষ্ট। শুধু তাই নয়, এরই মধ্যে ৩ বার রাষ্ট্রপতি শাসনও দেখে ফেলেছে। এমনকি নির্দল বিধায়ককেও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে দেখেছেন ঝাড়খণ্ডবাসী। অবস্থা এমনই যে, ঝাড়খণ্ডের নাম বললেই এক রাজনৈতিকভাবে অস্থির রাজ্যের ছবি মাথায় আসে।

Advertisement
২৪ বছর ১৩ মুখ্যমন্ত্রী! ঝাড়খণ্ডের রাজনীতি কঠিন ঠাঁই, কেন জানেন?ঝাড়খণ্ডে জেতা কোনও দলের পক্ষেই সহজ নয়।

২৪ বছরে ১৩ জন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের রাজনীতির প্রেক্ষাপট বোঝার জন্য় এই একটি বাক্যই যথেষ্ট। শুধু তাই নয়, এরই মধ্যে ৩ বার রাষ্ট্রপতি শাসনও দেখে ফেলেছে। এমনকি নির্দল বিধায়ককেও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে দেখেছেন ঝাড়খণ্ডবাসী। অবস্থা এমনই যে, ঝাড়খণ্ডের নাম বললেই এক রাজনৈতিকভাবে অস্থির রাজ্যের ছবি মাথায় আসে।

কিন্তু এই রাজনৈতিক অস্থিরতার কারণ কী? বিশ্লেষকরা বলছেন, ঝাড়খণ্ডের ক্ষমতার সমীকরণেই আসল গেরো। সে রাজ্যে কোনও এক রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতার জন্য ৪১-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে হয়। আর তাতেই ক্লিক করতে পারছে না কোনও রাজ্য। ৪টি নির্বাচন পেরিয়ে গিয়েছে। এখন আবার পঞ্চমবারের মতো ভোটের দামামা বেজে গিয়েছে। এমন পরিস্থিতিতে, আসুন ঝাড়খণ্ডের ভোটের হিস্ট্রি নিয়ে একটু চর্চা করা যাক।

ঝাড়খণ্ডে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি

ঝাড়খণ্ড বিধানসভার মোট সদস্য সংখ্যা ৮১ জন। সংখ্যাগরিষ্ঠতার জন্য ম্যাজিক ফিগার ৪১টি আসন। সংখ্যাটি অন্য় অনেক রাজ্যের নিরিখে কম মনে হতে পারে। তবে ঝাড়খণ্ডে কিন্তু এই নাম্বার তোলাটা মোটেও সহজ নয়। এখনও চারটি বিধানসভা নির্বাচনে কোনও দলই এই সংখ্যায় পৌঁছাতে পারেনি। ২০১৪ সালের ঝাড়খণ্ড নির্বাচনে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৩৭টি বিধানসভা আসন জিতেছে। এখনও পর্যন্ত সেই রাজ্যের নির্বাচনী ইতিহাসে এটাই কোনও দলের সেরা পারফরম্যান্স।

এক নির্বাচনে চারটি দল ১০ ছাড়িয়েছে

এখনও পর্যন্ত এই রাজ্যে মাত্র একটিই নির্বাচনে এমনটি ঘটেছে যে, চারটি দল ১০ বা তার বেশি আসন জিতেছিল। ২০০৯ সালের বিধানসভা নির্বাচনের পরিসংখ্যান এটি। বিজেপি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) দুই দলই ১৮টি করে আসন জিতেছিল। তারপরে কংগ্রেসও ১৪টি আসনে জিতেছে। ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (জেভিএম) ১১টি আসনে জিতেছে।   

দুইবার ৩০-এই আটকে গিয়েছে এই দল

২০০৫ সালের ঝাড়খণ্ড নির্বাচনে, বিজেপি বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছিল। কিন্তু, ৩০টি আসন পেয়েছিল। ২০২০ সালের বিধানসভা নির্বাচনেও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছিল। ২০২০ সালে ঝাড়খণ্ডের নির্বাচনে, জেএমএম সবচেয়ে বেশি আসন পেয়েছিল। কিন্তু সেটাও মাত্র ৩০টি।

২০০৫ সালে, জেএমএম ১৭টি আসনে জিতে দ্বিতীয় অবস্থানে ছিল। কংগ্রেস নয়টি আসন নিয়ে এক অঙ্কেই আটকে ছিল। এমনকি ২০২০ সালের নির্বাচনেও, কংগ্রেস ৩ নম্বরে ছিল। কিন্তু এবার আসন ছিল ১৬।

Advertisement

এবারের রাজনৈতিক ছবিটা কেমন?

ঝাড়খণ্ডে এই নির্বাচনে বিভিন্ন দল ছোট দলকে সঙ্গে নিয়ে নির্বাচনের ময়দানে নেমেছে। বিজেপি সুদেশ মাহাতোর নেতৃত্বাধীন অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ), নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) এবং চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) এর সঙ্গে জোট গঠন করেছে।

একই সঙ্গে ক্ষমতাসীন জেএমএমের সঙ্গে রয়েছে কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল ও বাম দলগুলি। দুই প্রধান দল- বিজেপি এবং জেএমএম, নির্বাচনের পরে সরকার গঠনের ছোট ভোট ব্যাঙ্ককে টার্গেট করে জোট গঠন করেছে। এখন এই জোটের গণিত কার ফেভারে যাবে, সেটা আগামী ২৩ নভেম্বরই বোঝা যাবে।

POST A COMMENT
Advertisement