Karnataka Result 2023: 'কর্ণাটকে উপমুখ্যমন্ত্রী করা হোক কোনও মুসলিমকে,' দাবি ওয়াকফ বোর্ডের

রাজ্যের উপমুখ্যমন্ত্রী কোনও জয়ী মুসলিম প্রার্থীকে করার দাবি তুলল সুন্নি ওয়াকফ বোর্ড। তাঁদের আরও দাবি, কর্ণাটকে জয়ী ৫ মুসলিম বিধায়কদের স্বরাষ্ট্র, রাজস্ব, স্বাস্থ্য সহ গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী করা হোক।

Advertisement
'কর্ণাটকে উপমুখ্যমন্ত্রী করা হোক কোনও মুসলিমকে,' দাবি ওয়াকফ বোর্ডেরওয়াকফ বোর্ডের চেয়ারম্যান
হাইলাইটস
  • 'আমরা কংগ্রেসকে অনেক কিছু দিয়েছি'
  • 'আমাদের ধন্যবাদ জানানো কংগ্রেসের কর্তব্য'
  • 'কংগ্রেসের জয়ে বড় ভূমিকা রয়েছে মুসলিমদের'

কর্ণাটকে সরকার (Karnaraka) গড়ার তোড়জোড় শুরু করে দিয়েছে কংগ্রেস (Congress)। ডিকে শিবকুমার নাকি সিদ্দারামাইয়া, কে পাচ্ছেন মুখ্যমন্ত্রী পদ, তা নিয়ে চর্চা তুঙ্গে। এহেন আবহে এবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী কোনও জয়ী মুসলিম প্রার্থীকে করার দাবি তুলল সুন্নি ওয়াকফ বোর্ড। তাঁদের আরও দাবি, কর্ণাটকে জয়ী ৫ মুসলিম বিধায়কদের স্বরাষ্ট্র, রাজস্ব, স্বাস্থ্য সহ গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী করা হোক।

'আমরা কংগ্রেসকে অনেক কিছু দিয়েছি'

কর্ণাটক ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সফি সাদির বক্তব্য, রাজ্যে কোনও জয়ী মুসলিম প্রার্থীকেই উপমুখ্যমন্ত্রী করা উচিত। ১৫টি আসনে মুসলিম প্রার্থী জিতেছে। মুসলিমদের জন্যই কংগ্রেস জিতেছে। একটি সম্প্রদায়ের তরফে আমরা কংগ্রেসকে অনেক কিছু দিয়েছি। এবার সময় এসেছে, তার বদলে কিছু পাওয়ার।

আরও পড়ুন: কর্নাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, ভালোবাসার দোকানে খুলেছে: রাহুল

'আমাদের ধন্যবাদ জানানো কংগ্রেসের কর্তব্য'

ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের আরও দাবি, 'আমরা চাই, কর্ণাটকে উপমুখ্যমন্ত্রী হোক মুসলিম বিধায়ক। এছাড়াও স্বরাষ্ট্র, রাজস্ব ও শিক্ষা মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতরে মুসলিম মন্ত্রী করা হোক। আমাদের ধন্যবাদ জানানো কংগ্রেসের কর্তব্য।'

'কংগ্রেসের জয়ে বড় ভূমিকা রয়েছে মুসলিমদের'

কর্ণাটক ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বলছেন, কংগ্রেসের জয়ে বড় ভূমিকা পালন করেছে মুসলিম সম্প্রদায়। কর্ণাটকে কখনও কোনও মুসলিম বিধায়ককে মুখ্যমন্ত্রী করা হয়নি। নির্বাচনের আগেও আমরা এই দাবি করেছিলাম। এই রাজ্যে ৯০ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করেন।

তথ্য সৌজন্য: সগায় রাজ 

কর্ণাটকে জয়ের পরে প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, 'এই জয় কর্নাটকের গরিব জনতার জয়।' কর্নাটকের ভোটারদের অভিনন্দন জানান রাহুল। অভিবাদন জানালেন তাঁর দলের নেতা-কর্মী ও সমর্থকদেরও। যে পাঁচ প্রতিশ্রুতি কংগ্রেস দল ভোটের প্রচারে করেছিল, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তা সুনিশ্চিত করা হবে।
 

Advertisement

POST A COMMENT
Advertisement